ETV Bharat / sports

বেআইনি ড্রাগ রাখার কারণে গ্রেপ্তার শ্রীলঙ্কান পেসার মধুশনকা

মধুশনকার থেকে 2 গ্রাম হেরোইন মিলেছে ৷ পান্নালা শহরে গাড়ি নিয়ে যাওয়ার সময় তাঁকে আটকায় পুলিশ ৷ দেশজুড়ে লকডাউনেও অন্য এক ব্যক্তিকে নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন মধুশনকা ৷ তারপরই তাঁর কাছ থেকে ওই ড্রাগ পাওয়া যায় ৷

author img

By

Published : May 25, 2020, 11:43 PM IST

image
পেসার মধুশনকা

কলম্বো, 25 মে : সংবাদ শিরোনামে শ্রীলঙ্কান ক্রিকেটার শেহান মধুশনকা ৷ তবে কোনও ক্রিকেটিও কারণে নয় ৷ বরং সম্পূর্ণ অন্যকারণে ৷ বেআইনি ড্রাগ রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করল শ্রীলঙ্কার পুলিশ ৷

পুলিশের এক আধিকারিক জানান, মধুশনকার থেকে 2 গ্রাম হেরোইন মিলেছে ৷পান্নালা শহরে গাড়ি নিয়ে যাওয়ার সময় তাঁকে আটকায় পুলিশ ৷ দেশজুড়ে লকডাউনেও অন্য এক ব্যক্তিকে নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন মধুশনকা ৷ তারপরই তাঁর কাছ থেকে ওই ড্রাগ পাওয়া যায় ৷

হাইকোর্টে তোলার আগে তাঁকে দুই সপ্তাহের পুলিশ হেপাজতের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট ৷ শ্রীলঙ্কা ক্রিকেটকে এই বিষয়ে অবগত করা হয়েছে ৷ যদিও তারা এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি ৷

আন্তর্জাতিক ক্রিকেটে মধুশনকার শ্রীলঙ্কার হয়ে 2018 সালে অভিষেক হয় ৷ অভিষেক ম্যাচেই বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন তিনি ৷ এখনও পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে একটি ওয়ান-ডে ও 2টি টি-20 ম্যাচ খেলেছেন তিনি ৷ ডান হাতি এই পেসারের 5টি আন্তর্জাতিক উইকেটও আছে ৷

কলম্বো, 25 মে : সংবাদ শিরোনামে শ্রীলঙ্কান ক্রিকেটার শেহান মধুশনকা ৷ তবে কোনও ক্রিকেটিও কারণে নয় ৷ বরং সম্পূর্ণ অন্যকারণে ৷ বেআইনি ড্রাগ রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করল শ্রীলঙ্কার পুলিশ ৷

পুলিশের এক আধিকারিক জানান, মধুশনকার থেকে 2 গ্রাম হেরোইন মিলেছে ৷পান্নালা শহরে গাড়ি নিয়ে যাওয়ার সময় তাঁকে আটকায় পুলিশ ৷ দেশজুড়ে লকডাউনেও অন্য এক ব্যক্তিকে নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন মধুশনকা ৷ তারপরই তাঁর কাছ থেকে ওই ড্রাগ পাওয়া যায় ৷

হাইকোর্টে তোলার আগে তাঁকে দুই সপ্তাহের পুলিশ হেপাজতের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট ৷ শ্রীলঙ্কা ক্রিকেটকে এই বিষয়ে অবগত করা হয়েছে ৷ যদিও তারা এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি ৷

আন্তর্জাতিক ক্রিকেটে মধুশনকার শ্রীলঙ্কার হয়ে 2018 সালে অভিষেক হয় ৷ অভিষেক ম্যাচেই বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন তিনি ৷ এখনও পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে একটি ওয়ান-ডে ও 2টি টি-20 ম্যাচ খেলেছেন তিনি ৷ ডান হাতি এই পেসারের 5টি আন্তর্জাতিক উইকেটও আছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.