ETV Bharat / sports

শুধু বন্ধু নন , মাহি ভাই আমার গাইড : রায়না - MS Dhoni news

ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে ধোনি-রায়নার ভিডিয়ো টুইট করল চেন্নাই সুপার কিংস । রিটুইট করে সুরেশ রায়না বলেছেন , ধোনি তার গাইড ।

dhoni
DHONI
author img

By

Published : Aug 2, 2020, 7:33 PM IST

দিল্লি, 2 অগাস্ট : ফ্রেন্ডশিপ ডেতে মহেন্দ্র সিং ধোনির প্রশংসায় পঞ্চমুখ সুরেশ রায়না । 'মেন্টর' এমএস ধোনির প্রশংসা করে তিনি বলেছেন, প্রাক্তন ভারত অধিনায়কই তাঁর 'গাইডিং ফোর্স " ।

রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ফ্র্যাঞ্চাইজ়ি চেন্নাই সুপার কিংস (CSK) ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে রায়না এবং ধোনির একটি ভিডিয়ো শেয়ার করেছে । সেখানে লেখা হয়েছে , "সিংহের গুহার জন্য সেরা যুগলবন্দী । #WhistlePodu #Yellove #FriendshipDay"

ফ্র্যাঞ্চাইজ়ির টুইটের জবাবে রায়না লিখেছিলেন, "আমাদের এ-রকম সুন্দর স্মৃতি তৈরি করার জন্য ধন্যবাদ @chennaiIPL। @msdhoni ভাই কেবল বন্ধু নন, তিনি আমার গাইড , আমার পরামর্শদাতা এবং কঠিন সময়ে আমার পাশে ছিলেন । তোমায় ধন্যবাদ মাহি ভাই। শুভ #friendshipday। শীঘ্রই দেখা হবে। "

এদিকে সচিন তেন্ডুলকরও তাঁর বন্ধুদের সাথে একটি ছবি শেয়ার করেছেন । মাস্টার ব্লাস্টার এই ছবিটির শিরোনামে লিখেছেন "বন্ধুত্ব ক্রিকেটের মাঠের ফ্লাডলাইটের মতো। আমার কাছে প্রত্যেক দিনই #friendshipday।"

  • Friendships are like floodlights on a cricket field. They enjoy your success from the corner. But if they realise the sun’s going down on you, they light themselves up to provide brightness around you.
    For me, everyday is #FriendshipDay. pic.twitter.com/i80PIT6Knu

    — Sachin Tendulkar (@sachin_rt) August 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 2 অগাস্ট : ফ্রেন্ডশিপ ডেতে মহেন্দ্র সিং ধোনির প্রশংসায় পঞ্চমুখ সুরেশ রায়না । 'মেন্টর' এমএস ধোনির প্রশংসা করে তিনি বলেছেন, প্রাক্তন ভারত অধিনায়কই তাঁর 'গাইডিং ফোর্স " ।

রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ফ্র্যাঞ্চাইজ়ি চেন্নাই সুপার কিংস (CSK) ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে রায়না এবং ধোনির একটি ভিডিয়ো শেয়ার করেছে । সেখানে লেখা হয়েছে , "সিংহের গুহার জন্য সেরা যুগলবন্দী । #WhistlePodu #Yellove #FriendshipDay"

ফ্র্যাঞ্চাইজ়ির টুইটের জবাবে রায়না লিখেছিলেন, "আমাদের এ-রকম সুন্দর স্মৃতি তৈরি করার জন্য ধন্যবাদ @chennaiIPL। @msdhoni ভাই কেবল বন্ধু নন, তিনি আমার গাইড , আমার পরামর্শদাতা এবং কঠিন সময়ে আমার পাশে ছিলেন । তোমায় ধন্যবাদ মাহি ভাই। শুভ #friendshipday। শীঘ্রই দেখা হবে। "

এদিকে সচিন তেন্ডুলকরও তাঁর বন্ধুদের সাথে একটি ছবি শেয়ার করেছেন । মাস্টার ব্লাস্টার এই ছবিটির শিরোনামে লিখেছেন "বন্ধুত্ব ক্রিকেটের মাঠের ফ্লাডলাইটের মতো। আমার কাছে প্রত্যেক দিনই #friendshipday।"

  • Friendships are like floodlights on a cricket field. They enjoy your success from the corner. But if they realise the sun’s going down on you, they light themselves up to provide brightness around you.
    For me, everyday is #FriendshipDay. pic.twitter.com/i80PIT6Knu

    — Sachin Tendulkar (@sachin_rt) August 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.