ETV Bharat / sports

গিল, রাহানের শতরান ; কিউয়িদের বিরুদ্ধে বেসরকারি টেস্ট ড্র ভারতের - শুভমন গিল

ফের শতরান করলেন শুভমন গিল ৷ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বেসরকারি টেস্ট সিরিজ়ে প্রথম ম্যাচে দ্বিশতরান করার পর দ্বিতীয় ম্যাচেও শতরান গিলের ৷ ভারতীয় দলে রোহিত শর্মার বিকল্প হতে পারেন তিনি ৷

image
শুভমন গিল
author img

By

Published : Feb 10, 2020, 6:43 PM IST

লিঙ্কন, 10 ফেব্রুয়ারি : কেরিয়ারের সেরা ফর্মে আছেন শুভমন গিল ৷ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বেসরকারি টেস্টে ফের শতরান গিলের ৷ নিউজ়িল্যান্ড A দলের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের প্রথম ম্যাচে দুই ইনিংসে করেছিলেন 83 ও অপরাজিত 204 রান ৷ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ফের শতরান করলেন তিনি ৷ শতরান করলেন অজিঙ্কা রাহানেও ৷ অর্ধশতরান হনুমা বিহারী, চেতেশ্বর পূজারা ও বিজয় শংকরের ৷ ব্যাটসম্যানদের ব্যাটিং বিক্রমে কিউয়িদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ ড্র করল ভারত ৷

প্রথমে ব্যাটিং করে 9 উইকেটে 386 রান করে নিউজ়িল্যান্ড ৷ অপরাজিত শতরান করেন ড্যারেল মিচেল ৷ অর্ধশতরান করেন গ্লেন ফিলিপস ও ড্যানি ক্লেভার ৷ জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু ভারতীয় ওপেনারদের ৷ হনুমা বিহারী ও শুভমন গিল জুটিতে 111 রান করেন ৷ ব্যক্তিগত 59 রানে প্যাভিলিয়নে ফেরেন হনুমা ৷ এরপর চেতেশ্বর পূজারাকে সঙ্গী করে এগিয়ে যান শুভমন ৷ ব্যক্তিগত 53 রান করে আউট হন পূজারা ৷ চারে ব্যাটিং করতে নেমে শেষ পর্যন্ত 101 রানে অপরাজিত থাকেন রাহানে ৷ বিজয় শংকর করেন 66 রান ৷

বিশেষজ্ঞরা বলছেন, শুভমনের ফর্ম বিরাটের কাছে ভালো মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াল ৷ নিউজ়িল্যান্ডের মাটিতে গিলের এই ফর্ম তাঁকে দলের বাইরে রাখার সাহস দেখানো মুশকিল বিরাট ও শাস্ত্রীর কাছে ৷ আহত ওপেনার রোহিত শর্মা ৷ তাই পৃথ্বী নন, হিটম্যানের পরিবর্তে দলে আসতেই পারেন শুভমন ৷

লিঙ্কন, 10 ফেব্রুয়ারি : কেরিয়ারের সেরা ফর্মে আছেন শুভমন গিল ৷ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বেসরকারি টেস্টে ফের শতরান গিলের ৷ নিউজ়িল্যান্ড A দলের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের প্রথম ম্যাচে দুই ইনিংসে করেছিলেন 83 ও অপরাজিত 204 রান ৷ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ফের শতরান করলেন তিনি ৷ শতরান করলেন অজিঙ্কা রাহানেও ৷ অর্ধশতরান হনুমা বিহারী, চেতেশ্বর পূজারা ও বিজয় শংকরের ৷ ব্যাটসম্যানদের ব্যাটিং বিক্রমে কিউয়িদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ ড্র করল ভারত ৷

প্রথমে ব্যাটিং করে 9 উইকেটে 386 রান করে নিউজ়িল্যান্ড ৷ অপরাজিত শতরান করেন ড্যারেল মিচেল ৷ অর্ধশতরান করেন গ্লেন ফিলিপস ও ড্যানি ক্লেভার ৷ জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু ভারতীয় ওপেনারদের ৷ হনুমা বিহারী ও শুভমন গিল জুটিতে 111 রান করেন ৷ ব্যক্তিগত 59 রানে প্যাভিলিয়নে ফেরেন হনুমা ৷ এরপর চেতেশ্বর পূজারাকে সঙ্গী করে এগিয়ে যান শুভমন ৷ ব্যক্তিগত 53 রান করে আউট হন পূজারা ৷ চারে ব্যাটিং করতে নেমে শেষ পর্যন্ত 101 রানে অপরাজিত থাকেন রাহানে ৷ বিজয় শংকর করেন 66 রান ৷

বিশেষজ্ঞরা বলছেন, শুভমনের ফর্ম বিরাটের কাছে ভালো মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াল ৷ নিউজ়িল্যান্ডের মাটিতে গিলের এই ফর্ম তাঁকে দলের বাইরে রাখার সাহস দেখানো মুশকিল বিরাট ও শাস্ত্রীর কাছে ৷ আহত ওপেনার রোহিত শর্মা ৷ তাই পৃথ্বী নন, হিটম্যানের পরিবর্তে দলে আসতেই পারেন শুভমন ৷

Patna (Bihar), Feb 10 (ANI): Five people were injured in an explosion in Bihar's Patna on February 10. The incident took place at a house in Patna. The injured people have been shifted to a hospital for medical treatment. While speaking to ANI, the police official said, "It seems a bomb that had been kept at this house exploded, damaging two houses." "Injured people have been shifted to a hospital," he added.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.