ETV Bharat / sports

জ়িম্বাবোয়ে সিরিজ় থেকে বাদ শোয়েব মালিক - সরফরাজ আহমেদ

মিসবা-উল-হক জানিয়েছেন, কোনও সিনিয়র ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে মানে তাঁর দলে ফেরার রাস্তা বন্ধ তা নয় ৷ পারফরম্যান্সের মধ্যে থাকলে অবশ্য়ই দলে ফিরে আসতে পারবেন তাঁরা ৷

shoaib-malik-left-out-of-pakistan-squad-for-zimbabwe-series
জিম্বাবোয়ে সিরিজ থেকে বাদ শোয়েব মালিক
author img

By

Published : Oct 19, 2020, 5:32 PM IST

লাহোর, 19 অক্টোবর : জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ় থেকে বাদ পড়লেন শোয়েব মালিক ৷ 30 অক্টোবর থেকে তিন ম্য়াচের একদিনের সিরিজ় পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে খেলা হবে ৷ তবে রবিবারই পাকিস্তানের জাতীয় টি-20 লিগের ফাইনালে খেলা শোয়েব মালিক কেন দল থেকে বাদ গেলেন সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এ নিয়ে পাকিস্তানের জাতীয় নির্বাচক মিসবা-উল-হক জানিয়েছেন, কোনও সিনিয়র ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে মানে তাঁর দলে ফেরার রাস্তা বন্ধ তা নয় ৷ পারফরম্যান্সের মধ্যে থাকলে অবশ্য়ই দলে ফিরে আসতে পারবেন তাঁরা ৷ তবে, শোয়েব মালিককে নিউজ়িল্য়ান্ড সিরিজ়ের আগে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷

এদিকে জ়িম্বাবোয়ের সঙ্গে খেলা একদিনের সিরিজের তিনটি ম্য়াচ 2023 ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের যোগ্য়তা পর্বের আওতায় আসবে ৷ যার আয়োজনের দায়িত্বে রয়েছে BCCI । সেই মতো আগামী বিশ্বকাপে আয়োজক দেশ হিসেবে ভারত সরাসরি বিশ্বকাপে অংশ নেবে ৷ বাকি সুপার লিগের প্রথম সাতটি দল মূল পর্বে যোগ্য়তা অর্জন করতে পারবে ৷

জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ়ে শোয়েব মালিকের পরিবর্তে আবদুল্লা শফিককে দলে নিয়েছে পাকিস্তান ৷ অন্য়দিকে উইকেটরক্ষক মহম্মদ রিজ়ওয়ানের ব্য়াকআপ হিসেবে রোহেল নাজিরকে দলে রেখেছে তারা ৷ বাদ গিয়েছেন সিনিয়র ক্রিকেটার সরফরাজ় আহমেদও ৷ ইংল্য়ান্ড সফরে দলে থাকা সরফরাজ়কে পাকিস্তানের প্রথম শ্রেণির কোয়াইদ-ই-আজ়ম ট্রফির জন্য় বেছে নেওয়া হয়েছে ৷ যা আগামী 25 অক্টোবর থেকে শুরু হতে চলেছে ৷ পাশাপাশি শোয়েব মালিককে বাদ দেওয়ার পিছনে পাক নির্বাচকমণ্ডলীর কিছু পরিকল্পনা রয়েছে বলে জানান মিসবা ৷ তিনি বলেন, এই সময় আবদুল্লা শফিক, হায়দর আলি এবং খুশদিল শাহের মত তরুণরা নিজেদের আগামীদিনের জন্য় তৈরি করতে পারবে ৷

