ETV Bharat / sports

সৈয়দ মুস্তাক আলি ট্রফি জয় বরোদার - সৈয়দ মুস্তাক আলি ট্রফি

2006-07 সালের পর ফের সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতল তামিলনাড়ু ৷ এর আগে 2019 সালে ফাইনালে কর্নাটকের কাছে কার্তিকের দল মাত্র এক রানের ব্যবধানে ম্য়াচ হারে ৷

সৈয়দ মুস্তাক আলি ট্রফি জয় বরোদার
সৈয়দ মুস্তাক আলি ট্রফি জয় বরোদার
author img

By

Published : Jan 31, 2021, 11:03 PM IST

দিল্লি, 31 জানুয়ারি : দুরন্ত বোলিং পারফরমেন্স ও নিয়ন্ত্রিত রান চেজ়, বরোদাকে হারিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফির খেতাব জয় তামিলনাড়ুর ৷ 2 ওভার বাকি থাকতেই বরোদাকে 7 উইকেটে হারাল তামিলনাড়ু ৷

তামিলনাড়ুর জন্য 121 রানের টার্গেট দেয় বরোদা ৷ কিন্তু রান তাড়া করতে নেমে টুর্নামেন্টের সর্বোচ্চ রান শিকারি এন জগদীসান মাত্র 14 রানে ফিরে যান ৷ কিন্তু অন্য ওপেনার হরি নিশান্ত ও তিন নম্বর ব্যাটসম্য়ান বাবা অপরাজিত তামিলনাড়ু ইনিংসের হাল ধরেন ৷ নিজেদের মধ্যে 41 রানের পার্টনারশিপ গড়েন তাঁরা ৷

নিশান্ত আউট হওয়ার পর বরোদা ম্য়াচে ফেরার চেষ্টা করে ৷ কিন্তু তামিলনাড়ু অধিনায়ক দীনেশ কার্তিক তামিলনাড়ুর দলের রানের গতি ধরে রাখেন ৷ 16 বলে 22 রান করেন অধিনায়ক দীনেশ কার্তিক ৷

একই শিশির পড়ায়, বল গ্রিপ করতে সমস্যায় পড়েন বরোদা বোলাররা ৷ তবে দ্রুত ম্যাচ শেষ করতে তামিলনাড়ু বিগ হিটার শাহরুখ খানকে পাঁচ নম্বরে নামায় ৷ মাত্র 7 বলে 18 রান করেন শাহরুখ ৷

আরও পড়ুন :অভিষেকের 50 বছর, বিশ্বকাপ জয়ের মাঠে গাভাসকরের জন্য বিশেষ উপহার

2006-07 সালের পর ফের সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতল তামিলনাড়ু ৷ এর আগে 2019 সালে ফাইনালে কর্নাটকের কাছে কার্তিকের দল মাত্র এক রানের ব্যবধানে ম্য়াচ হারে ৷ স্পিন সহায়ক উইকেট হওয়ায়, টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতে ভুল করেননি দীনেশ কার্তিক ৷ সাই কিশোর, বাবা অপরাজিত, সিদ্ধার্থ ও মুরগ্যান অশ্বিনের দুরন্ত বোলিংয়ে একসময় বরোদা 36 রানে 6 উইকেট হারায় ৷ তবে বরোদার হয়ে দলের রানকে লড়াই করার মতো জায়গায় নিয়ে যান বিষ্ণু সোলাঙ্কি ৷ 55 বলে 49 রান করেন তিনি ৷

দিল্লি, 31 জানুয়ারি : দুরন্ত বোলিং পারফরমেন্স ও নিয়ন্ত্রিত রান চেজ়, বরোদাকে হারিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফির খেতাব জয় তামিলনাড়ুর ৷ 2 ওভার বাকি থাকতেই বরোদাকে 7 উইকেটে হারাল তামিলনাড়ু ৷

তামিলনাড়ুর জন্য 121 রানের টার্গেট দেয় বরোদা ৷ কিন্তু রান তাড়া করতে নেমে টুর্নামেন্টের সর্বোচ্চ রান শিকারি এন জগদীসান মাত্র 14 রানে ফিরে যান ৷ কিন্তু অন্য ওপেনার হরি নিশান্ত ও তিন নম্বর ব্যাটসম্য়ান বাবা অপরাজিত তামিলনাড়ু ইনিংসের হাল ধরেন ৷ নিজেদের মধ্যে 41 রানের পার্টনারশিপ গড়েন তাঁরা ৷

নিশান্ত আউট হওয়ার পর বরোদা ম্য়াচে ফেরার চেষ্টা করে ৷ কিন্তু তামিলনাড়ু অধিনায়ক দীনেশ কার্তিক তামিলনাড়ুর দলের রানের গতি ধরে রাখেন ৷ 16 বলে 22 রান করেন অধিনায়ক দীনেশ কার্তিক ৷

একই শিশির পড়ায়, বল গ্রিপ করতে সমস্যায় পড়েন বরোদা বোলাররা ৷ তবে দ্রুত ম্যাচ শেষ করতে তামিলনাড়ু বিগ হিটার শাহরুখ খানকে পাঁচ নম্বরে নামায় ৷ মাত্র 7 বলে 18 রান করেন শাহরুখ ৷

আরও পড়ুন :অভিষেকের 50 বছর, বিশ্বকাপ জয়ের মাঠে গাভাসকরের জন্য বিশেষ উপহার

2006-07 সালের পর ফের সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতল তামিলনাড়ু ৷ এর আগে 2019 সালে ফাইনালে কর্নাটকের কাছে কার্তিকের দল মাত্র এক রানের ব্যবধানে ম্য়াচ হারে ৷ স্পিন সহায়ক উইকেট হওয়ায়, টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতে ভুল করেননি দীনেশ কার্তিক ৷ সাই কিশোর, বাবা অপরাজিত, সিদ্ধার্থ ও মুরগ্যান অশ্বিনের দুরন্ত বোলিংয়ে একসময় বরোদা 36 রানে 6 উইকেট হারায় ৷ তবে বরোদার হয়ে দলের রানকে লড়াই করার মতো জায়গায় নিয়ে যান বিষ্ণু সোলাঙ্কি ৷ 55 বলে 49 রান করেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.