ETV Bharat / sports

ইডেনে দিন ও রাতের ম্যাচের প্রস্তুতি খতিয়ে দেখলেন সৌরভ - গোলাপি বলে প্রথম টেস্ট

ইডেনের প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখলেন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ পিচ নিয়ে আলোচনা করলেন কিউরেটর সুজন মুখার্জির সঙ্গেও ৷ ঐতিহাসিক ম্যাচে কোনওরকম খামতি রাখতে চায় না CAB ৷

ইডেনে সৌরভ
author img

By

Published : Nov 14, 2019, 8:13 PM IST

Updated : Nov 14, 2019, 8:19 PM IST

কলকাতা, 14 নভেম্বর : রাত দেড়টায় শহরে পৌঁছেও বিকেলে ইডেনে উপস্থিত সৌরভ গঙ্গোপাধ্য়ায় । মাঝের সময়ে কলকাতার মহারাজ হোটেলে গিয়ে অতিথি অভ্যাগতদের থাকার ব্যবস্থার জন্য শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন । তবে CAB-তে পা দিয়েই ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছুটলেন বাইশ গজ দেখতে ।

কিউরেটর সুজন মুখোপাধ্য়ায়ের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা সেরে পিচ পরীক্ষা করলেন । আপাত ভাবে বাইশগজ নিয়ে সৌরভের মত, "ভালো উইকেট" ৷ একই সঙ্গে কিউরেটরের উপর পিচ কেমন হবে নির্ভর করবে বলেন তিনি ৷ তবে কোনও সন্দেহ নেই বাংলাদেশ দলকে নৈশালোকে গোলাপি বলের টেস্ট ম্যাচে সবুজ উইকেটে স্বাগত জানানো হবে । গত কয়েক বছর ধরে ইডেনে পিচের চরিত্র বদল হয়েছে । বারমুডা ঘাসে ঢাকা উইকেট । যা শেষ মুহূর্তে তুলে ফেলা সম্ভব নয় । ঘাস কাটা হতে পারে মাত্র । যাতে উইকেটের গতিশীল চরিত্রের বদল হওয়ার সম্ভাবনা কম । গোলাপি বলে খেলা, যা নিয়ে বিশেষজ্ঞদের নানা মত । বলের চরিত্র কেমন হবে, বিশেষ করে কোকাবুরা বলের বদলে SG বল পাঁচদিনের খেলায় কী ভূমিকা নেয় তা নিয়ে সন্দিহান সকলে । যদিও SG বল কোকাবুরা বলের সিমের মধ্য়ে তারতম্য রয়েছে । যা ইঙ্গিত দেয় স্পিনাররাও সাহায্য পাবেন ।

22 নভেম্বর থেকে 26 নভেম্বর ইডেনে দিন রাতের টেস্ট ম্যাচ । শুক্রবার কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু হবে । ইডেনজুড়ে এখন সাজো সাজো রব । নতুন ভাবে গড়ে তোলা হচ্ছে সব কিছু । ইনডোর স্টেডিয়াম নতুন পরিকাঠামোয় গড়ে তোলা হচ্ছে । যার উদ্বোধন হবে টেস্ট ম্যাচের আগে ।

কলকাতা, 14 নভেম্বর : রাত দেড়টায় শহরে পৌঁছেও বিকেলে ইডেনে উপস্থিত সৌরভ গঙ্গোপাধ্য়ায় । মাঝের সময়ে কলকাতার মহারাজ হোটেলে গিয়ে অতিথি অভ্যাগতদের থাকার ব্যবস্থার জন্য শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন । তবে CAB-তে পা দিয়েই ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছুটলেন বাইশ গজ দেখতে ।

