দিল্লি, 21 জানুয়ারি : কাঁধের চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন শিখর ধাওয়ান ৷ আগামী নিউজ়িল্যান্ড সফরে টি-20 এবং একদিনের ম্যাচে দলে থাকবেন না এই বাঁ হাতি ওপেনার ৷ পরিবর্ত হিসেবে সুযোগ পেলেন সঞ্জু স্য়ামসন এবং পৃথ্বী শ ৷
অজিদের বিরুদ্ধে তৃতীয় ম্যাচের পঞ্চম ওভারে অ্যারন ফিঞ্চের মারা বলটি কভার পয়েন্টে আটকাতে গিয়ে ঝাঁপ দিয়ে বাঁ কাধে চোট পান তিনি ৷ সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন তিনি ৷ ব্যাট করতেও নামেননি শিখর ৷ তড়িঘড়ি তাঁকে হাসপাতালে পাঠানো হয় ৷ শরীরের বাঁ দিকে কলার বোন ও শোল্ডার ব্লেডের মাঝে চোট লাগে ধাওয়ানের ৷ পরে অবশ্য তাঁকে ভারতীয় ড্রেসিং রুমে দেখা গিয়েছিল ৷
আগামী 28 জানুয়ারি থেকে শুরু হচ্ছে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ় ৷ এরপর 5 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে 3 টি একদিনের ম্যাচ ৷ রাতেই সীমিত ওভারের দুই ধরনের ক্রিকেটে দল ঘোষণা করে BCC I