কলকাতা, 22 অগাস্ট: 2020 সালে সব কিছু ওলটপালট হয়ে গেছে ৷ নির্ধারিত সময়ে হয়নি IPL ৷ শুরু করা যায়নি ঘরোয়া মরশুম ৷ স্থগিত একাধিক সিরিজ় ৷ কিন্তু 2021 সালে সবকিছুই চলবে পূর্ব নির্ধারিত মতো ৷ জানিয়ে দিলেন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ICC-র ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী 2021-এর ফেব্রুয়ারিতেই ভারত সফরে আসছে ইংল্যান্ড ৷ তারপরই এপ্রিলে শুরু হয়ে যাবে দেশের বার্ষিক ক্রিকেট উৎসব IPL ৷ নিশ্চিত করেছেন সৌরভ ৷
দেশের সবকটি রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতি ও সচিবকে পাঠানো চিঠিতে সৌরভ জানিয়েছেন, "চলতি বছরের ডিসেম্বরে ভারতের সিনিয়র মেনস টিম অস্ট্রেলিয়া সফরে যাবে ৷ এরপর দেশে ফিরে এসে আগামী বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় খেলবে ৷ তারপর এপ্রিল থেকে শুরু হবে IPL ৷ সিনিয়র মহিলা টিম ও ঘরোয়া ক্রিকেট নিয়ে আলোচনা চলছে ৷ খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে ৷"
ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে আসবে ইংল্যান্ড ৷ তবে FTP সাইকেলে থাকা আফগানিস্তানের বিরুদ্ধে মার্চ মাসে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ের বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি ৷
অন্যদিকে ঘরোয়া ক্রিকেট শুরু করা নিয়ে তিনি বলেছেন, "পরিস্থিতির দিকে নজর রেখে ঘরোয়া মরশুম শুরু করার সবরকম চেষ্টা করা হচ্ছে ৷ খেলোয়াড় সহ ক্রিকেটের সঙ্গে জড়িত সকলের স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়টি জড়িত রয়েছে ৷ তাই সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে ৷" ইতিমধ্যেই রাজ্য সংস্থাগুলিকে অনুশীলন শুরু করার নির্দেশ দিয়ে 100 পাতার SOP পাঠিয়েছে বোর্ড ৷ অক্টোবর থেকে ঘরোয়া মরশুম শুরু করার কথা ভাবছে বোর্ড ৷ তবে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া এখনও বাকি ৷