ETV Bharat / sports

স্পনসরশিপের সিদ্ধান্ত পুর্নবিবেচনার দাবি , IPL বয়কটের হুঁশিয়ারি স্বদেশী জাগরণ মঞ্চের

দেশজুড়ে চিনা দ্রব্য বয়কটের ডাক উঠেছে ৷ স্বদেশী জাগরণ মঞ্চ এই আন্দোলনের প্রথম সারিতে রয়েছে ৷

স্পনসরশিপ নিয়ে সিদ্ধান্ত পুর্নবিবেচনা করুক BCCI, নয়তো IPL বয়কটের হুমকি
স্পনসরশিপ নিয়ে সিদ্ধান্ত পুর্নবিবেচনা করুক BCCI, নয়তো IPL বয়কটের হুমকি
author img

By

Published : Aug 4, 2020, 9:53 AM IST

দিল্লি, 4 অগাস্ট : দুই দেশের মধ্যে সম্পর্ক যতই তলানিতে যাক, চিনা সংস্থার সঙ্গে চুক্তি বাতিলের পথে হাঁটেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ BCCI-এর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ দেশবাসী ৷ এবার বোর্ডকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখতে বলল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অনুমোদিত স্বদেশী জাগরণ মঞ্চ ৷

লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত-চিন সেনা সংঘর্ষে শহিদ হন দেশের 20 জন জওয়ান ৷ তারপর থেকেই দেশজুড়ে চিনা দ্রব্য বয়কটের ডাক উঠেছে ৷ স্বদেশী জাগরণ মঞ্চ এই আন্দোলনের প্রথম সারিতে রয়েছে ৷ জাগরণ মঞ্চের পক্ষ থেকে BCCI-এর চিনা সংস্থার সঙ্গে চুক্তি বাতিল না করার সিদ্ধান্ত ফিরিয়ে নিতে বলা হয়েছে ৷ নয়ত IPL বয়কটের ডাক দেবে তারা ৷

এই বিষয়ে SJM-এর ন্যাশনাল কো- কনভেনর অশ্বিনী মহাজন বলেছেন, "ভারতীয় বোর্ডের এই সিদ্ধান্ত দেশবিরোধী ৷ এখন আর শুধু স্বদেশী জাগরণ মঞ্চ চিনা দ্রব্য বয়কটের দাবি করছে না ৷ গোটা দেশ এটা চাইছে ৷" তাঁর মতে, "দেশ ও তার সুরক্ষার বিষয়টি BCCI-এর আবেগ দিয়ে ভাবা উচিত ৷ সারা বিশ্ব যখন চিনকে বয়কট করছে তখন IPL তাদের আশ্রয় দিচ্ছে ৷ দেশের উপরে যে কিছু হতে পারে না এটা তাদের ভাবা উচিত ৷"

পাঁচ বছরের জন্য IPL-এর টাইটেল স্পনসর হিসেবে BCCI-এর সঙ্গে চুক্তি হয় ওই চিনা মোবাইল সংস্থার ৷ চুক্তির অঙ্কটা 2199 কোটি টাকা ৷ IPL চলাকালীন সবচেয়ে বেশি বিজ্ঞাপন দেয় সংস্থাটি ৷

দিল্লি, 4 অগাস্ট : দুই দেশের মধ্যে সম্পর্ক যতই তলানিতে যাক, চিনা সংস্থার সঙ্গে চুক্তি বাতিলের পথে হাঁটেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ BCCI-এর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ দেশবাসী ৷ এবার বোর্ডকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখতে বলল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অনুমোদিত স্বদেশী জাগরণ মঞ্চ ৷

লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত-চিন সেনা সংঘর্ষে শহিদ হন দেশের 20 জন জওয়ান ৷ তারপর থেকেই দেশজুড়ে চিনা দ্রব্য বয়কটের ডাক উঠেছে ৷ স্বদেশী জাগরণ মঞ্চ এই আন্দোলনের প্রথম সারিতে রয়েছে ৷ জাগরণ মঞ্চের পক্ষ থেকে BCCI-এর চিনা সংস্থার সঙ্গে চুক্তি বাতিল না করার সিদ্ধান্ত ফিরিয়ে নিতে বলা হয়েছে ৷ নয়ত IPL বয়কটের ডাক দেবে তারা ৷

এই বিষয়ে SJM-এর ন্যাশনাল কো- কনভেনর অশ্বিনী মহাজন বলেছেন, "ভারতীয় বোর্ডের এই সিদ্ধান্ত দেশবিরোধী ৷ এখন আর শুধু স্বদেশী জাগরণ মঞ্চ চিনা দ্রব্য বয়কটের দাবি করছে না ৷ গোটা দেশ এটা চাইছে ৷" তাঁর মতে, "দেশ ও তার সুরক্ষার বিষয়টি BCCI-এর আবেগ দিয়ে ভাবা উচিত ৷ সারা বিশ্ব যখন চিনকে বয়কট করছে তখন IPL তাদের আশ্রয় দিচ্ছে ৷ দেশের উপরে যে কিছু হতে পারে না এটা তাদের ভাবা উচিত ৷"

পাঁচ বছরের জন্য IPL-এর টাইটেল স্পনসর হিসেবে BCCI-এর সঙ্গে চুক্তি হয় ওই চিনা মোবাইল সংস্থার ৷ চুক্তির অঙ্কটা 2199 কোটি টাকা ৷ IPL চলাকালীন সবচেয়ে বেশি বিজ্ঞাপন দেয় সংস্থাটি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.