মুম্বই, 19 জুলাই : পিছিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ় সফরের জন্য দল নির্বাচনের বৈঠক । আজ ওয়েস্ট ইন্ডিজ় সফরের জন্য দল বেছে নেওয়ার কথা ছিল নির্বাচক কমিটির । কিন্তু তা স্থগিত রাখা হল রবিবার পর্যন্ত । BCCI-এর নতুন সংবিধান অনুযায়ী বদল এসেছে বেশ কিছু নিয়মে । সেই নয়া নিয়ম কার্যকর করতেই দল ঘোষণার দিন পিছিয়ে দিল বোর্ডের দায়িত্বে থাকা কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর (COA) ।
নতুন নিয়ম অনুযায়ী, সেক্রেটারি অমিতাভ চৌধুরি নয়, নির্বাচক কমিটির চেয়ারম্যানের নেতৃত্বেই অনুষ্ঠিত হবে নির্বাচক কমিটির বৈঠক । অধিনায়ককেও উপস্থিত থাকতে হবে বৈঠকে । তাছাড়া ক্রিকেটারদের ফিটনেস রিপোর্টও শনিবার সন্ধের আগে এসে পৌঁছাবে না ।
ধোনির অবসর জল্পনা বা কোহলির বিশ্রাম, বেশ কিছু বিষয় নির্ভর করছে ওয়েস্ট ইন্ডিজ় সফরের দল ঘোষণার সঙ্গে । ওয়েস্ট ইন্ডিজ় সফরে ভারত তিনটি ওয়ানডে, তিনটি T-20 ও দু'টি টেস্ট ম্যাচ খেলবে । 3 অগাস্ট থেকে শুরু হবে এই সফর । পরের বছর অস্ট্রেলিয়ায় T-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে ধোনির বদলে ঋষভ পন্থকেও ক্যারিবিয়ান সফরে পাঠানো হতে পারে ।
আরও একটি বিষয় নিয়ে প্রশ্ন উঠছে, তা হল বিরাট কোহলির থাকা না থাকা । শোনা যাচ্ছিল বিরাটকে বিশ্রাম দেওয়া হবে । তবে পরিবর্তিত পরিস্থিতিতে সীমিত ওভারে দলের দায়িত্ব রোহিত শর্মার হাতে চলে যাওয়ার গুঞ্জনে হয়তো প্রথম থেকেই দলের সঙ্গে ক্যারিবিয়ান সফরে যাবেন কোহলি । তবে এই সব কিছুই স্পষ্ট হবে নির্বাচকদের দল ঘোষণার পর ।