অ্যাডিলেড, 30 নভেম্বর : ক্রিকেটের 73 বছরের রেকর্ড ভাঙলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ ৷ টেস্টে দ্রুততম 7000 রান করার রেকর্ড গড়লেন তিনি ৷ অ্যাডিলেড ওভালে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে এই রেকর্ড করেন স্মিথ ৷
ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান ওয়ালি হ্যামন্ড 1946 সালে সবথেকে কম টেস্টে, মাত্র 131 ইনিংসে 7000 রান করেন ৷ এদিন তাঁর রেকর্ড ভাঙলেন ‘স্যান্ড পেপার’ ঘটনায় জড়িয়ে পড়ে এক বছর নির্বাসনে থাকা স্মিথ ৷ মাত্র 126 ইনিংসেই 7000 রান করেন তিনি ৷ একই সঙ্গে অস্ট্রেলিয়ার হয়ে 11তম সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় ঢুকে পড়লেন ৷ টপকে গেলেন স্যার ডন ব্র্যাডম্যানের 6,996 রান ৷ এই রান করতে ব্র্যাডম্যানের সময় লেগেছিল মাত্র 52 টি টেস্ট ৷ স্মিথ 70 টি টেস্টে তাঁকে টপকে গেলেন ৷ এছাড়া সবথেকে কম ইনিংসে 7000 রান করার নিরিখে তৃতীয় স্থানে আছেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সহবাগ ৷ তাঁর লেগেছিল 134টি ইনিংস ৷
যদিও এদিন মাত্র 36 রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় স্মিথকে ৷ অন্যদিকে ট্রিপল সেঞ্চুরি করেন ডেভিড ওয়ার্নার ৷ প্রথম ইনিংসের দ্বিতীয় দিনে 3 উইকেটের বিনিময়ে 589 রান করে ইনিংস ডিক্লেয়ার করে অস্ট্রেলিয়া ৷