দিল্লি, 26 মে : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা ICC- কে তুলোধোনা করলেন প্রাক্তন পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার ৷ ICC-র সমালোচনা করে তিনি বলেন, শেষ 10 বছরে ক্রিকেটকে শেষ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ৷
একটি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় শোয়েব ICC-র বিরুদ্ধে তাঁর ক্ষোভ উগরে দেন ৷ বিশেষ করে বোলারদের বাউন্সার নিয়ে নতুন নিয়ম নিয়ে কথা বলেন ৷ তিনি মনে করেন বাউন্সার নিয়ম আরও শিথিল করা উচিত ৷
যদি খারাপ ভাষায় বলতে হয় তাহলে বলব ICC ক্রিকেটকে পুরো শেষ করে দিয়েছে ৷ তাঁরা এটা 10 বছর ধরে করে চলেছে ৷ রাউলপিণ্ডি এক্সপ্রেস মনে করেন, এক ওভারে বাউন্সারের সংখ্যা আরও বাড়ানো উচিত যেহেতু এখন 50 ওভারের খেলায় দুটি নতুন বলে খেলা হয় ৷ সাক্ষাৎকারে শোয়েব বলেন, ‘‘আমি এটা শেষ 10 বছর ধরে বলে আসছি যে ICC -র উচিত বোলারদের স্বার্থে বাউন্সার নিয়ম শিথিল করা ৷ যদি তুমি সচিন-শোয়েব ডুয়েল না দেখাতে পারো, কোথা থেকে তুমি তোমার ভক্ত পাবে ? ’’
আখতার আরও বলেন, ‘‘আমার ইচ্ছা হল ওয়াসিন আক্রম, ওয়াকার ইউনিস, শেন ওয়ার্নের বিরুদ্ধে বিরাটকে খেলতে দেখা ৷ আশাকরি বিরাটও ওদের বিরুদ্ধে খেলাটা উপভোগ করত ৷''
দেশের হয়ে 224টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আখতার ৷ তাঁর ঝুলিতে আছে 444টি উইকেট ৷