ETV Bharat / sports

শক্তিশালী দেশ গঠনে স্বচ্ছতা জরুরি, মনে করেন সচিন - কলকাতায় সচিন তেন্ডুলকর

কলকাতায় সচিন তেন্ডুলকর ৷ একটি বিমা কোম্পানি আয়োজিত ফুল ম্যারাথনে ফ্ল্যাগ অফ করতে কলকাতায় এসেছেন তিনি ৷

image
কলকাতায় সচিন
author img

By

Published : Feb 2, 2020, 10:07 AM IST

কলকাতা, 2 ফ্রেব্রুয়ারি : শক্তিশালী দেশ গড়তে স্বচ্ছতা জরুরি তা ফের মনে করিয়ে দিলেন সচিন তেন্ডুলকর । একটি বিমা কম্পানির উদ্যোগে আয়োজিত ফুল ম্যারাথনে ফ্ল্যাগ অফ করতে কলকাতায় এসেছেন মাস্টার ব্লাস্টার ।

সেখানে অংশগ্রহণকারীদের উৎসাহ দেওয়ার পাশাপাশি স্বচ্ছ সুন্দর পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেন মাস্টার ব্লাস্টার । কিংবদন্তি ক্রিকেটার রাজ্যসভার প্রাক্তন সাংসদ । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারতের অংশীদার হয়েছেন এর আগে । মাঠে নেমে হাতে কলমে স্বচ্ছ পরিবেশ গঠনে উদ্যোগ নিয়েছেন । এবার বর্তমান ও নতুন প্রজন্মকে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন ।

ফুল ম্যারাথনে কলকাতার মানুষের উৎসাহ দেখে খুশি ভারতরত্ন ক্রীড়াবিদ । সাত বছরের ক্ষুদের সঙ্গে ছিয়াশি বছরের বৃদ্ধের পা মেলানো এই ম্যারাথন ঘিরে কলকাতার সচেতনতা বৃদ্ধির লক্ষণ বলে মনে করেন । তাঁর মতে সুস্থ সবল শরীর দীর্ঘ জীবনের চাবিকাঠি । সেই কাজে এই শহরের প্রতিযোগী সংখ্যা বৃদ্ধিতে খুশি সচিন ।

কলকাতায় সচিন

কলকাতা, 2 ফ্রেব্রুয়ারি : শক্তিশালী দেশ গড়তে স্বচ্ছতা জরুরি তা ফের মনে করিয়ে দিলেন সচিন তেন্ডুলকর । একটি বিমা কম্পানির উদ্যোগে আয়োজিত ফুল ম্যারাথনে ফ্ল্যাগ অফ করতে কলকাতায় এসেছেন মাস্টার ব্লাস্টার ।

সেখানে অংশগ্রহণকারীদের উৎসাহ দেওয়ার পাশাপাশি স্বচ্ছ সুন্দর পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেন মাস্টার ব্লাস্টার । কিংবদন্তি ক্রিকেটার রাজ্যসভার প্রাক্তন সাংসদ । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারতের অংশীদার হয়েছেন এর আগে । মাঠে নেমে হাতে কলমে স্বচ্ছ পরিবেশ গঠনে উদ্যোগ নিয়েছেন । এবার বর্তমান ও নতুন প্রজন্মকে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন ।

ফুল ম্যারাথনে কলকাতার মানুষের উৎসাহ দেখে খুশি ভারতরত্ন ক্রীড়াবিদ । সাত বছরের ক্ষুদের সঙ্গে ছিয়াশি বছরের বৃদ্ধের পা মেলানো এই ম্যারাথন ঘিরে কলকাতার সচেতনতা বৃদ্ধির লক্ষণ বলে মনে করেন । তাঁর মতে সুস্থ সবল শরীর দীর্ঘ জীবনের চাবিকাঠি । সেই কাজে এই শহরের প্রতিযোগী সংখ্যা বৃদ্ধিতে খুশি সচিন ।

কলকাতায় সচিন
Intro:শক্তিশালী দেশ গড়তে স্বচ্ছতা জরুরি তা ফের মনে করিয়ে দিলেন শচিন তেন্ডুলকর।একটি বীমা কোম্পানির উদ্যোগে আয়োজিত ফুল ম্যারাথনে ফ্ল্যাগ অফ করতে কলকাতায় এসেছেন।সেখানে অংশগ্রহণ কারীদের উৎসাহ দেওয়ার পাশাপাশি স্বচ্ছ সুন্দর পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেন।কিংবদন্তি ক্রিকেটার রাজ্যসভার প্রাক্তন সাংসদ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারতের অংশীদার হয়েছেন এর আগে।মাঠে নেমে হাতে কলমে স্বচ্ছ পরিবেশ গঠনে উদ্যোগ নিয়েছেন।এবার বর্তমান ও নতুন প্রজন্মকে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন।
স্বচ্ছ পরিবেশ গড়ে তোলার পরামর্শের পাশে ফুল ম্যারাথনে কলকাতার মানুষের উৎসাহ দেখে খুশি ভারতরত্ন ক্রীড়াবিদ।সাত বছরের ক্ষুদের সঙ্গে ছিয়াশি বছরের বৃদ্ধের পা মেলানোকে ম্যারাথন ঘিরে কলকাতার সচেতনতা বৃদ্ধির লক্ষণ বলে মনে করেন। তার মতে সুস্থ সবল শরীর দীর্ঘ জীবনের চাবিকাঠি।সেই কাজে এই শহরের প্রতিযোগি সংখ্যা বৃদ্ধি তে খুশি।


Body:ভারত


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.