হায়দরাবাদ, 23 জানুয়ারি : অস্ট্রেলিয়া সফরে কঠোর কোয়ারানটিন পর্ব কাটিয়েছে ভারতীয় দল ৷ সফর শেষে এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা ৷ আগামী মাস থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে নামবে ভারত ৷ তার এক সপ্তাহ আগে থেকে ফের কোয়ারানটিন পর্ব কাটাতে হবে অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থদের ৷
টিম ইন্ডিয়ার বোলিং কোচ ভরত অরুণ বলেছেন, "আমরা অস্ট্রেলিয়ায় দারুণ খেলেছি ৷ প্রতিটি মুহূর্ত আমরা উপভোগ করেছি ৷ আমাদের প্রতিটি সাফল্য উপভোগ করেছি ৷ কিন্তু এবার সেই জয়ের কথা ভুলতে হবে ৷ অস্ট্রেলিয়া সফরকে পিছনে ফেলে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় নিয়ে ভাবতে হবে ৷ আমাদের পরিকল্পনা সাজাতে হবে ৷ হাতে সময় আছে ৷ টেস্ট সিরিজ় শুরুর আগে আমরা এক সপ্তাহের কোয়ারানটিনে কাটাব ৷ আর তখনই পরিকল্পনা সাজিয়ে নেব ৷" ইংল্যান্ড টিম সম্পর্কে ভরত অরুণ বলেছেন, "ইংল্যান্ড সেরা দল ৷ ওদের হারাতে হলে আমাদের সেরাটা দিতে হবে ৷"
-
The Committee also picked five net bowlers and five players as standbys.
— BCCI (@BCCI) January 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Net Bowlers: Ankit Rajpoot, Avesh Khan, Sandeep Warrier, Krishnappa Gowtham, Saurabh Kumar
Standby players: K S Bharat, Abhimanyu Easwaran, Shahbaz Nadeem, Rahul Chahar, Priyank Panchal#INDvENG
">The Committee also picked five net bowlers and five players as standbys.
— BCCI (@BCCI) January 19, 2021
Net Bowlers: Ankit Rajpoot, Avesh Khan, Sandeep Warrier, Krishnappa Gowtham, Saurabh Kumar
Standby players: K S Bharat, Abhimanyu Easwaran, Shahbaz Nadeem, Rahul Chahar, Priyank Panchal#INDvENGThe Committee also picked five net bowlers and five players as standbys.
— BCCI (@BCCI) January 19, 2021
Net Bowlers: Ankit Rajpoot, Avesh Khan, Sandeep Warrier, Krishnappa Gowtham, Saurabh Kumar
Standby players: K S Bharat, Abhimanyu Easwaran, Shahbaz Nadeem, Rahul Chahar, Priyank Panchal#INDvENG
ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পূর্ণ সিরিজ় খেলবে ভারত ৷ 5 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চার ম্যাচের টেস্ট সিরিজ় ৷ চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে 5 থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রথম টেস্ট ৷ একই ভেনুতে দ্বিতীয় টেস্ট শুরু হবে 13 ফেব্রুয়ারি ৷ শেষ হবে 17 তারিখ ৷ এরপর 24-28 ফেব্রুয়ারি এবং 4 মার্চ থেকে 8 মার্চ পর্যন্ত আমেদাবাদের নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে হবে বাকি দুটি টেস্ট ৷ এরপর আমেদাবাদেই খেলা হবে পাঁচ ম্যাচের টি-20 সিরিজ় ৷ তিন ম্যাচের একদিনের সিরিজ় খেলা হবে পুণেতে ৷
-
TEAM - Virat Kohli (Capt), Rohit Sharma, Mayank Agarwal, Shubman Gill, Cheteshwar Pujara, Ajinkya (VC), KL Rahul, Hardik, Rishabh Pant (wk), Wriddhiman Saha (wk), R Ashwin, Kuldeep Yadav, Axar Patel, Washington Sundar, Ishant Sharma, Jasprit Bumrah, Md. Siraj, Shardul Thakur
— BCCI (@BCCI) January 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">TEAM - Virat Kohli (Capt), Rohit Sharma, Mayank Agarwal, Shubman Gill, Cheteshwar Pujara, Ajinkya (VC), KL Rahul, Hardik, Rishabh Pant (wk), Wriddhiman Saha (wk), R Ashwin, Kuldeep Yadav, Axar Patel, Washington Sundar, Ishant Sharma, Jasprit Bumrah, Md. Siraj, Shardul Thakur
— BCCI (@BCCI) January 19, 2021TEAM - Virat Kohli (Capt), Rohit Sharma, Mayank Agarwal, Shubman Gill, Cheteshwar Pujara, Ajinkya (VC), KL Rahul, Hardik, Rishabh Pant (wk), Wriddhiman Saha (wk), R Ashwin, Kuldeep Yadav, Axar Patel, Washington Sundar, Ishant Sharma, Jasprit Bumrah, Md. Siraj, Shardul Thakur
— BCCI (@BCCI) January 19, 2021