দিল্লি, 5 জুলাই: দিল্লির মজলিস পার্ক মেট্রো স্টেশনের পাশেই রয়েছে হিন্দু রিফিউজ়ি কলোনি ৷ যেখানে পাকিস্তান থেকে আসা হিন্দু শরণার্থীরা থাকেন ৷ এই কোরোনা পরিস্থিতিতে তাদের দেখভাল করছে একটি সংস্থা ৷ এবার তাদের পাশে দাঁড়ালেন শিখর ধাওয়ান ৷
রবিবার ওই রিফিউজ়ি কলোনিতে যান তিনি ৷ ভারতীয় দলের তারকা খেলোয়াড়কে সামনে থেকে দেখে কলোনির কচিকাচারা ছুটে আসে ৷ ছোটোদের হাতে ক্রিকেট কিট তুলে দেন তিনি ৷ পাশাপাশি সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ৷ তাদের হাতে তুলে দেন বালিশ ও কম্বল ৷ এছাড়া পোর্টেবল টয়লেটও দেন তিনি ৷ ফোটোও তোলেন ।
দুস্থদের মুখে হাসি ফুটিয়ে নিজেও খুশি ধাওয়ান ৷ তিনি বলেন, "এই অনুভূতিটা দারুণ ছিল ৷ এখন এমন পর্যায়ে রয়েছি যেখানে আমি সাধারণ মানুষকে সাহায্য করতে সক্ষম ৷ মানুষের সাহায্যে লাগতে পারলে অন্যরকম প্রশান্তি অনুভূত হয় ৷ আমাকে দেখে ওখানকার বাসিন্দারা খুব খুশি হয়েছে ৷ মাঠে আমার সেলিব্রেশনের কায়দা ওদের খুব পছন্দ ৷"