দিল্লি, 21 জানুয়ারি : অল ইন্ডিয়া কাউন্সিল অফ স্পোর্টস (AICS) থেকে বাদ গেল সচিনের তেন্ডুলকরের নাম ৷ বাদ গেছে বিশ্বনাথন আনন্দের নামও ৷ কাউন্সিলের বৈঠকে তাঁরা নিয়মিত অংশগ্রহণ করতেন না বলেই বাদ দেওয়া হয়েছে এই দুই কিংবদন্তির নাম ৷ দেশে খেলার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলিতে উপদেষ্টা হিসেবে এই কাউন্সিলটি তৈরি করে বর্তমান সরকার ৷
2015 সালে তৎকালীন ক্রীড়ামন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের আমলে তৈরি হয়েছিল এই কাউন্সিল ৷ সচিন-বিশ্বনাথের বদলে নতুন সদস্য করা হয়েছে হরভজন সিং ও কৃষ্ণমাচারি শ্রীকান্থের মতো প্রাক্তন ক্রিকেটারদের ৷ তবে নাম নেই জাতীয় ব্যাডমিন্টন কোচ পুল্লেলা গোপিচাঁদ ও ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়ারও ৷
সূত্রের খবর, কাউন্সিলের বৈঠক নিয়মিতভাবে সময় না দেওয়াতেই বাদ পড়েছে সচিন ও বিশ্বনাথন আনন্দের নাম ৷ তবে টোকিয়ো অলিম্পিকের প্রস্তুতির জন্যই কাউন্সিল থেকে বাদ রাখা হয়ে থাকতে পারে গোপিচাঁদের নাম ৷ কাউন্সিলের এবারের নতুন সদস্যদের মধ্যে রয়েছেন লিম্বা রাম (তিরন্দাজি), পি টি উষা (অ্যাথলেটিকস), বাচেন্দ্রী পাল (পর্বতারোহী), দীপা মালিক (প্যারা অ্যাথলেট), অঞ্জলি ভাগওয়াত (শুটিং), রেনেডি সিং (ফুটবল) ও যোগেশ্বর দত্ত (কুস্তিবিদ) ৷