ETV Bharat / sports

চেন্নাইয়ে প্রথম টেস্টের আগে নেট সেশন, খেলোয়াড়দের উদ্দেশ্য়ে পেপটক শাস্ত্রীর - বিসিসিআই

নেট সেশনের আগে রবি শাস্ত্রীর বক্তব্যের ছবি দিয়ে টুইট করে বিসিসিআই ৷ বোর্ডের সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, ‘‘চেন্নাইয়ে নেট সেশনের প্রথম দিন এবং কোচ রবি শাস্ত্রী গোটা দলকে ক্ষিপ্র ভাষণ দিয়ে স্বাগত জানালেন৷’’

team-india-begin-nets-session-ahead-of-england-tests
চেন্নাইয়ে প্রথম টেস্টের আগে নেট সেশন, খেলোয়াড়দের উদ্দেশ্য়ে পেপটক শাস্ত্রীর
author img

By

Published : Feb 2, 2021, 7:44 PM IST

চেন্নাই, 2 ফেব্রুয়ারি : আজ মঙ্গলবার থেকে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে নেট সেশন শুরু করে দিল ভারতীয় ক্রিকেট দল ৷ এই নেট সেশনের আগে আজ দলের খেলোয়াড়দের উদ্দেশ্য়ে ‘ক্ষিপ্র বক্তব্য’ রাখলেন কোচ রবি শাস্ত্রী ৷ প্রসঙ্গত, আগামী 5 ফেব্রিুয়ারি শুক্রবার থেকে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে 4 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় দল ৷

নেট সেশনের আগে রবি শাস্ত্রীর বক্তব্যের ছবি দিয়ে টুইট করে বিসিসিআই ৷ বোর্ডের সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, ‘‘চেন্নাইয়ে নেট সেশনের প্রথম দিন এবং কোচ রবি শাস্ত্রী গোটা দলকে ক্ষিপ্র ভাষণ দিয়ে স্বাগত জানালেন৷’’

করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর, দুই দলের সদস্যরাই সোমবার প্রথমবার আউট ডোর ট্রেনিংয়ের ছাড়পত্র পেয়েছেন ৷ সেই মত 6 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন সেশন পূরণ করে সোমবার সন্ধ্য়ায় প্রথম প্র্যাকটিস সেশনে অংশ নেয় ভারতীয় দল ৷ পিতৃত্বকালীন ছুটির পর অধিনায়ক বিরাট কোহলিও এদিন দলের সঙ্গে প্র্যাকটিস সেশনে যোগ দিয়েছেন ৷ সেই সঙ্গে চোট সারিয়ে দলে ফেরা পেসার ইশান্ত শর্মাও প্র্যাকটিস সেশনে যোগ দিয়েছেন ৷

আরও পড়ুন : কুলদীপকে প্রথম একাদশে রাখার পক্ষে সওয়াল ইরফানের

অন্যদিকে, অস্ট্রেলিয়া সিরিজের শেষ টেস্টে না খেলা জসপ্রীত বুমরা এবং রবিচন্দ্রন অশ্বিন চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন ৷

চেন্নাই, 2 ফেব্রুয়ারি : আজ মঙ্গলবার থেকে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে নেট সেশন শুরু করে দিল ভারতীয় ক্রিকেট দল ৷ এই নেট সেশনের আগে আজ দলের খেলোয়াড়দের উদ্দেশ্য়ে ‘ক্ষিপ্র বক্তব্য’ রাখলেন কোচ রবি শাস্ত্রী ৷ প্রসঙ্গত, আগামী 5 ফেব্রিুয়ারি শুক্রবার থেকে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে 4 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় দল ৷

নেট সেশনের আগে রবি শাস্ত্রীর বক্তব্যের ছবি দিয়ে টুইট করে বিসিসিআই ৷ বোর্ডের সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, ‘‘চেন্নাইয়ে নেট সেশনের প্রথম দিন এবং কোচ রবি শাস্ত্রী গোটা দলকে ক্ষিপ্র ভাষণ দিয়ে স্বাগত জানালেন৷’’

করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর, দুই দলের সদস্যরাই সোমবার প্রথমবার আউট ডোর ট্রেনিংয়ের ছাড়পত্র পেয়েছেন ৷ সেই মত 6 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন সেশন পূরণ করে সোমবার সন্ধ্য়ায় প্রথম প্র্যাকটিস সেশনে অংশ নেয় ভারতীয় দল ৷ পিতৃত্বকালীন ছুটির পর অধিনায়ক বিরাট কোহলিও এদিন দলের সঙ্গে প্র্যাকটিস সেশনে যোগ দিয়েছেন ৷ সেই সঙ্গে চোট সারিয়ে দলে ফেরা পেসার ইশান্ত শর্মাও প্র্যাকটিস সেশনে যোগ দিয়েছেন ৷

আরও পড়ুন : কুলদীপকে প্রথম একাদশে রাখার পক্ষে সওয়াল ইরফানের

অন্যদিকে, অস্ট্রেলিয়া সিরিজের শেষ টেস্টে না খেলা জসপ্রীত বুমরা এবং রবিচন্দ্রন অশ্বিন চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.