ETV Bharat / sports

"আপনি নতুন প্রজন্মের অনুপ্রেরণা", টোকিয়ো অলিম্পিকসে গুডউইল অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব সৌরভকে

author img

By

Published : Feb 2, 2020, 9:27 PM IST

সৌরভ গঙ্গোপাদ্য়ায়কে চিঠি দিলেন ইন্ডিয়ান অলিম্পিকস অ্যাসোসিয়েশনের জেনেরাল সেক্রেটারি রাজীব মেহতা । গুডউইল অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব দিয়ে তিনি লেখেন, "আপনি কোটি কোটি মানুষের অনুপ্রেরণা, বিশেষ করে নতুন প্রজন্মের ৷ প্রশাসক হিসেবে সবসময় তরুণ প্রতিভাদের তুলে ধরেছেন ৷ টোকিয়ো অলিম্পিকসে ভারতীয় দলের সঙ্গে আপনার উপস্থিতি তরুণ অ্যাথলিটদের উৎসাহিত করবে ৷"

Sourav Ganguly
সৌরভ গঙ্গোপাধ্যায়

কলকাতা, 2 ফেব্রুয়ারি: এবার 2020 টোকিয়ো অলিম্পিকসে গুডউইল অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ইন্ডিয়ান অলিম্পিকস অ্যাসোসিয়েশনের তরফে তাঁকে এই প্রস্তাব দেওয়া হয়েছে ৷

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি পদে বসার পর মহারাজের ফ্যান ফলোয়িং বেড়ে হয়েছে দ্বিগুণ ৷ প্রশাসক সৌরভের ক্রিকেটকে কেন্দ্র করে একের পর এক সিদ্ধান্ত প্রশংসা কুড়িয়েছে ৷ গতবছর সাফল্যের সঙ্গে গোলাপি বলের টেস্ট আয়োজন করে বাহবা পেয়েছেন ৷ এবার টোকিয়ো অলিম্পিকসে দেশের গুডউইল অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব পেলেন তিনি । ইন্ডিয়ান অলিম্পিকস অ্যাসোসিয়েশনের জেনেরাল সেক্রেটারি রাজীব মেহতা চিঠি দিয়ে সৌরভকে এই অনুরোধ জানিয়েছেন ৷ চিঠিতে লেখা রয়েছে, "2020 টোকিয়ো অলিম্পিকসে 14-16টি খেলায় দেশের 100 থেকে 200 জন প্রতিযোগীর অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সিনিয়র অ্যাথলিট ছাড়াও এবারের অলিম্পিকসে বহু তরুণ খেলোয়াড়ের অভিষেক হতে চলেছে ৷" এরপর সৌরভের উদ্দেশে লেখা হয়েছে, "আপনি কোটি কোটি মানুষের অনুপ্রেরণা, বিশেষ করে নতুন প্রজন্মের ৷ প্রশাসক হিসেবে সবসময় তরুণ প্রতিভাদের তুলে ধরেছেন ৷ টোকিয়ো অলিম্পিকসে ভারতীয় দলের সঙ্গে আপনার উপস্থিতি তরুণ অ্যাথলিটদের উৎসাহিত করবে ৷"

চলতি বছরে অলিম্পকসে ভারতের অংশগ্রহণের একশো বছর পূর্ণ হবে ৷ প্রতিযোগিতা চলবে 24 জুলাই থেকে 9 অগাস্ট পর্যন্ত ৷

কলকাতা, 2 ফেব্রুয়ারি: এবার 2020 টোকিয়ো অলিম্পিকসে গুডউইল অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ইন্ডিয়ান অলিম্পিকস অ্যাসোসিয়েশনের তরফে তাঁকে এই প্রস্তাব দেওয়া হয়েছে ৷

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি পদে বসার পর মহারাজের ফ্যান ফলোয়িং বেড়ে হয়েছে দ্বিগুণ ৷ প্রশাসক সৌরভের ক্রিকেটকে কেন্দ্র করে একের পর এক সিদ্ধান্ত প্রশংসা কুড়িয়েছে ৷ গতবছর সাফল্যের সঙ্গে গোলাপি বলের টেস্ট আয়োজন করে বাহবা পেয়েছেন ৷ এবার টোকিয়ো অলিম্পিকসে দেশের গুডউইল অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব পেলেন তিনি । ইন্ডিয়ান অলিম্পিকস অ্যাসোসিয়েশনের জেনেরাল সেক্রেটারি রাজীব মেহতা চিঠি দিয়ে সৌরভকে এই অনুরোধ জানিয়েছেন ৷ চিঠিতে লেখা রয়েছে, "2020 টোকিয়ো অলিম্পিকসে 14-16টি খেলায় দেশের 100 থেকে 200 জন প্রতিযোগীর অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সিনিয়র অ্যাথলিট ছাড়াও এবারের অলিম্পিকসে বহু তরুণ খেলোয়াড়ের অভিষেক হতে চলেছে ৷" এরপর সৌরভের উদ্দেশে লেখা হয়েছে, "আপনি কোটি কোটি মানুষের অনুপ্রেরণা, বিশেষ করে নতুন প্রজন্মের ৷ প্রশাসক হিসেবে সবসময় তরুণ প্রতিভাদের তুলে ধরেছেন ৷ টোকিয়ো অলিম্পিকসে ভারতীয় দলের সঙ্গে আপনার উপস্থিতি তরুণ অ্যাথলিটদের উৎসাহিত করবে ৷"

চলতি বছরে অলিম্পকসে ভারতের অংশগ্রহণের একশো বছর পূর্ণ হবে ৷ প্রতিযোগিতা চলবে 24 জুলাই থেকে 9 অগাস্ট পর্যন্ত ৷

New Delhi, Feb 02 (ANI): Ahead of Delhi Assembly elections, Congress Party released its manifesto and promised to go against new citizenship law. Congress promised to go to Supreme Court as the Government of Delhi, against the Citizenship Amendment Act, if it comes to power. Congress has also announced it will not implement National Register of Citizens (NRC), as well as National Population Register (NPR) in its current form in the national capital. The party has also promised to get a strong Lokpal in first six months. It also proposes to spend 25 percent of Delhi Budget on fighting pollution.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.