ETV Bharat / sports

কিউইদের বিরুদ্ধে নেই শিখর, সুযোগ পেলেন সঞ্জু-শ

author img

By

Published : Jan 21, 2020, 4:09 PM IST

Updated : Jan 21, 2020, 11:15 PM IST

28 জানুয়ারি থেকে শুরু হচ্ছে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ় ৷ এরপর 5 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে 3 টি একদিনের ম্যাচ ৷ টি-20 দল থেকে বাদ পড়লেও একদিনের দলে তাঁর ভাগ্য কী হতে চলেছে তা নিয়ে এখনই কিছু ঘোষণা করা হয়নি ৷

Shikhar Dhawan
শিখর ধাওয়ান

দিল্লি, 21 জানুয়ারি : কাঁধের চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন শিখর ধাওয়ান ৷ আগামী নিউজ়িল্যান্ড সফরে টি-20 এবং একদিনের ম্যাচে দলে থাকবেন না এই বাঁ হাতি ওপেনার ৷ পরিবর্ত হিসেবে সুযোগ পেলেন সঞ্জু স্য়ামসন এবং পৃথ্বী শ ৷

অজিদের বিরুদ্ধে তৃতীয় ম্যাচের পঞ্চম ওভারে অ্যারন ফিঞ্চের মারা বলটি কভার পয়েন্টে আটকাতে গিয়ে ঝাঁপ দিয়ে বাঁ কাধে চোট পান তিনি ৷ সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন তিনি ৷ ব্যাট করতেও নামেননি শিখর ৷ তড়িঘড়ি তাঁকে হাসপাতালে পাঠানো হয় ৷ শরীরের বাঁ দিকে কলার বোন ও শোল্ডার ব্লেডের মাঝে চোট লাগে ধাওয়ানের ৷ পরে অবশ্য তাঁকে ভারতীয় ড্রেসিং রুমে দেখা গিয়েছিল ৷

আগামী 28 জানুয়ারি থেকে শুরু হচ্ছে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ় ৷ এরপর 5 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে 3 টি একদিনের ম্যাচ ৷ রাতেই সীমিত ওভারের দুই ধরনের ক্রিকেটে দল ঘোষণা করে BCC I

দিল্লি, 21 জানুয়ারি : কাঁধের চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন শিখর ধাওয়ান ৷ আগামী নিউজ়িল্যান্ড সফরে টি-20 এবং একদিনের ম্যাচে দলে থাকবেন না এই বাঁ হাতি ওপেনার ৷ পরিবর্ত হিসেবে সুযোগ পেলেন সঞ্জু স্য়ামসন এবং পৃথ্বী শ ৷

অজিদের বিরুদ্ধে তৃতীয় ম্যাচের পঞ্চম ওভারে অ্যারন ফিঞ্চের মারা বলটি কভার পয়েন্টে আটকাতে গিয়ে ঝাঁপ দিয়ে বাঁ কাধে চোট পান তিনি ৷ সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন তিনি ৷ ব্যাট করতেও নামেননি শিখর ৷ তড়িঘড়ি তাঁকে হাসপাতালে পাঠানো হয় ৷ শরীরের বাঁ দিকে কলার বোন ও শোল্ডার ব্লেডের মাঝে চোট লাগে ধাওয়ানের ৷ পরে অবশ্য তাঁকে ভারতীয় ড্রেসিং রুমে দেখা গিয়েছিল ৷

আগামী 28 জানুয়ারি থেকে শুরু হচ্ছে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ় ৷ এরপর 5 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে 3 টি একদিনের ম্যাচ ৷ রাতেই সীমিত ওভারের দুই ধরনের ক্রিকেটে দল ঘোষণা করে BCC I

New Delhi, Jan 21 (ANI): Nepal Prime Minister KP Sharma Oli on the joint inauguration of Jogbani-Biratnagar ICP with PM Modi stated Nepal government is committed to working closely with Government of India to resolve all pending issues through dialogue. "The time has come to resolve all pending issues through dialogue in the lasting interest of our two countries. Stable and majority government in both countries is an opportune moment. My government remains committed to working closely with government of India towards this," said Nepal PM.
Last Updated : Jan 21, 2020, 11:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.