ETV Bharat / sports

মাইলফলকের সামনে দুরন্ত ব্রড, সিরিজ় জয়ের দোরগোড়ায় ইংলিশরা

শোনা যাচ্ছে চতুর্থদিনের খেলা বৃষ্টিতে ভেসে যেতে পারে । কিন্তু আবহাওয়া যাই হোক না কেন, জয়ের জন্য 399 রান তাড়া করতে নামা ওয়েস্ট ইন্ডিজ়ের পরিস্থিতি খুব একটা ভালো অবস্থায় নেই ।

মাইলফলকের সামনে দুরন্ত ব্রড, সিরিজ় জয়ের দোরগোড়ায় ইংলিশরা
মাইলফলকের সামনে দুরন্ত ব্রড, সিরিজ় জয়ের দোরগোড়ায় ইংলিশরা
author img

By

Published : Jul 27, 2020, 12:36 PM IST

Updated : Aug 9, 2022, 4:59 PM IST

ম্যাঞ্চেস্টার, 27 জুলাই: স্টুয়ার্ট ব্রডের আগুনে পেসে উইজ়ডেন ট্রফি পুনঃরুদ্ধারের স্বপ্ন দেখছে ইংল্যান্ড । ম্যাঞ্চেস্টার টেস্ট জয় থেকে ইংলিশরা মাত্র আট উইকেট দূরে । যেরকম দুরন্ত ফর্মে রয়েছেন স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসনরা তাতে সোমবারই টেস্টের ফয়সালা হয়ে যেতে পারে ।

প্রথম টেস্টে জায়গা পাননি । অধিনায়ক জো রুট দলে ফিরতেই দ্বিতীয় টেস্টের প্রথম একাদশে ফিরেছিলেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড । ম্যাঞ্চেস্টারে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের তৃতীয় ম্যাচে চেনা ছন্দে ফিরলেন ব্রড । প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ়ে লেজ ছাঁটার কাজটা একাই করেছিলেন । দ্বিতীয় ইনিংসেও ব্রডের আগুনে পেসে দিশেহারা হয়েছে ক্যারিবিয়ান টপ অর্ডার । তৃতীয় টেস্টের তৃতীয়দিনে দই সেশন মিলিয়ে নিলেন 6টি উইকেট । তাঁর বোলিং ফিগার 7-22-6 । পাশাপাশি ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন ব্রড । 140টি টেস্ট ম্যাচ খেলে ঝুলিতে 499টি উইকেট পুরেছেন তিনি । জেমস অ্যান্ডারসনের পর ইংল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে 500 উইকেটের মালিক হতে আর মাত্র একধাপ দূরে ।

তবে ব্রডের আশায় জল ঢালতে পারে ম্যাঞ্চেস্টারের আবহাওয়া । শোনা যাচ্ছে চতুর্থদিনের খেলা বৃষ্টিতে ভেসে যেতে পারে । কিন্তু আবহাওয়া যাই হোক না কেন, জয়ের জন্য 399 রান তাড়া করতে নামা ওয়েস্ট ইন্ডিজ়ের পরিস্থিতি খুব একটা ভালো অবস্থায় নেই । ইতিমধ্যেই ওপেনার জন ক্যাম্পবেল ও কেমার রোচের উইকেট হারিয়েছে তারা । ক্রিজে রয়েছেন ক্রেগ ব্রেথওয়েট (2) ও শাই হোপ (4) । হাতে আট উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের জয়ের জন্য প্রয়োজন 389 রান ।

ব্রডের চাই একটি উইকেট । আর ইংল্যান্ডের অপেক্ষা সিরিজ় জয়ের । ম্যাঞ্চেস্টারের চতুর্থদিন অবশ্য দুটি দলকেই অপেক্ষায় রাখতে পারে । অপেক্ষায় থাকবেন ব্রডও ।

ম্যাঞ্চেস্টার, 27 জুলাই: স্টুয়ার্ট ব্রডের আগুনে পেসে উইজ়ডেন ট্রফি পুনঃরুদ্ধারের স্বপ্ন দেখছে ইংল্যান্ড । ম্যাঞ্চেস্টার টেস্ট জয় থেকে ইংলিশরা মাত্র আট উইকেট দূরে । যেরকম দুরন্ত ফর্মে রয়েছেন স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসনরা তাতে সোমবারই টেস্টের ফয়সালা হয়ে যেতে পারে ।

প্রথম টেস্টে জায়গা পাননি । অধিনায়ক জো রুট দলে ফিরতেই দ্বিতীয় টেস্টের প্রথম একাদশে ফিরেছিলেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড । ম্যাঞ্চেস্টারে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের তৃতীয় ম্যাচে চেনা ছন্দে ফিরলেন ব্রড । প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ়ে লেজ ছাঁটার কাজটা একাই করেছিলেন । দ্বিতীয় ইনিংসেও ব্রডের আগুনে পেসে দিশেহারা হয়েছে ক্যারিবিয়ান টপ অর্ডার । তৃতীয় টেস্টের তৃতীয়দিনে দই সেশন মিলিয়ে নিলেন 6টি উইকেট । তাঁর বোলিং ফিগার 7-22-6 । পাশাপাশি ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন ব্রড । 140টি টেস্ট ম্যাচ খেলে ঝুলিতে 499টি উইকেট পুরেছেন তিনি । জেমস অ্যান্ডারসনের পর ইংল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে 500 উইকেটের মালিক হতে আর মাত্র একধাপ দূরে ।

তবে ব্রডের আশায় জল ঢালতে পারে ম্যাঞ্চেস্টারের আবহাওয়া । শোনা যাচ্ছে চতুর্থদিনের খেলা বৃষ্টিতে ভেসে যেতে পারে । কিন্তু আবহাওয়া যাই হোক না কেন, জয়ের জন্য 399 রান তাড়া করতে নামা ওয়েস্ট ইন্ডিজ়ের পরিস্থিতি খুব একটা ভালো অবস্থায় নেই । ইতিমধ্যেই ওপেনার জন ক্যাম্পবেল ও কেমার রোচের উইকেট হারিয়েছে তারা । ক্রিজে রয়েছেন ক্রেগ ব্রেথওয়েট (2) ও শাই হোপ (4) । হাতে আট উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের জয়ের জন্য প্রয়োজন 389 রান ।

ব্রডের চাই একটি উইকেট । আর ইংল্যান্ডের অপেক্ষা সিরিজ় জয়ের । ম্যাঞ্চেস্টারের চতুর্থদিন অবশ্য দুটি দলকেই অপেক্ষায় রাখতে পারে । অপেক্ষায় থাকবেন ব্রডও ।

Last Updated : Aug 9, 2022, 4:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.