ETV Bharat / sports

পন্টিংয়ের কোচের ভূমিকায় সচিন

এবার কোচের ভূমিকায় সচিন রমেশ তেন্ডুলকর ৷ বুশ ফায়ার লিগে রিকি পন্টিং একাদশকে কোচিং করাবেন সচিন ৷ ওয়ার্ন একাদশের কোচের ভূমিকায় দেখা যাবে কোটর্নি ওয়ালশকে ৷

image
সচিন রমেশ তেন্ডুলকর
author img

By

Published : Jan 22, 2020, 9:19 PM IST

মুম্বই, 22 জানুযারি : ফের ক্রিকেট মাঠে সচিন রমেশ তেন্ডুলকর ৷ তবে ব্যাট হাতে আর দেখা যাবে না মাস্টার ব্লাস্টারকে ৷ ক্রিকেট মাঠে তিনি ফিরছেন কোচ হয়ে ৷ অস্ট্রেলিয়ার দাবানলের জন্য ত্রাণ সংগ্রহে বুশ ফায়ার ক্রিকেট লিগ আয়োজন করা হয়েছে ৷ সেই লিগেই রিকি পন্টিং একাদশের কোচের ভূমিকায় দেখা যাবে সচিনকে ৷

সচিন ছাড়াও কোচের ভূমিকায় দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটার কোর্টনি ওয়ালশকে ৷ শেন ওয়ার্ন একাদশকে কোচিং করাবেন তিনি ৷ পন্টিং ও ওয়ার্ন ছাড়াও আরও অনেক প্রাক্তন অজ়ি তারকাকে মাঠে দেখা যাবে ৷ জাস্টিন ল্যাঙ্গার, অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেট লি, শেন ওয়াটশন, মাইকেল ক্লার্করা খেলবেন এই লিগে ৷

তিন ম্যাচের লিগের প্রথম ম্যাচ হবে 8 ফ্রেব্রুয়ারি ৷ অস্ট্রেলিয়ার বহু খেলোয়াড় দাবানলের জন্য ত্রাণ সংগ্রহের উদ্যোগ নিয়েছেন ৷ অনেক প্রাক্তন ক্রিকেটার তাঁদের ট্রফি, জার্সি ইত্য়াদি সামগ্রী নিলামে তুলেছেন ৷

মুম্বই, 22 জানুযারি : ফের ক্রিকেট মাঠে সচিন রমেশ তেন্ডুলকর ৷ তবে ব্যাট হাতে আর দেখা যাবে না মাস্টার ব্লাস্টারকে ৷ ক্রিকেট মাঠে তিনি ফিরছেন কোচ হয়ে ৷ অস্ট্রেলিয়ার দাবানলের জন্য ত্রাণ সংগ্রহে বুশ ফায়ার ক্রিকেট লিগ আয়োজন করা হয়েছে ৷ সেই লিগেই রিকি পন্টিং একাদশের কোচের ভূমিকায় দেখা যাবে সচিনকে ৷

সচিন ছাড়াও কোচের ভূমিকায় দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটার কোর্টনি ওয়ালশকে ৷ শেন ওয়ার্ন একাদশকে কোচিং করাবেন তিনি ৷ পন্টিং ও ওয়ার্ন ছাড়াও আরও অনেক প্রাক্তন অজ়ি তারকাকে মাঠে দেখা যাবে ৷ জাস্টিন ল্যাঙ্গার, অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেট লি, শেন ওয়াটশন, মাইকেল ক্লার্করা খেলবেন এই লিগে ৷

তিন ম্যাচের লিগের প্রথম ম্যাচ হবে 8 ফ্রেব্রুয়ারি ৷ অস্ট্রেলিয়ার বহু খেলোয়াড় দাবানলের জন্য ত্রাণ সংগ্রহের উদ্যোগ নিয়েছেন ৷ অনেক প্রাক্তন ক্রিকেটার তাঁদের ট্রফি, জার্সি ইত্য়াদি সামগ্রী নিলামে তুলেছেন ৷

New Delhi, Jan 22 (ANI): A meeting was organised by disinvestment-bound Air India with travel agents to address issues and inform about positive impacts of privatization to travelers through agents. After the meeting, Air India Director (Commercial) Meenakshi Malik said that there is nothing to worry and Air India will change positively. "Air India will fly higher, better with this privatization. We met here so that we address the concerns of travel agents. There is nothing to worry, Air India will change positively," said Meenakshi Malik. Civil Aviation Minister had asked Air India to set up a committee of members from management to sort out privatization related issues.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.