জ়িম্বাবোয়ের বিরুদ্ধে পাকিস্তানের ওয়ান’ডে ও টি-20 দল-- বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবদুল্লা শফির, আবিদ আলি, ফাহিম আশরফ, ফকর জামান, হায়দর আলি, হ্যারিস সোহেল, হ্যারিস রাউফ, ইফতিকার আহমেদ, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মহম্মদ হাফিজ, মহম্মদ হাসনাইন, মহম্মদ রিজওয়ান, মুসা খান, রোহেল নাজির, শাহিন-শা-আফ্রিদি, উসমান কাদির, ওয়াহাব পিয়াজ এবং জাফর গোহার ।

লাহোর, 19 অক্টোবর : জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ় থেকে বাদ পড়লেন শোয়েব মালিক ৷ 30 অক্টোবর থেকে তিন ম্য়াচের একদিনের সিরিজ় পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে খেলা হবে ৷ তবে রবিবারই পাকিস্তানের জাতীয় টি-20 লিগের ফাইনালে খেলা শোয়েব মালিক কেন দল থেকে বাদ গেলেন সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এ নিয়ে পাকিস্তানের জাতীয় নির্বাচক মিসবা-উল-হক জানিয়েছেন, কোনও সিনিয়র ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে মানে তাঁর দলে ফেরার রাস্তা বন্ধ তা নয় ৷ পারফরম্যান্সের মধ্যে থাকলে অবশ্য়ই দলে ফিরে আসতে পারবেন তাঁরা ৷ তবে, শোয়েব মালিককে নিউজ়িল্য়ান্ড সিরিজ়ের আগে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷

এদিকে জ়িম্বাবোয়ের সঙ্গে খেলা একদিনের সিরিজের তিনটি ম্য়াচ 2023 ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের যোগ্য়তা পর্বের আওতায় আসবে ৷ যার আয়োজনের দায়িত্বে রয়েছে BCCI । সেই মতো আগামী বিশ্বকাপে আয়োজক দেশ হিসেবে ভারত সরাসরি বিশ্বকাপে অংশ নেবে ৷ বাকি সুপার লিগের প্রথম সাতটি দল মূল পর্বে যোগ্য়তা অর্জন করতে পারবে ৷

জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ়ে শোয়েব মালিকের পরিবর্তে আবদুল্লা শফিককে দলে নিয়েছে পাকিস্তান ৷ অন্য়দিকে উইকেটরক্ষক মহম্মদ রিজ়ওয়ানের ব্য়াকআপ হিসেবে রোহেল নাজিরকে দলে রেখেছে তারা ৷ বাদ গিয়েছেন সিনিয়র ক্রিকেটার সরফরাজ় আহমেদও ৷ ইংল্য়ান্ড সফরে দলে থাকা সরফরাজ়কে পাকিস্তানের প্রথম শ্রেণির কোয়াইদ-ই-আজ়ম ট্রফির জন্য় বেছে নেওয়া হয়েছে ৷ যা আগামী 25 অক্টোবর থেকে শুরু হতে চলেছে ৷ পাশাপাশি শোয়েব মালিককে বাদ দেওয়ার পিছনে পাক নির্বাচকমণ্ডলীর কিছু পরিকল্পনা রয়েছে বলে জানান মিসবা ৷ তিনি বলেন, এই সময় আবদুল্লা শফিক, হায়দর আলি এবং খুশদিল শাহের মত তরুণরা নিজেদের আগামীদিনের জন্য় তৈরি করতে পারবে ৷

জ়িম্বাবোয়ের বিরুদ্ধে পাকিস্তানের ওয়ান’ডে ও টি-20 দল-- বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবদুল্লা শফির, আবিদ আলি, ফাহিম আশরফ, ফকর জামান, হায়দর আলি, হ্যারিস সোহেল, হ্যারিস রাউফ, ইফতিকার আহমেদ, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মহম্মদ হাফিজ, মহম্মদ হাসনাইন, মহম্মদ রিজওয়ান, মুসা খান, রোহেল নাজির, শাহিন-শা-আফ্রিদি, উসমান কাদির, ওয়াহাব পিয়াজ এবং জাফর গোহার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.