কলকাতা, ২৬ জানুয়ারি : ঘরের মাঠে বাঘ আর বাইরে বেড়াল ৷ এমন তকমা বহুদিন আগেই ঘুচিয়ে ফেলেছে ভারত । শুধু ঘরের মাঠেই নয়, বিদেশের মাটিতেও বিপক্ষের চোখে চোখ রেখে টেস্ট জেতার ক্ষমতা রাখে বিরাট কোহলি'র দল । সেই ধারাবাহিকতা বজায় রেখে নিউজ়িল্যান্ড থেকেও দুই ম্যাচের টেস্ট সিরিজ় জিতে ফিরুক কোহলিরা, চাইছেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ।
বছরের প্রথমেই রিচার্ড হ্যাডলির দেশে অগ্নিপরীক্ষায় নেমেছে কোহলি ব্রিগেড । পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ়ে ব্যাটে-বলে মেন ইন ব্লু-র অসাধারণ পারফরম্যান্সে এগিয়ে রয়েছে ভারত । আর একটা ম্যাচ জিতলেই সিরিজ় পকেটে পুরবে ভারত । উইলিয়ামসন বাহিনীর বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ়ও জেতার সম্ভাবনাও রয়েছে প্রবল । তবে বিরাটরা বোর্ড প্রেসিডেন্টকে তখনই খুশি করতে পারবে যখন তাঁরা টেস্ট সিরিজ় জিতে ফিরবে । এই বিষয়ে সৌরভ বলেছেন, "ভাল ফর্মে রয়েছে ভারতীয় দল । শেষবার নিউজ়িল্যান্ড সফরে গিয়ে ৪-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতেছিলাম । এবারও ODI সিরিজ় জয়ের সম্ভাবনা রয়েছে । তবে আমি চাই ভারত টেস্ট সিরিজ় জিতে ফিরুক । প্রত্যেকটা সিরিজ়ই গুরুত্বপূর্ণ । তবে টেস্ট সিরিজ় জয়ের মাহাত্ম্যটাই আলাদা ।" প্রসঙ্গত, নিউজ়িল্যান্ড হল এমন একটা টিম যাঁদের বিরুদ্ধে টি-২০তে জয়ের চেয়ে হারের সংখ্যা বেশি ভারতের ।
শুধু তাই নয়, নয়বারের নিউজ়িল্যান্ড সফরে মাত্র দু'বার টেস্ট সিরিজ় জিততে সক্ষম হয়েছে ভারত । কিউয়িদের দেশে প্রথমবার ১৯৬৭-৬৮ সালে দীর্ঘতম ওভারের সিরিজ় জিতেছিল টিম ইন্ডিয়া । শেষবার জিতেছিল ২০০৮-০৯ সালে । ব্ল্যাক ক্যাপসের বিরুদ্ধে টেস্ট সিরিজ় জয়ের খরা কাটিয়ে ফিরুক ফর্মে থাকা ভারত । কোহলিদের এমন লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বোর্ড প্রেসিডেন্ট ।