কিউরেটর সুজন মুখোপাধ্য়ায়ের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা সেরে পিচ পরীক্ষা করলেন । আপাত ভাবে বাইশগজ নিয়ে সৌরভের মত, "ভালো উইকেট" ৷ একই সঙ্গে কিউরেটরের উপর পিচ কেমন হবে নির্ভর করবে বলেন তিনি ৷ তবে কোনও সন্দেহ নেই বাংলাদেশ দলকে নৈশালোকে গোলাপি বলের টেস্ট ম্যাচে সবুজ উইকেটে স্বাগত জানানো হবে । গত কয়েক বছর ধরে ইডেনে পিচের চরিত্র বদল হয়েছে । বারমুডা ঘাসে ঢাকা উইকেট । যা শেষ মুহূর্তে তুলে ফেলা সম্ভব নয় । ঘাস কাটা হতে পারে মাত্র । যাতে উইকেটের গতিশীল চরিত্রের বদল হওয়ার সম্ভাবনা কম । গোলাপি বলে খেলা, যা নিয়ে বিশেষজ্ঞদের নানা মত । বলের চরিত্র কেমন হবে, বিশেষ করে কোকাবুরা বলের বদলে SG বল পাঁচদিনের খেলায় কী ভূমিকা নেয় তা নিয়ে সন্দিহান সকলে । যদিও SG বল কোকাবুরা বলের সিমের মধ্য়ে তারতম্য রয়েছে । যা ইঙ্গিত দেয় স্পিনাররাও সাহায্য পাবেন ।

22 নভেম্বর থেকে 26 নভেম্বর ইডেনে দিন রাতের টেস্ট ম্যাচ । শুক্রবার কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু হবে । ইডেনজুড়ে এখন সাজো সাজো রব । নতুন ভাবে গড়ে তোলা হচ্ছে সব কিছু । ইনডোর স্টেডিয়াম নতুন পরিকাঠামোয় গড়ে তোলা হচ্ছে । যার উদ্বোধন হবে টেস্ট ম্যাচের আগে ।

Intro:রাত দেড়টায় শহরে পৌছে বিকেলে ইডেনে সৌরভ গাঙ্গুলি।মাঝের সময়ে দক্ষিণ কলকাতার তারকা হোটেলে গিয়ে অতিথি অভ্যাগতদের থাকার ব্যবস্থার শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন। তবে সিএবিতে পা দিয়েই ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বাইশ গজ দেখতে ছুটলেন।কিউরেটর সুজন মুখার্জির সঙ্গে প্রয়োজনীয় আলোচনা সেরে পিচ টিপে পরীক্ষা করলেন।আপাত ভাবে বাইশগজ নিয়ে সৌরভ গাঙ্গুলির মত,"ভালো উইকেট।" একই সঙ্গে কিউরেটর এর ওপর পিচ কেমন হবে নির্ভর করবে বললেও কোনও সন্দেহ নেই বাংলাদেশ দলকে নৈশালোকে গোলাপি বলের টেস্ট ম্যাচে সবুজ উইকেটে স্বাগত জানানো হবে।গত কয়েক বছর ধরে ইডেনে পিচের চরিত্র বদল হয়েছে।বারমুডা ঘাসে ঢাকা উইকেট।যা শেষ মুহূর্তে তুলে ফেলা সম্ভব নয়। ঘাস কাটা হতে পারে মাত্র।যাতে উইকেটের গতিশীল চরিত্রের বদল হওয়ার সম্ভাবনা কম। গোলাপি বলে খেলা, যা নিয়ে বিশেষজ্ঞ দের নানান মত। বলের চরিত্র কেমন হবে, বিশেষ করে কোকাবুরা বলের বদলে এসজি বল পাচদিনের খেলায় কি ভূমিকা নেয় তা নিয়ে সন্দিহান সকলে।এসজি বল কোকাবুরা বলের সিমের তারতম্য রয়েছে। যা ইঙ্গিত দেয় স্পিনাররাও সাহায্য পাবেন।22নভেম্বর থেকে 26নভেম্বর টেস্ট ম্যাচ। শুক্রবার থেকে কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু হবে। ইডেন জুড়ে এখন সাজো সাজো রব।নতুনভাবে গড়ে তোলা হচ্ছে সবকিছু।ইনডোর স্টেডিয়াম নতুন পরিকাঠামোয় গড়ে তোলা হবে। যার উদ্বোধন হবে টেস্ট ম্যাচের আগে।সৌরভ গাঙ্গুলি বলেছেন দর্শকপূর্ণ মাঠে অনুষ্ঠিত হবে ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচ।


Body:প্রস্তুতি


Conclusion:
Last Updated : Nov 14, 2019, 8:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.