ETV Bharat / sports

ঝুলে ধোনির ভবিষ্যৎ, পিছিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ় সফরের দল নির্বাচন - west indies tour

ওয়েস্ট ইন্ডিজ় সফরের জন্য দল নির্বাচনের বৈঠক পিছিয়ে গেল । BCCI-এর নতুন সংবিধান অনুযায়ী বদল এসেছে বেশ কিছু নিয়মে । সেই নয়া নিয়ম কার্যকর করতেই দল ঘোষণার দিন পিছিয়ে দিল বোর্ডের দায়িত্বে থাকা কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর (COA) ।

ঝুলে ধোনির ভবিষ্যৎ, পিছিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ় সফরের দল নির্বাচন
author img

By

Published : Jul 19, 2019, 6:21 AM IST

মুম্বই, 19 জুলাই : পিছিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ় সফরের জন্য দল নির্বাচনের বৈঠক । আজ ওয়েস্ট ইন্ডিজ় সফরের জন্য দল বেছে নেওয়ার কথা ছিল নির্বাচক কমিটির । কিন্তু তা স্থগিত রাখা হল রবিবার পর্যন্ত । BCCI-এর নতুন সংবিধান অনুযায়ী বদল এসেছে বেশ কিছু নিয়মে । সেই নয়া নিয়ম কার্যকর করতেই দল ঘোষণার দিন পিছিয়ে দিল বোর্ডের দায়িত্বে থাকা কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর (COA) ।

নতুন নিয়ম অনুযায়ী, সেক্রেটারি অমিতাভ চৌধুরি নয়, নির্বাচক কমিটির চেয়ারম্যানের নেতৃত্বেই অনুষ্ঠিত হবে নির্বাচক কমিটির বৈঠক । অধিনায়ককেও উপস্থিত থাকতে হবে বৈঠকে । তাছাড়া ক্রিকেটারদের ফিটনেস রিপোর্টও শনিবার সন্ধের আগে এসে পৌঁছাবে না ।

ধোনির অবসর জল্পনা বা কোহলির বিশ্রাম, বেশ কিছু বিষয় নির্ভর করছে ওয়েস্ট ইন্ডিজ় সফরের দল ঘোষণার সঙ্গে । ওয়েস্ট ইন্ডিজ় সফরে ভারত তিনটি ওয়ানডে, তিনটি T-20 ও দু'টি টেস্ট ম্যাচ খেলবে । 3 অগাস্ট থেকে শুরু হবে এই সফর । পরের বছর অস্ট্রেলিয়ায় T-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে ধোনির বদলে ঋষভ পন্থকেও ক্যারিবিয়ান সফরে পাঠানো হতে পারে ।

আরও একটি বিষয় নিয়ে প্রশ্ন উঠছে, তা হল বিরাট কোহলির থাকা না থাকা । শোনা যাচ্ছিল বিরাটকে বিশ্রাম দেওয়া হবে । তবে পরিবর্তিত পরিস্থিতিতে সীমিত ওভারে দলের দায়িত্ব রোহিত শর্মার হাতে চলে যাওয়ার গুঞ্জনে হয়তো প্রথম থেকেই দলের সঙ্গে ক্যারিবিয়ান সফরে যাবেন কোহলি । তবে এই সব কিছুই স্পষ্ট হবে নির্বাচকদের দল ঘোষণার পর ।

মুম্বই, 19 জুলাই : পিছিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ় সফরের জন্য দল নির্বাচনের বৈঠক । আজ ওয়েস্ট ইন্ডিজ় সফরের জন্য দল বেছে নেওয়ার কথা ছিল নির্বাচক কমিটির । কিন্তু তা স্থগিত রাখা হল রবিবার পর্যন্ত । BCCI-এর নতুন সংবিধান অনুযায়ী বদল এসেছে বেশ কিছু নিয়মে । সেই নয়া নিয়ম কার্যকর করতেই দল ঘোষণার দিন পিছিয়ে দিল বোর্ডের দায়িত্বে থাকা কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর (COA) ।

নতুন নিয়ম অনুযায়ী, সেক্রেটারি অমিতাভ চৌধুরি নয়, নির্বাচক কমিটির চেয়ারম্যানের নেতৃত্বেই অনুষ্ঠিত হবে নির্বাচক কমিটির বৈঠক । অধিনায়ককেও উপস্থিত থাকতে হবে বৈঠকে । তাছাড়া ক্রিকেটারদের ফিটনেস রিপোর্টও শনিবার সন্ধের আগে এসে পৌঁছাবে না ।

ধোনির অবসর জল্পনা বা কোহলির বিশ্রাম, বেশ কিছু বিষয় নির্ভর করছে ওয়েস্ট ইন্ডিজ় সফরের দল ঘোষণার সঙ্গে । ওয়েস্ট ইন্ডিজ় সফরে ভারত তিনটি ওয়ানডে, তিনটি T-20 ও দু'টি টেস্ট ম্যাচ খেলবে । 3 অগাস্ট থেকে শুরু হবে এই সফর । পরের বছর অস্ট্রেলিয়ায় T-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে ধোনির বদলে ঋষভ পন্থকেও ক্যারিবিয়ান সফরে পাঠানো হতে পারে ।

আরও একটি বিষয় নিয়ে প্রশ্ন উঠছে, তা হল বিরাট কোহলির থাকা না থাকা । শোনা যাচ্ছিল বিরাটকে বিশ্রাম দেওয়া হবে । তবে পরিবর্তিত পরিস্থিতিতে সীমিত ওভারে দলের দায়িত্ব রোহিত শর্মার হাতে চলে যাওয়ার গুঞ্জনে হয়তো প্রথম থেকেই দলের সঙ্গে ক্যারিবিয়ান সফরে যাবেন কোহলি । তবে এই সব কিছুই স্পষ্ট হবে নির্বাচকদের দল ঘোষণার পর ।

Surat (Gujarat), Jul 19 (ANI): Fire broke out earlier today at 'Takshashila Arcade' in Surat's Sarthana where 22 students had died in a fire on its fourth floor on May 24. The fire broke out yesterday during demolition of the floor. It was soon brought under control. No injuries have been reported.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.