ETV Bharat / sports

খেলা আমাদের ঐক্যবদ্ধ হতে শেখায়, বিভাজন নয়: সচিন - বর্ণবৈষম্য

সচিন লেখেন, “খেলা আমাদের ঐক্যবদ্ধ হতে শেখায়, আমাদের বিভাজন করে না । ক্রিকেট কখনও বৈষম্য করে না । ব্যাট ও বল একজনের মধ্যে থাকা প্রতিভাকে সামনে নিয়ে আসে। রং, জাতি এবং ধর্মের বিচারে বৈষম্য তৈরি করে না। যাঁরা এই কথাটা বুঝতে পারেন না, তাঁদের খেলার মাঠে কোনও জায়গা নেই।”

Sport is meant to unite us Tendulkar condemns racial abuse at SCG
বর্ণবৈষম্য নিয়ে সরব সচিন
author img

By

Published : Jan 11, 2021, 1:53 PM IST

দিল্লি, 11 জানুয়ারি: সিডনি টেস্টে বর্ণবৈষম্যের ঘটনায় এবার সরব হলেন সচিন তেন্ডুলকর । তাঁর বার্তা, “খেলা আমাদের ঐক্যবদ্ধ হতে শেখায় । বিভাজন করে না ।”

সিডনি টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিনে জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজকে বর্ণবৈষম্যের শিকার হতে হয়। যে ঘটনায় তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর ভারতীয় ম্যানেজমেন্ট সরকারিভাবে অভিযোগ জানায় । তবে তারপরও গতকাল আবারও সিরাজকে উদ্দেশ্য করে বর্ণবৈষম্য মূলক মন্তব্য ভেসে আসে গ্যালারি থেকে। যারপরই আম্পায়ারদের হস্তক্ষেপ করতে হয়।

  • SPORT is meant to UNITE us, not DIVIDE us.

    Cricket never discriminates. The bat & ball recognizes talent of the person holding them - not race, colour, religion or nationality. Those who don’t understand this have NO PLACE in a sporting arena.@ICC @BCCI @CricketAus #racism

    — Sachin Tendulkar (@sachin_rt) January 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই গোটা ঘটনার প্রেক্ষিতেই এবার সরব হয়েছেন সচিন তেন্ডুলকর । দেশের ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে তিনি লেখেন, “খেলা আমাদের ঐক্যবদ্ধ হতে শেখায়, আমাদের বিভাজন করে না। ক্রিকেট কখনও বৈষম্য করে না। ব্যাট ও বল একজনের মধ্যে থাকা প্রতিভাকে সামনে নিয়ে আসে। রং, জাতি এবং ধর্মের বিচারে বৈষম্য তৈরি করে না। যাঁরা এই কথাটা বুঝতে পারেন না, তাঁদের খেলার মাঠে কোনও জায়গা নেই।”

সিডনি টেস্টের পঞ্চম ও শেষদিনের খেলা দর্শকশূন্য মাঠে করা হয় । যেখানে চেতেশ্বর পূজারা, ঋষভ পন্থ, হনুমা বিহারি এবং রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে ভর করে তৃতীয় টেস্ট ড্র করতে সক্ষম হয়েছে ভারতীয় দল।

দিল্লি, 11 জানুয়ারি: সিডনি টেস্টে বর্ণবৈষম্যের ঘটনায় এবার সরব হলেন সচিন তেন্ডুলকর । তাঁর বার্তা, “খেলা আমাদের ঐক্যবদ্ধ হতে শেখায় । বিভাজন করে না ।”

সিডনি টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিনে জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজকে বর্ণবৈষম্যের শিকার হতে হয়। যে ঘটনায় তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর ভারতীয় ম্যানেজমেন্ট সরকারিভাবে অভিযোগ জানায় । তবে তারপরও গতকাল আবারও সিরাজকে উদ্দেশ্য করে বর্ণবৈষম্য মূলক মন্তব্য ভেসে আসে গ্যালারি থেকে। যারপরই আম্পায়ারদের হস্তক্ষেপ করতে হয়।

  • SPORT is meant to UNITE us, not DIVIDE us.

    Cricket never discriminates. The bat & ball recognizes talent of the person holding them - not race, colour, religion or nationality. Those who don’t understand this have NO PLACE in a sporting arena.@ICC @BCCI @CricketAus #racism

    — Sachin Tendulkar (@sachin_rt) January 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই গোটা ঘটনার প্রেক্ষিতেই এবার সরব হয়েছেন সচিন তেন্ডুলকর । দেশের ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে তিনি লেখেন, “খেলা আমাদের ঐক্যবদ্ধ হতে শেখায়, আমাদের বিভাজন করে না। ক্রিকেট কখনও বৈষম্য করে না। ব্যাট ও বল একজনের মধ্যে থাকা প্রতিভাকে সামনে নিয়ে আসে। রং, জাতি এবং ধর্মের বিচারে বৈষম্য তৈরি করে না। যাঁরা এই কথাটা বুঝতে পারেন না, তাঁদের খেলার মাঠে কোনও জায়গা নেই।”

সিডনি টেস্টের পঞ্চম ও শেষদিনের খেলা দর্শকশূন্য মাঠে করা হয় । যেখানে চেতেশ্বর পূজারা, ঋষভ পন্থ, হনুমা বিহারি এবং রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে ভর করে তৃতীয় টেস্ট ড্র করতে সক্ষম হয়েছে ভারতীয় দল।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.