ETV Bharat / sports

CAB-র ব্যাটন থাকতে চলেছে সৌরভের হাতেই - এন শ্রীনিবাসন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় CAB-এর প্রেসিডেন্ট হতে চলেছেন সৌরভ গাঙ্গুলি ৷

সৌরভ
author img

By

Published : Sep 21, 2019, 11:54 PM IST

Updated : Sep 22, 2019, 4:55 PM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর : বিরোধী শিবির মনোনয়ন জমা দেয়নি ৷ ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় CAB-র প্রেসিডেন্ট পদে থাকতে চলেছেন সৌরভ গাঙ্গুলি ৷ তাঁর হাতেই থাকতে চলেছে CAB-র ব্যাটন । ইলেকটোরাল অফিসার সুশান্তরঞ্জন উপাধ্যায় জানান, একটি মাত্র প্যানেল জমা পড়েছে । এবার সেই প্যানেলের স্ক্রুটিনি হবে । সবকিছু ঠিকঠাক থাকলে ফের প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন সৌরভ ৷

কিন্তু, কী কারণে সৌরভদের বিরুদ্ধে মনোনয়ন জমা দিল না বিরোধী শিবির ? ক্রিকেটমহলের বক্তব্য, বোর্ড রাজনীতিতে আবার সক্রিয় হয়েছেন এন শ্রীনিবাসন । প্রশাসনিক স্তরে অচলাবস্থা কাটানোর জন্য রাজ্য সংস্থাগুলিকে একজোট করার চেষ্টা করছেন প্রাক্তন BCCI প্রেসিডেন্ট । আর CAB-এর বিরোধী শিবিরের মুখ বিশ্বরূপ দে জাতীয় বোর্ড রাজনীতিতে শ্রীনি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত । ফলে CAB-এর বর্তমান শাসকপক্ষের বিরোধিতা করা বিশ্বরূপের পক্ষে সম্ভব ছিল না । তিনি বলেছেন, বাংলার ক্রিকেটের উন্নতি ও বোর্ডের অচলাবস্থা দূর করাই লক্ষ্য । আজ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেও একযোগে কাজ করার কথা বলেছেন তিনি ।

বিশ্বরূপদের এই সিদ্ধান্তের ফলে সৌরভের প্যানেলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া কেবল সময়ের অপেক্ষা । তবে সৌরভের প্যানেলের পুরো প্রার্থী তালিকা নিয়ে জল্পনা চলছিল সারাদিন । সরকারিভাবে নির্বাচন আধিকারিক নাম না জানালেও সৌরভের শিবিরের তরফে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ও সচিব পদে কোনও পরিবর্তন হচ্ছে না । যুগ্ম সচিব পদে দেবব্রত দাস, সহ-সভাপতি পদে নরেশ ওঝা, কোষাধ্যক্ষ পদে দেবাশিস গাঙ্গুলি মনোনয়নপত্র জমা দিয়েছেন ।

দেখুন ভিডিয়ো

নতুন নিয়মে 11 জন নিয়ে গঠিত হবে অ্যাপেক্স কাউন্সিল । প্রথম ডিভিশনের চারটি ক্লাব ভবানীপুর ক্লাব, বেলগাছিয়া ইউনাইটেড, উয়াড়ি ও ভূকৈলাস এবং দ্বিতীয় ডিভিশনের এক্সেসেলার্স, পার্সি, সাহাপুর ও গ্রিয়ার ক্লাবের প্রতিনিধিরা অ্যাপেক্স কাউন্সিলে থাকবেন । এছাড়াও জেলার দু'জন ও বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি থাকবেন । প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে স্নেহাশিস গাঙ্গুলি ও গার্গী ব্যানার্জি প্রতিনিধিত্ব করবেন ।

কলকাতা, 21 সেপ্টেম্বর : বিরোধী শিবির মনোনয়ন জমা দেয়নি ৷ ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় CAB-র প্রেসিডেন্ট পদে থাকতে চলেছেন সৌরভ গাঙ্গুলি ৷ তাঁর হাতেই থাকতে চলেছে CAB-র ব্যাটন । ইলেকটোরাল অফিসার সুশান্তরঞ্জন উপাধ্যায় জানান, একটি মাত্র প্যানেল জমা পড়েছে । এবার সেই প্যানেলের স্ক্রুটিনি হবে । সবকিছু ঠিকঠাক থাকলে ফের প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন সৌরভ ৷

কিন্তু, কী কারণে সৌরভদের বিরুদ্ধে মনোনয়ন জমা দিল না বিরোধী শিবির ? ক্রিকেটমহলের বক্তব্য, বোর্ড রাজনীতিতে আবার সক্রিয় হয়েছেন এন শ্রীনিবাসন । প্রশাসনিক স্তরে অচলাবস্থা কাটানোর জন্য রাজ্য সংস্থাগুলিকে একজোট করার চেষ্টা করছেন প্রাক্তন BCCI প্রেসিডেন্ট । আর CAB-এর বিরোধী শিবিরের মুখ বিশ্বরূপ দে জাতীয় বোর্ড রাজনীতিতে শ্রীনি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত । ফলে CAB-এর বর্তমান শাসকপক্ষের বিরোধিতা করা বিশ্বরূপের পক্ষে সম্ভব ছিল না । তিনি বলেছেন, বাংলার ক্রিকেটের উন্নতি ও বোর্ডের অচলাবস্থা দূর করাই লক্ষ্য । আজ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেও একযোগে কাজ করার কথা বলেছেন তিনি ।

