ETV Bharat / sports

সমুদ্রের প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি শ্রীলঙ্কার বিশ্বকাপ জার্সি

সমুদ্রে ভেসে থাকা প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি হল শ্রীলঙ্কার বিশ্বকাপ জার্সি । শ্রীলঙ্কার বহু পরিচিত সিংহের পরিবর্তে জার্সিতে আছে কচ্ছপসদৃশ নকশা । যা দিয়ে সামুদ্রিক জীবনের প্রতি দলটির অঙ্গীকারের কথা প্রকাশ পাচ্ছে বলে জানানো হয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের তরফে ।

শ্রীলঙ্কার বিশ্বকাপ জার্সি
author img

By

Published : May 4, 2019, 10:42 PM IST

কলম্বো, 4 এপ্রিল : গতকাল ইংল্যান্ড বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে শ্রীলঙ্কা । জার্সিটি বানানো হয়েছে সমুদ্রে ভেসে থাকা প্লাস্টিক বর্জ্য থেকে । শ্রীলঙ্কার বহু পরিচিত সিংহের পরিবর্তে জার্সিতে আছে কচ্ছপসদৃশ নকশা । যা দিয়ে সামুদ্রিক জীবনের প্রতি দলটির অঙ্গীকারের কথা প্রকাশ পাচ্ছে বলে জানানো হয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের তরফে । শ্রীলঙ্কা ক্রিকেট আরও জানিয়েছে, সমুদ্রের প্রাণী ও পরিবেশ বাঁচাতে সবাইকে সাবধান হওয়ার বার্তা এই জার্সি ।

শ্রীলঙ্কা দলের পোশাক প্রস্তুতকারক MAS হোল্ডিং জার্সিটি বানাতে শ্রীলঙ্কার উপকূলে ভেসে থাকা প্লাস্টিক জোগাড় করেছে । এই কাজে তাদের সহযোগিতা করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী । MAS হোল্ডিংয়ের শীরেন্দ্র লরেন্স বলেন, "2019 ক্রিকেট বিশ্বকাপের জন্য সমুদ্রে থেকে পাওয়া প্লাস্টিকের বিভিন্ন পণ্য ব্যাবহার করে জার্সিটি প্রস্তুত করা হচ্ছে । এই জার্সি রিভার্স অসমোসিস পদ্ধতিতে বানানো ।"

অবশ্য এই রকম জার্সি খেলার জগতে আগেও ব্যবহার করা হয়েছে । 2016 সালে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের একটি ম্যাচে এমনই জার্সি গায়ে চাপিয়ে মাঠে নেমেছিলেন ফুটবলাররা । আর 2018-19 মৌসুমে রিয়াল মাদ্রিদের পুরো মরশুমের তৃতীয় কিটটি বানানো হয়েছিল সমুদ্রে থেকে পাওয়া প্লাস্টিক থেকে ।

কলম্বো, 4 এপ্রিল : গতকাল ইংল্যান্ড বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে শ্রীলঙ্কা । জার্সিটি বানানো হয়েছে সমুদ্রে ভেসে থাকা প্লাস্টিক বর্জ্য থেকে । শ্রীলঙ্কার বহু পরিচিত সিংহের পরিবর্তে জার্সিতে আছে কচ্ছপসদৃশ নকশা । যা দিয়ে সামুদ্রিক জীবনের প্রতি দলটির অঙ্গীকারের কথা প্রকাশ পাচ্ছে বলে জানানো হয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের তরফে । শ্রীলঙ্কা ক্রিকেট আরও জানিয়েছে, সমুদ্রের প্রাণী ও পরিবেশ বাঁচাতে সবাইকে সাবধান হওয়ার বার্তা এই জার্সি ।

শ্রীলঙ্কা দলের পোশাক প্রস্তুতকারক MAS হোল্ডিং জার্সিটি বানাতে শ্রীলঙ্কার উপকূলে ভেসে থাকা প্লাস্টিক জোগাড় করেছে । এই কাজে তাদের সহযোগিতা করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী । MAS হোল্ডিংয়ের শীরেন্দ্র লরেন্স বলেন, "2019 ক্রিকেট বিশ্বকাপের জন্য সমুদ্রে থেকে পাওয়া প্লাস্টিকের বিভিন্ন পণ্য ব্যাবহার করে জার্সিটি প্রস্তুত করা হচ্ছে । এই জার্সি রিভার্স অসমোসিস পদ্ধতিতে বানানো ।"

অবশ্য এই রকম জার্সি খেলার জগতে আগেও ব্যবহার করা হয়েছে । 2016 সালে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের একটি ম্যাচে এমনই জার্সি গায়ে চাপিয়ে মাঠে নেমেছিলেন ফুটবলাররা । আর 2018-19 মৌসুমে রিয়াল মাদ্রিদের পুরো মরশুমের তৃতীয় কিটটি বানানো হয়েছিল সমুদ্রে থেকে পাওয়া প্লাস্টিক থেকে ।


Patna (Bihar), May 04 (ANI): While speaking to ANI on reports that 11 girls may have been murdered in Muzaffarpur shelter case, RJD leader Tejashwi Yadav said, "Along with Brijesh Thakur, many others are involved. I guarantee you that there are many ministers and close aides of Nitish Kumar ji who are involved in the case. Governor should dismiss the government." Meanwhile, talking on the same case RJD leader Rabri Devi said, "Government should answer who are the culprits and why are they protecting them in Muzaffarpur shelter home case. CBI is telling lies in front of court. BJP and JDU people are involved in this, Prime Minister has the responsibility to see why are culprits of Muzaffarpur Shelter home case are protected. CBI is under him."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.