ETV Bharat / sports

স্পোর্টস কাউন্সিল থেকে বাদ সচিন - বিশ্বনাথন আনন্দ

বৈঠকে নিয়মিত সময় দিতেন না ৷ তাই বাদ পড়ল অল ইন্ডিয়া কাউন্সিল অফ স্পোর্টস থেকে বাদ দেওয়া হল সচিনের নাম ৷ নতুন সদস্য হিসেবে উঠে এসেছে হরভজন ও শ্রীকান্থের নাম ৷

AICS
ফাইল ছবি
author img

By

Published : Jan 21, 2020, 3:47 PM IST

দিল্লি, 21 জানুয়ারি : অল ইন্ডিয়া কাউন্সিল অফ স্পোর্টস (AICS) থেকে বাদ গেল সচিনের তেন্ডুলকরের নাম ৷ বাদ গেছে বিশ্বনাথন আনন্দের নামও ৷ কাউন্সিলের বৈঠকে তাঁরা নিয়মিত অংশগ্রহণ করতেন না বলেই বাদ দেওয়া হয়েছে এই দুই কিংবদন্তির নাম ৷ দেশে খেলার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলিতে উপদেষ্টা হিসেবে এই কাউন্সিলটি তৈরি করে বর্তমান সরকার ৷

2015 সালে তৎকালীন ক্রীড়ামন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের আমলে তৈরি হয়েছিল এই কাউন্সিল ৷ সচিন-বিশ্বনাথের বদলে নতুন সদস্য করা হয়েছে হরভজন সিং ও কৃষ্ণমাচারি শ্রীকান্থের মতো প্রাক্তন ক্রিকেটারদের ৷ তবে নাম নেই জাতীয় ব্যাডমিন্টন কোচ পুল্লেলা গোপিচাঁদ ও ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়ারও ৷

সূত্রের খবর, কাউন্সিলের বৈঠক নিয়মিতভাবে সময় না দেওয়াতেই বাদ পড়েছে সচিন ও বিশ্বনাথন আনন্দের নাম ৷ তবে টোকিয়ো অলিম্পিকের প্রস্তুতির জন্যই কাউন্সিল থেকে বাদ রাখা হয়ে থাকতে পারে গোপিচাঁদের নাম ৷ কাউন্সিলের এবারের নতুন সদস্যদের মধ্যে রয়েছেন লিম্বা রাম (তিরন্দাজি), পি টি উষা (অ্যাথলেটিকস), বাচেন্দ্রী পাল (পর্বতারোহী), দীপা মালিক (প্যারা অ্যাথলেট), অঞ্জলি ভাগওয়াত (শুটিং), রেনেডি সিং (ফুটবল) ও যোগেশ্বর দত্ত (কুস্তিবিদ) ৷

দিল্লি, 21 জানুয়ারি : অল ইন্ডিয়া কাউন্সিল অফ স্পোর্টস (AICS) থেকে বাদ গেল সচিনের তেন্ডুলকরের নাম ৷ বাদ গেছে বিশ্বনাথন আনন্দের নামও ৷ কাউন্সিলের বৈঠকে তাঁরা নিয়মিত অংশগ্রহণ করতেন না বলেই বাদ দেওয়া হয়েছে এই দুই কিংবদন্তির নাম ৷ দেশে খেলার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলিতে উপদেষ্টা হিসেবে এই কাউন্সিলটি তৈরি করে বর্তমান সরকার ৷

2015 সালে তৎকালীন ক্রীড়ামন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের আমলে তৈরি হয়েছিল এই কাউন্সিল ৷ সচিন-বিশ্বনাথের বদলে নতুন সদস্য করা হয়েছে হরভজন সিং ও কৃষ্ণমাচারি শ্রীকান্থের মতো প্রাক্তন ক্রিকেটারদের ৷ তবে নাম নেই জাতীয় ব্যাডমিন্টন কোচ পুল্লেলা গোপিচাঁদ ও ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়ারও ৷

সূত্রের খবর, কাউন্সিলের বৈঠক নিয়মিতভাবে সময় না দেওয়াতেই বাদ পড়েছে সচিন ও বিশ্বনাথন আনন্দের নাম ৷ তবে টোকিয়ো অলিম্পিকের প্রস্তুতির জন্যই কাউন্সিল থেকে বাদ রাখা হয়ে থাকতে পারে গোপিচাঁদের নাম ৷ কাউন্সিলের এবারের নতুন সদস্যদের মধ্যে রয়েছেন লিম্বা রাম (তিরন্দাজি), পি টি উষা (অ্যাথলেটিকস), বাচেন্দ্রী পাল (পর্বতারোহী), দীপা মালিক (প্যারা অ্যাথলেট), অঞ্জলি ভাগওয়াত (শুটিং), রেনেডি সিং (ফুটবল) ও যোগেশ্বর দত্ত (কুস্তিবিদ) ৷

New Delhi, Jan 21 (ANI): Speaking to ANI Brazil's Ambassador to India, Andre Aranha Correa do Lago informed that more than 15 agreements will be exchanged with government and institutions during President Jair Bolsonaro visit to India. "He is very excited to participate in the most important day of the year. It is the most prestigious invitation India can make. On Jan 25, there will be a series of high-level meetings. We'll exchange over 15 agreements with government and institutions. A plan of action will be launched by 2 leaders (President and PM Modi) for our strategic relationship which we want to make more dynamic," said Brazil Ambassador. Brazilian President Jair Bolsonaro has been invited as a chief guest on Republic Day 2020. He will be on a 4-day visit to India.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.