বিশ্বরূপদের এই সিদ্ধান্তের ফলে সৌরভের প্যানেলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া কেবল সময়ের অপেক্ষা । তবে সৌরভের প্যানেলের পুরো প্রার্থী তালিকা নিয়ে জল্পনা চলছিল সারাদিন । সরকারিভাবে নির্বাচন আধিকারিক নাম না জানালেও সৌরভের শিবিরের তরফে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ও সচিব পদে কোনও পরিবর্তন হচ্ছে না । যুগ্ম সচিব পদে দেবব্রত দাস, সহ-সভাপতি পদে নরেশ ওঝা, কোষাধ্যক্ষ পদে দেবাশিস গাঙ্গুলি মনোনয়নপত্র জমা দিয়েছেন ।

দেখুন ভিডিয়ো

নতুন নিয়মে 11 জন নিয়ে গঠিত হবে অ্যাপেক্স কাউন্সিল । প্রথম ডিভিশনের চারটি ক্লাব ভবানীপুর ক্লাব, বেলগাছিয়া ইউনাইটেড, উয়াড়ি ও ভূকৈলাস এবং দ্বিতীয় ডিভিশনের এক্সেসেলার্স, পার্সি, সাহাপুর ও গ্রিয়ার ক্লাবের প্রতিনিধিরা অ্যাপেক্স কাউন্সিলে থাকবেন । এছাড়াও জেলার দু'জন ও বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি থাকবেন । প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে স্নেহাশিস গাঙ্গুলি ও গার্গী ব্যানার্জি প্রতিনিধিত্ব করবেন ।

Intro:সৌরভ গাঙ্গুলির হাতেই বঙ্গ ক্রিকেট নিয়ামক সংস্থার ব্যাটন। 28সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা। সেদিন নতুন কমিটির নির্বাচন। 21সেপ্টেম্বর শনিবার ছিল নির্বাচন মনোনয়ন দাখিল করার শেষ দিন। তথাকথিত বিরোধী শিবিরের মুখ বিশ্বরূপ দে আগেই জানিয়ে ছিলেন তারা কোনও পাল্টা প্যানেল দেবেন না। সমঝোতা সম্পূর্ন। বোর্ড রাজনীতি তে এন শ্রীনিবাসন আবার সক্রিয় হয়েছেন। প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট বিসিসিআই প্রশাসনিক স্তরে অচলাবস্থা র অবসানে রাজ্য সংস্থাগুলো কে একজোট করার চেষ্টা করছেন। সিএবি তার চেষ্টায় সাথ দিচ্ছে। কিন্তু বিরোধী শিবিরের মুখ বিশ্বরূপ দে। প্রাক্তন সিএবি যুগ্ম সচিব বোর্ড রাজনীতি তে শ্রীনি ঘনিষ্ঠ। ফলে সিএবির বর্তমান প্রশাসনের শ্রীনিবাসন কে সমর্থন করার বিরোধীতা করা বিশ্বরূপ দের পক্ষে সম্ভব ছিল না। তাই তিনি বলেছেন বাংলার ক্রিকেটের উন্নতি ও বোর্ডের অচলাবস্থা দূর করাই লক্ষ্য। শনিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেও তিনি একযোগে কাজ করার কথা বলেছেন। ফলে প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির প্যানেলের বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হওয়া ছিল সময়ের অপেক্ষা। ইলেকটোরাল অফিসার সুশান্ত রঞ্জন উপাধ্যায় জানিয়েছেন একটি মাত্র প্যানেল জমা পড়েছে। এবার সেই প্যানেলের স্ক্রুটিনি হবে।এবং সবকিছু ঠিক থাকলে 28 তারিখের বার্ষিক সভায় ঘোষণা করা হবে। সৌরভ গাঙ্গুলির প্যানেলের প্রার্থী কারা হচ্ছেন তা নিয়ে জল্পনা ছিল সারাদিন। সরকারি ভাবে নির্বাচন আধিকারিক নাম না জানালেও সৌরভ গাঙ্গুলির পক্ষ থেকে বলা হয়েছে প্রেসিডেন্ট ও সচিব পদে কোন পরিবর্তন হচ্ছে না। যুগ্ম সচিব পদে দেবব্রত দাস, সহসভাপতি পদে নরেশ ওঝা, কোষাধ্যক্ষ পদে দেবাশীষ গাঙ্গুলি মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিরোধী প্যানেল না থাকায় নির্বাচিত হওয়া সময়ের অপেক্ষা।
নতুন নিয়মে এগারো প্রতিনিধি নিয়ে গঠিত হবে আপেক্স কাউন্সিল। প্রথম ডিভিশন থেকে চারটি ক্লাব ভবানীপুর ক্লাব,বেলগাছিয়া ইউনাইটেড, ওয়াড়ি, ভূকৈলাস ও দ্বিতীয় ডিভিশন থেকে এক্সেসেলার্স,পার্সি,সাহাপুর ও গ্রিয়ার ক্লাবের প্রতিনিধি রা আপেক্স কাউন্সিল এ থাকবেন। এছাড়াও জেলার দুই জন প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের একজন থাকবেন। প্রাক্তন ক্রিকেটার দের মধ্যে থেকে স্নেহাশিস গাঙ্গুলি ও গার্গী ব্যানার্জি প্রতিনিধিত্ব করবেন।


Body:cab


Conclusion:
Last Updated : Sep 22, 2019, 4:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.