ETV Bharat / sports

এবছর কোরোনা যাচ্ছে না, সহ্য করে চলার পরামর্শ সৌরভের

author img

By

Published : Jul 7, 2020, 6:13 PM IST

2020 সালের বাকি সময়টা কোরোনাকে নিয়েই কাটাতে হবে ৷ এমনটাই মনে করছেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

এবছর কোরোনা যাচ্ছে না, সহ্য করে চলার পরামর্শ সৌরভের
এবছর কোরোনা যাচ্ছে না, সহ্য করে চলার পরামর্শ সৌরভের

কলকাতা, 7 জুলাই: দেশে কোরোনার সংক্রমণ কমার কোনও লক্ষণ নেই ৷ উলটে দিন দিন বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা ৷ 2020 সালটা অন্তত এভাবেই চলবে বলে মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তাঁর কথায়, এবছর তো কমবেই না এমনকী আগামী বছরের শুরু পর্যন্ত এদেশে চলবে কোরোনা দাপট ৷ তাই একে সহ্য করে চলার পরামর্শ দিয়েছেন তিনি ৷

কোরোনা আতঙ্কে বন্ধ হয়ে গেছে বিশ্বের বেশিরভাগ টুর্নামেন্ট ৷ তার মধ্যে রয়েছে অলিম্পিক, টি-20 বিশ্বকাপ, IPL-এর মতো ইভেন্ট ৷ কয়েকটি দেশে স্বাস্থ্যবিধি মেনে ফের শুরু হয়েছে ফুটবল লিগ ৷ বুধবার থেকে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ় দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন হচ্ছে ৷ কিন্তু IPL নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নিতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ কোরোনার সংক্রমণ কমলে বছরের শেষে IPL অনুষ্ঠিত করার কথা ভেবেছিল BCCI ৷ কিন্তু যা পরিস্থিতি তাতে আদৌ এবছর IPL হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে ৷ সৌরভ বলেন, "আমার মতে আগামী দু'তিনটে মাস আরও কঠিন হতে চলেছে ৷ এবছরের শেষ বা আগামী বছরের শুরু পর্যন্ত কোরোনা নিয়েই চলতে হবে ৷ তাই একে সহ্য করেই চলতে হবে ৷ তারপরই স্বাভাবিক জীবনে ফিরতে পারব ৷"

অন্যদের কোরোনার ভ্যাকসিন আসার অপেক্ষায় রয়েছেন BCCI প্রেসিডেন্ট ৷ তিনি বলেন, "ভ্যাকসিন আসার অপেক্ষায় রয়েছি ৷ যতদিন না ভ্যাকসিন আসছে ততদিন সাবধানে থাকতে হবে ৷ কারণ আমরা কেউই অসুখে পড়তে চাই না ৷ একবার ভ্যাকসিন চলে এলে কোরোনাও অন্য পাঁচটা অসুখের মতো হয়ে যাবে ৷ তারপরই সব স্বাভাবিক হবে ৷" কোরোনা পরিস্থিতিকে ক্রিকেটের সঙ্গে তুলনা করে সৌরভ বলেন, "সব পিচ একরকম হয় না ৷ তাই সব পিচে একভাবে ব্যাটিং করাও যায় না ৷ স্লোয়ার পিচে একভাবে খেলতে হয় ৷ আবার পাটা পিচে ব্যাটিং ট্যাকটিক্স বদলাতে হয় ৷ এই পরিস্থিতিটাও অনেকটা সেইরকম ৷"

কলকাতা, 7 জুলাই: দেশে কোরোনার সংক্রমণ কমার কোনও লক্ষণ নেই ৷ উলটে দিন দিন বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা ৷ 2020 সালটা অন্তত এভাবেই চলবে বলে মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তাঁর কথায়, এবছর তো কমবেই না এমনকী আগামী বছরের শুরু পর্যন্ত এদেশে চলবে কোরোনা দাপট ৷ তাই একে সহ্য করে চলার পরামর্শ দিয়েছেন তিনি ৷

কোরোনা আতঙ্কে বন্ধ হয়ে গেছে বিশ্বের বেশিরভাগ টুর্নামেন্ট ৷ তার মধ্যে রয়েছে অলিম্পিক, টি-20 বিশ্বকাপ, IPL-এর মতো ইভেন্ট ৷ কয়েকটি দেশে স্বাস্থ্যবিধি মেনে ফের শুরু হয়েছে ফুটবল লিগ ৷ বুধবার থেকে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ় দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন হচ্ছে ৷ কিন্তু IPL নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নিতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ কোরোনার সংক্রমণ কমলে বছরের শেষে IPL অনুষ্ঠিত করার কথা ভেবেছিল BCCI ৷ কিন্তু যা পরিস্থিতি তাতে আদৌ এবছর IPL হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে ৷ সৌরভ বলেন, "আমার মতে আগামী দু'তিনটে মাস আরও কঠিন হতে চলেছে ৷ এবছরের শেষ বা আগামী বছরের শুরু পর্যন্ত কোরোনা নিয়েই চলতে হবে ৷ তাই একে সহ্য করেই চলতে হবে ৷ তারপরই স্বাভাবিক জীবনে ফিরতে পারব ৷"

অন্যদের কোরোনার ভ্যাকসিন আসার অপেক্ষায় রয়েছেন BCCI প্রেসিডেন্ট ৷ তিনি বলেন, "ভ্যাকসিন আসার অপেক্ষায় রয়েছি ৷ যতদিন না ভ্যাকসিন আসছে ততদিন সাবধানে থাকতে হবে ৷ কারণ আমরা কেউই অসুখে পড়তে চাই না ৷ একবার ভ্যাকসিন চলে এলে কোরোনাও অন্য পাঁচটা অসুখের মতো হয়ে যাবে ৷ তারপরই সব স্বাভাবিক হবে ৷" কোরোনা পরিস্থিতিকে ক্রিকেটের সঙ্গে তুলনা করে সৌরভ বলেন, "সব পিচ একরকম হয় না ৷ তাই সব পিচে একভাবে ব্যাটিং করাও যায় না ৷ স্লোয়ার পিচে একভাবে খেলতে হয় ৷ আবার পাটা পিচে ব্যাটিং ট্যাকটিক্স বদলাতে হয় ৷ এই পরিস্থিতিটাও অনেকটা সেইরকম ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.