ETV Bharat / sports

বিমানবন্দরে হাসিনার অভ্যর্থনায় থাকবেন সৌরভ, টিকিট নেই কাউন্টারে - india vs banglades day night test

22 নভেম্বর সকাল 10টা 25 মিনিটে দমদম বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমান অবতরণ করবে । তাঁর সঙ্গে 66 জন প্রতিনিধি থাকবেন । টেস্ট ম্যাচের প্রথম দিন ঘণ্টা বাজিয়ে খেলা শুরু করার নির্দেশ দেবেন তিনি ।

দেখুন
author img

By

Published : Nov 17, 2019, 10:50 AM IST

কলকাতা, 17 নভেম্বর : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় । 22 নভেম্বর ইডেনে ভারত বনাম বাংলাদেশের টেস্ট ম্যাচ । দিন-রাতের গোলাপি বলে প্রথমবার আন্তর্জাতিক টেস্ট ম্যাচ আয়োজিত হতে চলেছে ভারতের মাটিতে । সেই ঐতিহাসিক ম্যাচকে স্মরণীয় করে রাখতে ভারতীয় ক্রিকেট বোর্ড ও ক্রিকেট আসোসিয়েশন অফ বেঙ্গল কোনও খামতি রাখতে রাজি নয় ।

ম্যাচের অতিথি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল । হাসিনা স্বয়ং জানিয়েছিলেন, সৌরভের আমন্ত্রণে পেয়ে তিনি আপ্লুত ৷ তিনি কলকাতা টেস্টে ইডেনে থাকবেন । 22 নভেম্বর সকাল 10টা 25 মিনিটে দমদম বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমান অবতরণ করবে । তাঁর সঙ্গে 66 জন প্রতিনিধি থাকবেন । টেস্ট ম্যাচের প্রথম দিন ঘণ্টা বাজিয়ে খেলা শুরু করার নির্দেশ দেবেন তিনি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই সময়ে ইডেনে উপস্থিত থাকবেন ।

22 নভেম্বর সন্ধে সাড়ে সাতটায় শেখ হাসিনা দেশে ফেরার বিমান ধরবেন । ফলে টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলার শেষে অনুষ্ঠান ও ওই সময় অমিত শাহের সঙ্গে তাঁর থাকার সম্ভাবনা নেই । তবে শেখ হাসিনার কলকাতা টেস্টে আগমন ঘিরে আয়োজনে খামতি নেই । বাংলাদেশের একুশ সদস্যের নিরাপত্তা বিষয়ক দল শনিবার ইডেন পরিদর্শন করে গেছে । তারা ভারতের নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি, CAB কর্তা ও যে হোটলে হাসিনা থাকবেন সেই হোটেল প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন । বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য খাদ্য পরীক্ষক , রান্নাঘরে ক্লোজ় সার্কিট টিভি ও মিনিট ধরে ব্যবস্থাপনার খবর দেওয়ার কথা বলা হয়েছে এই দিনের বৈঠকে । সেই সঙ্গে আন্তর্জাতিক কল করার মতো ফোনের ব্যবস্থা ও ওয়াইফাই রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে ।

বিশিষ্টজনের ভিড়ে ও আয়োজনের বর্ণময়তায় ইডেন রঙিন হলে ক্রিকেট প্রেমীদের জন্যে খারাপ খবর রয়েছে । অনলাইনে ইডেন টেস্টের টিকিট নিঃশেষিত হওয়ার কথা BCCI প্রেসিডেন্ট আগেই বলেছিলেন । শনিবার CAB-র যুগ্ম সচিব অভিষেক ডালমিয়া জানিয়েছেন, অনলাইন ও ক্লাবের কোটা মিলিয়ে 42 হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে । বাকি টিকিট কাউন্টার সেলের জন্যে দেওয়া হবে না । মোট সাতষট্টি হাজার দর্শক ইডেনে এখন খেলা দেখতে পারেন। 42 হাজার টিকিট বিক্রি হওয়ার পরে বাকি 25 হাজারের সিংহভাগ বিভিন্ন সংস্থার হাতে নিয়ম মেনে তুলে দেওয়া হয় । তাই ক্রিকেট প্রেমীদের কাউন্টার থেকে টিকিট কেনার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে ।

কলকাতা, 17 নভেম্বর : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় । 22 নভেম্বর ইডেনে ভারত বনাম বাংলাদেশের টেস্ট ম্যাচ । দিন-রাতের গোলাপি বলে প্রথমবার আন্তর্জাতিক টেস্ট ম্যাচ আয়োজিত হতে চলেছে ভারতের মাটিতে । সেই ঐতিহাসিক ম্যাচকে স্মরণীয় করে রাখতে ভারতীয় ক্রিকেট বোর্ড ও ক্রিকেট আসোসিয়েশন অফ বেঙ্গল কোনও খামতি রাখতে রাজি নয় ।

ম্যাচের অতিথি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল । হাসিনা স্বয়ং জানিয়েছিলেন, সৌরভের আমন্ত্রণে পেয়ে তিনি আপ্লুত ৷ তিনি কলকাতা টেস্টে ইডেনে থাকবেন । 22 নভেম্বর সকাল 10টা 25 মিনিটে দমদম বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমান অবতরণ করবে । তাঁর সঙ্গে 66 জন প্রতিনিধি থাকবেন । টেস্ট ম্যাচের প্রথম দিন ঘণ্টা বাজিয়ে খেলা শুরু করার নির্দেশ দেবেন তিনি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই সময়ে ইডেনে উপস্থিত থাকবেন ।

