কলম্বো, 27 মে : প্রত্যাশামতোই শেহান মধুশনকাকে বহিষ্কার করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড । রবিবার পান্নালা শহরে হেরোইন-সহ পুলিশের হাতে ধরা পড়েন শ্রীলঙ্কার জাতীয় দলের এই ক্রিকেটার । শ্রীলঙ্কার আদালত তাঁকে দু’সপ্তাহ পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দেন। এরপর আজ জাতীয় দলের এই ক্রিকেটারকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক অভিষেকেই বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন তিনি ৷ সেই মধুশনকাকে ক্রিকেটের সামস্ত ফর্ম্যাট থেকেই বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় দ্বীপরাষ্ট্রের ক্রিকেট বোর্ড ৷ কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলা লকডাউন অমান্য করে গাড়ি নিয়ে বাইরে বেরোন তিনি ৷ পুলিশ তাঁর গাড়ি আটকায় ৷ এরপর তাঁর কাছ থেকে দু’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গাড়িতে মধুশনকার আর এক সঙ্গীও ছিল বলে জানা গিয়েছে ।
২০১৮তে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক তুলে নিলেও আর দেশের হয়ে ওয়ান-ডে ম্যাচ খেলা হয়নি এই পেসারের ৷ বাংলাদেশের বিরুদ্ধেই দু’টি আন্তর্জাতিক টি২০ খেলেছেন তিনি । তারপর থেকেই জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন তিনি। এরপর আর শ্রীলঙ্কা দলে ডাক পাননি মধুশনকা ।
হেরোইন সহ গ্রেপ্তারের পর মধুশনকাকে বহিষ্কার করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তার দলের ক্রিকেটার দের কড়া বার্তা দিল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল ৷