ETV Bharat / sports

টেস্ট ওপেনিংয়ে সৌরভের প্রথম পছন্দ রোহিত ! - icc world championship

টেস্টেও রোহিত শর্মাকে ওপেন করতে পাঠানো হোক । মত ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির ।

টেস্ট ওপেনিংয়ে সৌরভের প্রথম পছন্দ রোহিত !
author img

By

Published : Aug 22, 2019, 1:47 PM IST

অ্যান্টিগা, 22 অগাস্ট : ভারতীয় দলের উচিত টেস্টেও রোহিত শর্মাকে ওপেন করতে পাঠানো । মত ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির । আজ অ্যান্টিগা টেস্টে মুখোমুখি হতে চলেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ় । ভারতীয় দলের ICC টেস্ট চ্যাম্পিয়নশিপের সফর শুরু এই টেস্টের মাধ্যমে ।

2019 সালের বিশ্বকাপে দুরন্ত পারফরমেন্স করেন রোহিত ৷ একই বিশ্বকাপে 5টি শতরানের অনন্য এবং অনবদ্য নজির গড়েন হিটম্যান । এর পাশাপাশি গাঙ্গুলির যুক্তি, বিশ্বে একমাত্র ব্যাটসম্যন হিসাবে একদিনের ক্রিকেটে 3টি দুই শতরানের নজির আছে রোহিতের । টেস্টেও তাঁকে পর্যাপ্ত সুযোগ দিলে অনেক ভালো পারফর্ম করতে পারবেন ।

গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 4টি ইনিংসে মাত্র 78 রান করার পর টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন রোহিত । তবে বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিংয়ের ফলে আবারও দলে জায়গা করে নিয়েছেন হিটম্যান ।

আজ থেকে শুরু হতে চলা টেস্ট ম্যাচে ভারতের কাছে ওপেনিংয়ের প্রথম পছন্দ পৃথ্বী শা ডোপিংয়ে জড়ানোয় দলে নেই । তাঁর জায়গায় দুই টেস্ট ম্যাচ খেলা মায়ঙ্ক অগরওয়াল ও কে এল রাহুলকে নিয়ে মাঠে নামতে হবে ভারতকে । গাঙ্গুলির মতে, এদেরই কারোর জায়গায় রোহিতকে সুযোগ দেওয়া যেতে পারে ।

অ্যান্টিগা, 22 অগাস্ট : ভারতীয় দলের উচিত টেস্টেও রোহিত শর্মাকে ওপেন করতে পাঠানো । মত ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির । আজ অ্যান্টিগা টেস্টে মুখোমুখি হতে চলেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ় । ভারতীয় দলের ICC টেস্ট চ্যাম্পিয়নশিপের সফর শুরু এই টেস্টের মাধ্যমে ।

2019 সালের বিশ্বকাপে দুরন্ত পারফরমেন্স করেন রোহিত ৷ একই বিশ্বকাপে 5টি শতরানের অনন্য এবং অনবদ্য নজির গড়েন হিটম্যান । এর পাশাপাশি গাঙ্গুলির যুক্তি, বিশ্বে একমাত্র ব্যাটসম্যন হিসাবে একদিনের ক্রিকেটে 3টি দুই শতরানের নজির আছে রোহিতের । টেস্টেও তাঁকে পর্যাপ্ত সুযোগ দিলে অনেক ভালো পারফর্ম করতে পারবেন ।

গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 4টি ইনিংসে মাত্র 78 রান করার পর টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন রোহিত । তবে বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিংয়ের ফলে আবারও দলে জায়গা করে নিয়েছেন হিটম্যান ।

আজ থেকে শুরু হতে চলা টেস্ট ম্যাচে ভারতের কাছে ওপেনিংয়ের প্রথম পছন্দ পৃথ্বী শা ডোপিংয়ে জড়ানোয় দলে নেই । তাঁর জায়গায় দুই টেস্ট ম্যাচ খেলা মায়ঙ্ক অগরওয়াল ও কে এল রাহুলকে নিয়ে মাঠে নামতে হবে ভারতকে । গাঙ্গুলির মতে, এদেরই কারোর জায়গায় রোহিতকে সুযোগ দেওয়া যেতে পারে ।

New Delhi, Aug 22 (ANI): While addressing a press conference on Thursday in Delhi, Congress leader Randeep Surjewala said that government is using CBI and ED as "personal revenge-seeking departments". He said, "Over the last two days, India witnessed the broad daylight murder of democracy. Government is using CBI and ED as a personal revenge-seeking department for the party in power." Surjewala comments came after the former finance minister P Chidambaram was arrested by the CBI in the INX media scam case on August 21.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.