22 নভেম্বর সন্ধে সাড়ে সাতটায় শেখ হাসিনা দেশে ফেরার বিমান ধরবেন । ফলে টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলার শেষে অনুষ্ঠান ও ওই সময় অমিত শাহের সঙ্গে তাঁর থাকার সম্ভাবনা নেই । তবে শেখ হাসিনার কলকাতা টেস্টে আগমন ঘিরে আয়োজনে খামতি নেই । বাংলাদেশের একুশ সদস্যের নিরাপত্তা বিষয়ক দল শনিবার ইডেন পরিদর্শন করে গেছে । তারা ভারতের নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি, CAB কর্তা ও যে হোটলে হাসিনা থাকবেন সেই হোটেল প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন । বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য খাদ্য পরীক্ষক , রান্নাঘরে ক্লোজ় সার্কিট টিভি ও মিনিট ধরে ব্যবস্থাপনার খবর দেওয়ার কথা বলা হয়েছে এই দিনের বৈঠকে । সেই সঙ্গে আন্তর্জাতিক কল করার মতো ফোনের ব্যবস্থা ও ওয়াইফাই রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে ।

বিশিষ্টজনের ভিড়ে ও আয়োজনের বর্ণময়তায় ইডেন রঙিন হলে ক্রিকেট প্রেমীদের জন্যে খারাপ খবর রয়েছে । অনলাইনে ইডেন টেস্টের টিকিট নিঃশেষিত হওয়ার কথা BCCI প্রেসিডেন্ট আগেই বলেছিলেন । শনিবার CAB-র যুগ্ম সচিব অভিষেক ডালমিয়া জানিয়েছেন, অনলাইন ও ক্লাবের কোটা মিলিয়ে 42 হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে । বাকি টিকিট কাউন্টার সেলের জন্যে দেওয়া হবে না । মোট সাতষট্টি হাজার দর্শক ইডেনে এখন খেলা দেখতে পারেন। 42 হাজার টিকিট বিক্রি হওয়ার পরে বাকি 25 হাজারের সিংহভাগ বিভিন্ন সংস্থার হাতে নিয়ম মেনে তুলে দেওয়া হয় । তাই ক্রিকেট প্রেমীদের কাউন্টার থেকে টিকিট কেনার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে ।

Intro:বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন সৌরভ গাঙ্গুলী।বাইশ নভেম্বর ইডেনে ভারত বনাম বাংলাদেশের টেস্ট ম্যাচ। নৈশালোকে গোলাপি বলে প্রথমবার টেস্ট ম্যাচ আয়োজিত হতে চলেছে।যা ইতিহাস।সেই ঐতিহাসিক ম্যাচকে স্মরণীয় করে রাখতে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ও ক্রিকেট আসোসিয়েশন অব বেঙ্গল কোনও ত্রুটি রাখতে রাজি নয়।বাংলাদেশের প্রধানমন্ত্রী কে প্রথমেই আমন্ত্রণ জানানো হয়েছিল। হাসিনা স্বয়ং জানিয়েছিলেন সৌরভের দাওয়াত পেয়ে তিনি কলকাতা টেস্টে ইডেনে থাকবেন।22নভেম্বর সকাল 10:25মিনিটে দমদম বিমান বন্দরে বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিমান অবতরণ করবে।তার সঙ্গে 66জন প্রতিনিধি থাকবেন।টেস্ট ম্যাচের প্রথম দিন ঘণ্টা বাজিয়ে খেলা শুরু করার নির্দেশ দেবেন তিনি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একই সময়ে ইডেনে উপস্থিত থাকবেন।সন্ধ্যা সাড়ে সাতটায় শেখ হাসিনা দেশে ফেরার বিমান ধরবেন। ফলে টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলার শেষে অনুষ্ঠান ও ওই সময় অমিত শাহর সঙ্গে তার থাকার সম্ভাবনা নেই।তবে শেখ হাসিনার কলকাতা টেস্টে আগমন ঘিরে আয়োজনে ত্রুটি নেই।শনিবার একুশ সদস্যের নিরাপত্তা বিষয়ক দল ইডেন ঘুরে দেখে গিয়েছে। তারা এদিন এদেশের নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি, সিএবি কর্তা ও যে হোটলে হাসিনা থাকবেন সেই হোটেল প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর খাদ্য পরীক্ষক,রান্নাঘরে ক্লোজসার্কিট টিভি ও মিনিট ধরে ব্যবস্থাপনার খবর দেওয়ার কথা বলা হয়েছে এই দিনের বৈঠকে।আইএসডি কল করার মত ফোনের ব্যবস্থা, ওয়াইফাই রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে।
গুনীজনের ভিড়ে, আয়োজনের বর্ণময়তায় ইডেন রঙিন হলেও আম ক্রিকেট প্রেমীরদের জন্যে খারাপ খবর রয়েছে। অনলাইনে ইডেন টেস্টের টিকিট নিশেষিত হওয়ার কথা বিসিসিআই প্রেসিডেন্ট আগেই বলেছিলেন।।শনিবার সিএবির যুগ্ম সচিব অভিষেক ডালমিয়া জানিয়েছেন অনলাইন ও ক্লাবের কোটা মিলিয়ে 42হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। যা আছে তা কাউন্টার সেলের জন্যে দেওয়া হবে না। মোট সাতষট্টি হাজার দর্শক ইডেনে এখন খেলা দেখতে পারেন। 42হাজার টিকিট বিক্রি হওয়ার পরে বাকি চোদ্দ হাজারের সিংহভাগ বিভিন্ন সংস্থার হাতে চিরকালীন নিয়মে তুলে দেওয়া হয়।তাই আম জনতার কাউন্টার থেকে টিকিট কেনার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। অথচ প্রতিদিন টিকিটের আশায় ইডেনের গেটে ভিড় জমাচ্ছেন ক্রিকেট প্রেমীরা।


Body:সৌরভ


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.