ETV Bharat / sports

স্টিভ ওয়া হলেন সবথেকে স্বার্থপর ক্রিকেটার : শেন ওয়ার্ন - steve waugh

স্টিভ ওয়াকে স্বার্থপর ক্রিকেটার বলে দাবি করলেন শেন ওয়ার্ন ৷ স্টিভ শুধু নিজের ব্যাটিং গড় নিয়েই ভাবতেন বলেই তাঁর মত ৷

image
স্টিভ ওয়া
author img

By

Published : May 15, 2020, 9:35 PM IST

দিল্লি, 15 মে : প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ ওয়া হলেন সবথেকে স্বার্থপর ক্রিকেটার ৷ এমনই মনে করেন তাঁর একসময়ের সতীর্থ ও শেন ওয়ার্ন ৷ তাঁর আত্মজীবনীতে স্টিভকে স্বার্থপর ক্রিকেটার বলে দাবি করেছেন তিনি ৷

তাঁর বইয়ে ওয়ার্ন লিখেছেন, ‘‘স্টিভ ওয়া হলেন সবথেকে স্বার্থপর ক্রিকেটার যাঁর সঙ্গে আমি খেলেছি ৷ স্টিভ শুধু নিজের গড় কীভাবে 50-এর উপর রাখা যায় এই চিন্তাই করত ৷’’ শুক্রবার ওয়ার্ন একটি ভিডিয়োতে তাঁর প্রতিক্রিয়া দেন ৷ সেই ভিডিয়ো অনুযায়ী 104টি রান আউটের সঙ্গে স্টিভ জড়িত ৷ তাঁর মধ্যে 67 বারই আউটের শিকার হয়েছেন স্টিভের সঙ্গী ৷

তিনি বলেন,‘‘ আমি কখনই স্টিভকে ঘৃণা করি না ৷ আমি স্টিভকে আমার সর্বকালের অস্ট্রলিয়া দলেও রেখেছি ৷ কিন্তু স্টিভ হল সবথেকে স্বার্থপর ক্রিকেটার যাঁর সঙ্গে আমি খেলেছি ৷ এবং এই পরিসংখ্যানটাই এর প্রমাণ ৷’’

2018 সালে আত্মজীবনী ‘‘নো স্পিন’’ -এ তাঁর প্রাক্তন অধিনায়ককে অপছন্দের কথা লিখেছেন ৷ ওয়ার্ন মনে করতেন স্টিভ তাঁকে দেখলে রেগে যান ৷ তাঁকে দল থেকে বাদ দেওয়া নিয়ে কী কী ঘটেছিল তা সবকিছুই ওয়ার্ন বিশদে বর্ণনা করেছেন ৷

দিল্লি, 15 মে : প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ ওয়া হলেন সবথেকে স্বার্থপর ক্রিকেটার ৷ এমনই মনে করেন তাঁর একসময়ের সতীর্থ ও শেন ওয়ার্ন ৷ তাঁর আত্মজীবনীতে স্টিভকে স্বার্থপর ক্রিকেটার বলে দাবি করেছেন তিনি ৷

তাঁর বইয়ে ওয়ার্ন লিখেছেন, ‘‘স্টিভ ওয়া হলেন সবথেকে স্বার্থপর ক্রিকেটার যাঁর সঙ্গে আমি খেলেছি ৷ স্টিভ শুধু নিজের গড় কীভাবে 50-এর উপর রাখা যায় এই চিন্তাই করত ৷’’ শুক্রবার ওয়ার্ন একটি ভিডিয়োতে তাঁর প্রতিক্রিয়া দেন ৷ সেই ভিডিয়ো অনুযায়ী 104টি রান আউটের সঙ্গে স্টিভ জড়িত ৷ তাঁর মধ্যে 67 বারই আউটের শিকার হয়েছেন স্টিভের সঙ্গী ৷

তিনি বলেন,‘‘ আমি কখনই স্টিভকে ঘৃণা করি না ৷ আমি স্টিভকে আমার সর্বকালের অস্ট্রলিয়া দলেও রেখেছি ৷ কিন্তু স্টিভ হল সবথেকে স্বার্থপর ক্রিকেটার যাঁর সঙ্গে আমি খেলেছি ৷ এবং এই পরিসংখ্যানটাই এর প্রমাণ ৷’’

2018 সালে আত্মজীবনী ‘‘নো স্পিন’’ -এ তাঁর প্রাক্তন অধিনায়ককে অপছন্দের কথা লিখেছেন ৷ ওয়ার্ন মনে করতেন স্টিভ তাঁকে দেখলে রেগে যান ৷ তাঁকে দল থেকে বাদ দেওয়া নিয়ে কী কী ঘটেছিল তা সবকিছুই ওয়ার্ন বিশদে বর্ণনা করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.