ETV Bharat / sports

যুবরাজকে ছুঁয়ে বাংলাদেশকে জেতালেন শাকিব - world cup

একই ম্যাচে ফিফটি ও পাঁচ উইকেট এর আগে শুধুমাত্র ছিল যুবরাজ সিংয়ের । সেই কীর্তি ছুঁয়ে বাংলাদেশকে জেতালেন শাকিব ।

যুবরাজকে ছুঁয়ে বাংলাদেশকে জেতালেন শাকিব
author img

By

Published : Jun 24, 2019, 11:23 PM IST

সাউদহ্যাম্পটন, 24 জুন : হাফ সেঞ্চুরির পর বল হাতে পাঁচ উইকেট শাকিব আল হাসানের । তাঁর দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের উপর ভর করে আফগানিস্তানকে 62 রানে হারিয়ে দিল বাংলাদেশ । যে কারণে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 83 করেও মুশফিকুর রহিম পার্শ্বনায়ক । এই জয়ের ফলে বাংলাদেশের সেমিফাইনালের আশা এখনও জেগে রইল ।

ব্যাটসম্যান সাকিবের পরিচয় এ বিশ্বকাপে নিয়মিতই পাওয়া যাচ্ছে। আজও 51 করে ডেভিড ওয়ার্নারের মাথা থেকে শীর্ষ রান সংগ্রাহকের মুকুটটা আরও একবার পরে নিলেন নিজের মাথায় । পাশাপাশি প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে হাজার রানের গণ্ডি পার করলেন ।

একই ম্যাচে ফিফটি ও পাঁচ উইকেট এর আগে শুধুমাত্র ছিল যুবরাজ সিংয়ের । 2011 সালের বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে এই পারফরম্যান্স করেছিলেন তিনি । আজ সেই কীর্তি ছুঁলেন শাকিব ।

262 রানের লক্ষ্যে শুরুটা ভালোই করেছিল আফগানিস্তান । তবে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপের ম্যাচে শাকিবের পাঁচ উইকেটের সুবাদে ধস নামে আফগান ব্যাটিং অর্ডারে ।

তার আগে হ্যাম্পশায়ার বোলে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় আফগান ক্যাপ্টেন গুলবাদিন নাইব । শাকিবের 69 বলে 51 এবং মুশফিকুরের 87 বলে 83 রানের মূল্যবান ইনিংসের সৌজন্যে স্কোরবোর্ডে 250-র গণ্ডি পার হয় বাংলাদেশ । এখানেই আগের ম্যাচে ভারতীয় দলকে মাত্র 224 রানে বেঁধে রাখার পর নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশকে এদিন 262 রানে আটকে রাখেন আফগান বোলাররা ।

সাউদহ্যাম্পটন, 24 জুন : হাফ সেঞ্চুরির পর বল হাতে পাঁচ উইকেট শাকিব আল হাসানের । তাঁর দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের উপর ভর করে আফগানিস্তানকে 62 রানে হারিয়ে দিল বাংলাদেশ । যে কারণে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 83 করেও মুশফিকুর রহিম পার্শ্বনায়ক । এই জয়ের ফলে বাংলাদেশের সেমিফাইনালের আশা এখনও জেগে রইল ।

ব্যাটসম্যান সাকিবের পরিচয় এ বিশ্বকাপে নিয়মিতই পাওয়া যাচ্ছে। আজও 51 করে ডেভিড ওয়ার্নারের মাথা থেকে শীর্ষ রান সংগ্রাহকের মুকুটটা আরও একবার পরে নিলেন নিজের মাথায় । পাশাপাশি প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে হাজার রানের গণ্ডি পার করলেন ।

একই ম্যাচে ফিফটি ও পাঁচ উইকেট এর আগে শুধুমাত্র ছিল যুবরাজ সিংয়ের । 2011 সালের বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে এই পারফরম্যান্স করেছিলেন তিনি । আজ সেই কীর্তি ছুঁলেন শাকিব ।

262 রানের লক্ষ্যে শুরুটা ভালোই করেছিল আফগানিস্তান । তবে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপের ম্যাচে শাকিবের পাঁচ উইকেটের সুবাদে ধস নামে আফগান ব্যাটিং অর্ডারে ।

তার আগে হ্যাম্পশায়ার বোলে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় আফগান ক্যাপ্টেন গুলবাদিন নাইব । শাকিবের 69 বলে 51 এবং মুশফিকুরের 87 বলে 83 রানের মূল্যবান ইনিংসের সৌজন্যে স্কোরবোর্ডে 250-র গণ্ডি পার হয় বাংলাদেশ । এখানেই আগের ম্যাচে ভারতীয় দলকে মাত্র 224 রানে বেঁধে রাখার পর নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশকে এদিন 262 রানে আটকে রাখেন আফগান বোলাররা ।


New Delhi, Jun 24 (ANI): Leader of Opposition in Rajya Sabha, Ghulam Nabi Azad raised a debate over violence against minorities and Dalits in 'New India' during Parliament Monsoon Session today. Amid uproar in Parliament, Azad said, "I request you to keep the 'new India' to yourself and give us our 'old India' where there was love, culture. Hindus used to feel the pain when Muslims and Dalits used to get hurt. When something used to get into eyes of Hindus, Muslims and Dalits used to shed tears for them." He further added, "In old India there was no hatred, anger or lynching. New India is one where humans are enemies of each other. You won't be scared of animals in a jungle but you'll be scared of humans in a colony. Give us India where Hindus, Muslims, Sikhs and Christians live for each other."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.