ETV Bharat / sports

"টি-20 ফরম্যাটের জন্য উপযুক্ত ছিল না সৌরভ", বিতর্কিত মন্তব্য বুকাননের - সৌরভ-বুকানন

একটি সাক্ষাৎকারে সৌরভ সম্পর্কে এমনই বিতর্কিত মন্তব্য করেন জন বুকানন ৷

Sourav Ganguly was not suited to T20 format says Former KKR coach john Buchanan
Sourav Ganguly was not suited to T20 format says Former KKR coach john Buchanan
author img

By

Published : Aug 30, 2020, 8:41 PM IST

মেলবোর্ন, 30 অগাস্ট: কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরাতে চেয়েছিলেন ৷ কারণ, সৌরভকে টি-20 ফরম্যাটের যোগ্যই মনে করতেন না প্রাক্তন নাইট কোচ জন বুকানন ৷ সম্প্রতি একটি সাক্ষাৎকারে বর্তমান BCCI প্রেসিডেন্ট সম্পর্কে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন বুকানন ৷

2008 ও 2009- দু'টি মরশুমে KKR-এর কোচ ছিলেন অস্ট্রেলিয়ার জন বুকানন ৷ তাঁর কোচিংয়ে প্রথম মরশুমে কিং খানের দল শেষ করেছিল ছয় নম্বরে ৷ তারপরই বুকানন-সৌরভ সম্পর্কের অবনতি হতে থাকে ৷ প্রথম মরশুমের ব্যর্থতার পর 2009 সালে নাইটদের "মাল্টিপল ক্যাপ্টেন থিওরি"র প্রস্তাব দেন বুকানন ৷ কিন্তু 2003 সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী কোচের এই প্রস্তাব মোটেও মনে ধরেনি মহারাজের ৷ এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে বুকানন বলেছেন, "আমার মনে হয়েছিল ক্ষুদ্রতম ফরম্যাটে একজন অধিনায়ক হিসেবে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা প্রয়োজন ৷ এছাড়া তার খেলার পদ্ধতি টি-20 ফরম্যাটের যোগ্য হওয়া দরকার ৷ এসব নিয়েই সৌরভের সঙ্গে আলোচনায় বসেছিলাম ৷ এই ফরম্যাটের জন্য সৌরভ উপযুক্ত ছিল বলে আমার এতটুকুও মনে হয়নি ৷ অধিনায়ক হিসেবেও সৌরভ সঠিক ব্যক্তি ছিল বলে মনে হয়নি ৷" পাশাপাশি "স্প্লিট ক্যাপ্টেন্সির প্রস্তাব নিয়ে বুকানন বলেন, "আমি এখনও মনে করি এই আইডিয়া দলের জন্য ভালো ৷ বিশেষ করে দীর্ঘতম ফরম্যাটে ৷"

কোচের ইচ্ছেমতো 2009 সালে সৌরভকে সরিয়ে নাইটদের নেতৃত্বে আনা হয়েছিল ব্রেন্ডন ম্যাকালামকে ৷ যদিও এই পরিবর্তন করেও লাভ হয়নি ৷ সেবার পয়েন্ট টেবিলের একেবারে শেষ স্থানে শেষ করেছিল কলকাতার ফ্র্যাঞ্চাইজ়িটি ৷ যার জেরে চাকরি যায় বুকাননের ৷

মেলবোর্ন, 30 অগাস্ট: কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরাতে চেয়েছিলেন ৷ কারণ, সৌরভকে টি-20 ফরম্যাটের যোগ্যই মনে করতেন না প্রাক্তন নাইট কোচ জন বুকানন ৷ সম্প্রতি একটি সাক্ষাৎকারে বর্তমান BCCI প্রেসিডেন্ট সম্পর্কে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন বুকানন ৷

2008 ও 2009- দু'টি মরশুমে KKR-এর কোচ ছিলেন অস্ট্রেলিয়ার জন বুকানন ৷ তাঁর কোচিংয়ে প্রথম মরশুমে কিং খানের দল শেষ করেছিল ছয় নম্বরে ৷ তারপরই বুকানন-সৌরভ সম্পর্কের অবনতি হতে থাকে ৷ প্রথম মরশুমের ব্যর্থতার পর 2009 সালে নাইটদের "মাল্টিপল ক্যাপ্টেন থিওরি"র প্রস্তাব দেন বুকানন ৷ কিন্তু 2003 সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী কোচের এই প্রস্তাব মোটেও মনে ধরেনি মহারাজের ৷ এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে বুকানন বলেছেন, "আমার মনে হয়েছিল ক্ষুদ্রতম ফরম্যাটে একজন অধিনায়ক হিসেবে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা প্রয়োজন ৷ এছাড়া তার খেলার পদ্ধতি টি-20 ফরম্যাটের যোগ্য হওয়া দরকার ৷ এসব নিয়েই সৌরভের সঙ্গে আলোচনায় বসেছিলাম ৷ এই ফরম্যাটের জন্য সৌরভ উপযুক্ত ছিল বলে আমার এতটুকুও মনে হয়নি ৷ অধিনায়ক হিসেবেও সৌরভ সঠিক ব্যক্তি ছিল বলে মনে হয়নি ৷" পাশাপাশি "স্প্লিট ক্যাপ্টেন্সির প্রস্তাব নিয়ে বুকানন বলেন, "আমি এখনও মনে করি এই আইডিয়া দলের জন্য ভালো ৷ বিশেষ করে দীর্ঘতম ফরম্যাটে ৷"

কোচের ইচ্ছেমতো 2009 সালে সৌরভকে সরিয়ে নাইটদের নেতৃত্বে আনা হয়েছিল ব্রেন্ডন ম্যাকালামকে ৷ যদিও এই পরিবর্তন করেও লাভ হয়নি ৷ সেবার পয়েন্ট টেবিলের একেবারে শেষ স্থানে শেষ করেছিল কলকাতার ফ্র্যাঞ্চাইজ়িটি ৷ যার জেরে চাকরি যায় বুকাননের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.