ETV Bharat / sports

নিউজ়িল্যান্ড থেকে টেস্ট জিতে ফিরুক ভারত, কোহলিদের বার্তা সৌরভের

ধারাবাহিকতা বজায় রেখে নিউজ়িল্যান্ড থেকেও দুই ম্যাচের টেস্ট সিরিজ় জিতে ফিরুক কোহলিরা, চাইছেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav
Sourav
author img

By

Published : Jan 26, 2020, 11:42 PM IST

কলকাতা, ২৬ জানুয়ারি : ঘরের মাঠে বাঘ আর বাইরে বেড়াল ৷ এমন তকমা বহুদিন আগেই ঘুচিয়ে ফেলেছে ভারত । শুধু ঘরের মাঠেই নয়, বিদেশের মাটিতেও বিপক্ষের চোখে চোখ রেখে টেস্ট জেতার ক্ষমতা রাখে বিরাট কোহলি'র দল । সেই ধারাবাহিকতা বজায় রেখে নিউজ়িল্যান্ড থেকেও দুই ম্যাচের টেস্ট সিরিজ় জিতে ফিরুক কোহলিরা, চাইছেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ।

বছরের প্রথমেই রিচার্ড হ্যাডলির দেশে অগ্নিপরীক্ষায় নেমেছে কোহলি ব্রিগেড । পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ়ে ব্যাটে-বলে মেন ইন ব্লু-র অসাধারণ পারফরম্যান্সে এগিয়ে রয়েছে ভারত । আর একটা ম্যাচ জিতলেই সিরিজ় পকেটে পুরবে ভারত । উইলিয়ামসন বাহিনীর বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ়ও জেতার সম্ভাবনাও রয়েছে প্রবল । তবে বিরাটরা বোর্ড প্রেসিডেন্টকে তখনই খুশি করতে পারবে যখন তাঁরা টেস্ট সিরিজ় জিতে ফিরবে । এই বিষয়ে সৌরভ বলেছেন, "ভাল ফর্মে রয়েছে ভারতীয় দল । শেষবার নিউজ়িল্যান্ড সফরে গিয়ে ৪-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতেছিলাম । এবারও ODI সিরিজ় জয়ের সম্ভাবনা রয়েছে । তবে আমি চাই ভারত টেস্ট সিরিজ় জিতে ফিরুক । প্রত্যেকটা সিরিজ়ই গুরুত্বপূর্ণ । তবে টেস্ট সিরিজ় জয়ের মাহাত্ম্যটাই আলাদা ।" প্রসঙ্গত, নিউজ়িল্যান্ড হল এমন একটা টিম যাঁদের বিরুদ্ধে টি-২০তে জয়ের চেয়ে হারের সংখ্যা বেশি ভারতের ।

শুধু তাই নয়, নয়বারের নিউজ়িল্যান্ড সফরে মাত্র দু'বার টেস্ট সিরিজ় জিততে সক্ষম হয়েছে ভারত । কিউয়িদের দেশে প্রথমবার ১৯৬৭-৬৮ সালে দীর্ঘতম ওভারের সিরিজ় জিতেছিল টিম ইন্ডিয়া । শেষবার জিতেছিল ২০০৮-০৯ সালে । ব্ল্যাক ক্যাপসের বিরুদ্ধে টেস্ট সিরিজ় জয়ের খরা কাটিয়ে ফিরুক ফর্মে থাকা ভারত । কোহলিদের এমন লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বোর্ড প্রেসিডেন্ট ।

কলকাতা, ২৬ জানুয়ারি : ঘরের মাঠে বাঘ আর বাইরে বেড়াল ৷ এমন তকমা বহুদিন আগেই ঘুচিয়ে ফেলেছে ভারত । শুধু ঘরের মাঠেই নয়, বিদেশের মাটিতেও বিপক্ষের চোখে চোখ রেখে টেস্ট জেতার ক্ষমতা রাখে বিরাট কোহলি'র দল । সেই ধারাবাহিকতা বজায় রেখে নিউজ়িল্যান্ড থেকেও দুই ম্যাচের টেস্ট সিরিজ় জিতে ফিরুক কোহলিরা, চাইছেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ।

বছরের প্রথমেই রিচার্ড হ্যাডলির দেশে অগ্নিপরীক্ষায় নেমেছে কোহলি ব্রিগেড । পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ়ে ব্যাটে-বলে মেন ইন ব্লু-র অসাধারণ পারফরম্যান্সে এগিয়ে রয়েছে ভারত । আর একটা ম্যাচ জিতলেই সিরিজ় পকেটে পুরবে ভারত । উইলিয়ামসন বাহিনীর বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ়ও জেতার সম্ভাবনাও রয়েছে প্রবল । তবে বিরাটরা বোর্ড প্রেসিডেন্টকে তখনই খুশি করতে পারবে যখন তাঁরা টেস্ট সিরিজ় জিতে ফিরবে । এই বিষয়ে সৌরভ বলেছেন, "ভাল ফর্মে রয়েছে ভারতীয় দল । শেষবার নিউজ়িল্যান্ড সফরে গিয়ে ৪-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতেছিলাম । এবারও ODI সিরিজ় জয়ের সম্ভাবনা রয়েছে । তবে আমি চাই ভারত টেস্ট সিরিজ় জিতে ফিরুক । প্রত্যেকটা সিরিজ়ই গুরুত্বপূর্ণ । তবে টেস্ট সিরিজ় জয়ের মাহাত্ম্যটাই আলাদা ।" প্রসঙ্গত, নিউজ়িল্যান্ড হল এমন একটা টিম যাঁদের বিরুদ্ধে টি-২০তে জয়ের চেয়ে হারের সংখ্যা বেশি ভারতের ।

শুধু তাই নয়, নয়বারের নিউজ়িল্যান্ড সফরে মাত্র দু'বার টেস্ট সিরিজ় জিততে সক্ষম হয়েছে ভারত । কিউয়িদের দেশে প্রথমবার ১৯৬৭-৬৮ সালে দীর্ঘতম ওভারের সিরিজ় জিতেছিল টিম ইন্ডিয়া । শেষবার জিতেছিল ২০০৮-০৯ সালে । ব্ল্যাক ক্যাপসের বিরুদ্ধে টেস্ট সিরিজ় জয়ের খরা কাটিয়ে ফিরুক ফর্মে থাকা ভারত । কোহলিদের এমন লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বোর্ড প্রেসিডেন্ট ।

Leh (Ladakh), Jan 26 (ANI): Republic Day celebrations were held at Polo Ground in Leh. Lieutenant Governor RK Mathur received guard of honour. He also unfurled the national flag on the occasion. Lt Guv also addressed people on Republic Day. India is celebrating its 71st Republic Day today.


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.