কলকাতা, 17 নভেম্বর : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় । 22 নভেম্বর ইডেনে ভারত বনাম বাংলাদেশের টেস্ট ম্যাচ । দিন-রাতের গোলাপি বলে প্রথমবার আন্তর্জাতিক টেস্ট ম্যাচ আয়োজিত হতে চলেছে ভারতের মাটিতে । সেই ঐতিহাসিক ম্যাচকে স্মরণীয় করে রাখতে ভারতীয় ক্রিকেট বোর্ড ও ক্রিকেট আসোসিয়েশন অফ বেঙ্গল কোনও খামতি রাখতে রাজি নয় ।
ম্যাচের অতিথি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল । হাসিনা স্বয়ং জানিয়েছিলেন, সৌরভের আমন্ত্রণে পেয়ে তিনি আপ্লুত ৷ তিনি কলকাতা টেস্টে ইডেনে থাকবেন । 22 নভেম্বর সকাল 10টা 25 মিনিটে দমদম বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমান অবতরণ করবে । তাঁর সঙ্গে 66 জন প্রতিনিধি থাকবেন । টেস্ট ম্যাচের প্রথম দিন ঘণ্টা বাজিয়ে খেলা শুরু করার নির্দেশ দেবেন তিনি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই সময়ে ইডেনে উপস্থিত থাকবেন ।
22 নভেম্বর সন্ধে সাড়ে সাতটায় শেখ হাসিনা দেশে ফেরার বিমান ধরবেন । ফলে টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলার শেষে অনুষ্ঠান ও ওই সময় অমিত শাহের সঙ্গে তাঁর থাকার সম্ভাবনা নেই । তবে শেখ হাসিনার কলকাতা টেস্টে আগমন ঘিরে আয়োজনে খামতি নেই । বাংলাদেশের একুশ সদস্যের নিরাপত্তা বিষয়ক দল শনিবার ইডেন পরিদর্শন করে গেছে । তারা ভারতের নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি, CAB কর্তা ও যে হোটলে হাসিনা থাকবেন সেই হোটেল প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন । বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য খাদ্য পরীক্ষক , রান্নাঘরে ক্লোজ় সার্কিট টিভি ও মিনিট ধরে ব্যবস্থাপনার খবর দেওয়ার কথা বলা হয়েছে এই দিনের বৈঠকে । সেই সঙ্গে আন্তর্জাতিক কল করার মতো ফোনের ব্যবস্থা ও ওয়াইফাই রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে ।
বিশিষ্টজনের ভিড়ে ও আয়োজনের বর্ণময়তায় ইডেন রঙিন হলে ক্রিকেট প্রেমীদের জন্যে খারাপ খবর রয়েছে । অনলাইনে ইডেন টেস্টের টিকিট নিঃশেষিত হওয়ার কথা BCCI প্রেসিডেন্ট আগেই বলেছিলেন । শনিবার CAB-র যুগ্ম সচিব অভিষেক ডালমিয়া জানিয়েছেন, অনলাইন ও ক্লাবের কোটা মিলিয়ে 42 হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে । বাকি টিকিট কাউন্টার সেলের জন্যে দেওয়া হবে না । মোট সাতষট্টি হাজার দর্শক ইডেনে এখন খেলা দেখতে পারেন। 42 হাজার টিকিট বিক্রি হওয়ার পরে বাকি 25 হাজারের সিংহভাগ বিভিন্ন সংস্থার হাতে নিয়ম মেনে তুলে দেওয়া হয় । তাই ক্রিকেট প্রেমীদের কাউন্টার থেকে টিকিট কেনার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে ।