কলকাতা, 27 এপ্রিল : "কোনও বোলারকে আমি ভয় পাই না । ওরাই আমাকে ভয় পায়।" সাংবাদিক সম্মেলনে করা এক প্রশ্নের উত্তরে এই ভাবেই মারকুটে মেজাজে মুম্বই ইন্ডিয়ান্স বোলারদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়লেন আন্দ্রে রাসেল । কলকাতা নাইট রাইডার্সের হতশ্রী পারফরম্যান্সের মধ্যে ক্যারিবিয়ান অলরাউন্ডারের ব্যাটই একমাত্র রূপালি রেখা । মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে রাসেল বলেন, "আমি প্রথম বলে আউট হয়ে যেতে পারি । আবার প্রথম বলটা ছক্কা মারতে পারি । আউট হতে আমি ভয় পাই না । মালিঙ্গা, বুমরা ভালো বোলার । তবে ওরা যদি সামান্য এদিক ওদিক করে তাহলে আমি আমার কাজ শুরু করে দেব ।"
রাসেলের মারকুটে মনোভাব হওয়া সত্ত্বেও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরিচিত ঝাঁজটা নাইটদের প্র্যাকটিসে নজরে পরেনি । হাফ ডজন হারে নাইটদের প্লে অফে যাওয়ার সম্ভাবনা এখন কার্যত কোমায় চলে গেছে । অঙ্কের পারমুটেশন কম্বিনেশনে আশা বেঁচে রয়েছে । কিন্তু তাতে ভরসার জোরটা নেই । এমনিতেই মুম্বইয়ের বিরুদ্ধে নাইটদের পরিসংখ্যান আশাব্যঞ্জক নয় ।
রাসেল বলছেন তারা তৈরি। কিন্তু তারপর তাঁর যাবতীয় ইঙ্গিত দল পরিচালনা ও সঠিক সময়ে সঠিক পারফরম্যান্স না করতে পারার ঘাটতির দিকে । রাসেল মনে করেন ব্যাটসম্যানদের ব্যর্থতায় পরাজয় হচ্ছে এই মত ঠিক নয় । সঠিক সিদ্ধান্ত না পারার দৈন্যতাও হারের অন্যতম কারণ বলে মনে করেন । কোন সময়ে বোলারদের সঠিকভাবে ব্যবহার করতে হবে সেই সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়া হয়নি । রাসেলের এই মন্তব্য অধিনায়ক দীনেশ কার্তিক ও কোচ জ্যাক কালিসের পরিকল্পনার দৈন্যতার দিকে নির্দেশ করে ।
একইভাবে দলের বোলারদের কাঠগড়ায় তুলেছেন । তিনি বলেন, "বলা হচ্ছে ব্যাটসম্যানরা ভালো ব্যাট করতে ব্যর্থ । আমি তা মনে করি না। বোলাররা স্কোর বোর্ডে বড় রান পেয়েও তা রক্ষা করতে পারেনি ।" পাশাপাশি তিনি বলেন, "আমরা সবচেয়ে খারাপ ফিল্ডিংকারী দল । আমরা নিয়মিত ক্যাচ মিস করেছি । ফিল্ডিং প্র্যাকটিস আমরা ভালোভাবে করতে পারিনি । আগামী তিন ম্যাচ আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ।"
এদিকে ব্যাটিং অর্ডারে ওপরের দিকে নামা নিয়ে আগেও মুখ খুলেছিলেন রাসেল । এদিন জানিয়েছেন কোচ কালিসের সঙ্গে কথা হয়েছে । পরিস্থিতি অনুযায়ী তাঁকে নামানোর কথা হয়েছে ।