ETV Bharat / sports

এবার কোহলির হাতে উঠতে পারে IPL ট্রফি, মনে করছেন হগ - ব্র্যাড হগ

সংযুক্ত আরব আমিরশাহিতে হতে চলেছে এবারের IPL । আর এই মরশুমে খেতাব জেতার লড়াইয়ে রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোরকে এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ব্র্যাড হগ ।

IPL 2020
ফাইল ছবি
author img

By

Published : Jul 26, 2020, 8:08 PM IST

দিল্লি, 26 জুলাই : এবারের IPL-এর খেতাব জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে বিরাট কোহলির অধিনায়কত্বে থাকা রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোর । এমনই মনে করছেন প্রাক্তন অজ়ি স্পিনার ব্র্যাড হগ ।

IPL-এর চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল শুক্রবার জানিয়েছেন, এই মরশুমের IPL শুরু হবে 19 সেপ্টেম্বর । চলবে 8 নভেম্বর পর্যন্ত । ফ্র্যাঞ্চাইজ়িগুলিকে এই সংক্রান্ত বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে । বিশ্বের সবথেকে বেশি টাকা বিনিয়োগ করা হয় যে ক্রিকেট টুর্নামেন্টগুলিতে, তার মধ্যে একটি IPL । কিন্তু T-20 বিশ্বকাপের কারণে আটকে ছিল IPL । এবার IPL-এর আয়োজনের পথ সুগম হতেই উত্তেজনা বাড়তে শুর করেছে ক্রিকেট মহলে ।

IPL-এর আয়োজনের খবর সামনে আসার পর ব্র্যাড হগ তাঁর ইউটিউব চ্যানেলের মাধ্যমে ক্রিকেট ভক্তদের সঙ্গে কথা বলেন । পাশাপাশি এবারের IPL -এ কোন দু'টি দলের পাল্লা ভারী থাকবে সেই নিয়েও মুখ খোলেন তিনি ।

RCB-র IPL ভাগ্য নিয়ে তিনি বলেন, "এবারের IPL জেতার বড় সুযোগ রয়েছে ওদের । খাতায় কলমে ওদের দল বরাবরই ভালো থাকে । কিন্তু শেষ পর্যন্ত কোনওবারই জিততে পারেনি ওরা ।" তিনি আরও বলেন, "এখন টপ অর্ডারে (অ্যারন) ফিঞ্চ চলে আসায় পাওয়ার প্লেতে আরও শক্তি বাড়বে দলের । টপ অর্ডারে ঝোড়ো রান এলে মিডল অর্ডারে এ বি ডেভিলিয়ার্স ও বিরাট কোহলির উপর থেকে চাপ কিছুটা কমবে ।"

পাশাপাশি দলে ডেল স্টেইন ও কেন রিচার্ডসন থাকায় বোলিংয়ের দিকটাও বেশ শক্তিশালী । শেষ কয়েক বছরের তুলনায় এবছর দলে ভারসাম্যটা অনেকটাই বেশি রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোরের । মত ব্র্যাড হগের ।

আরও পড়ুন : 19 সেপ্টেম্বর শুরু IPL

RCB ছাড়াও গতবারের বিজয়ী দল মুম্বই ইন্ডিয়ান্সকেও খেতাব জেতার লড়াইয়ে এগিয়ে রাখছেন ব্র্যাড হগ । IPL-এর ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্যের হার সবথেকে বেশি । 12 টি মরশুমের মধ্যে 4 বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ।

মুম্বইয় শিবিরের অন্যতম সেরা অস্ত্র হার্দিক পান্ডিয়া । চোট সারিয়ে দলে ফিরে হার্দিক এবারের ম্যান অফ দা টুর্নামেন্টের দৌড়ে অনেকটাই এগিয়ে থাকবেন বলে মনে করছেন ব্র্যাড হগ ।

ব্র্যাড হগের কথায়, "মুম্বইয়ের ব্যাটিং অর্ডারের প্রথম চারজন খুবই ভালো । দলে ভালো অলরাউন্ডার রয়েছে । বোলিংয়েও বেশ শক্তি রয়েছে । জশপ্রীত বুমরা ও লাসিথ মালিঙ্গা, দু'জনেই নতুন বলের সঙ্গে ও ডেথ ওভারে সমান বিধ্বংসী । পাশাপাশি, অল রাউন্ডার হার্দিক পান্ডিয়াও থাকছেন দলে । চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রিকেটে ফিরছেন তিনি । কিছুদিনের মধ্যে তাঁর সন্তানও হবে । আমি মনে করি, এইসব বিষয়গুলি তাঁকে ম্যান অফ দা টুর্নামেন্টের দৌড়ে বাড়তি রসদ দেবে ।"

দিল্লি, 26 জুলাই : এবারের IPL-এর খেতাব জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে বিরাট কোহলির অধিনায়কত্বে থাকা রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোর । এমনই মনে করছেন প্রাক্তন অজ়ি স্পিনার ব্র্যাড হগ ।

IPL-এর চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল শুক্রবার জানিয়েছেন, এই মরশুমের IPL শুরু হবে 19 সেপ্টেম্বর । চলবে 8 নভেম্বর পর্যন্ত । ফ্র্যাঞ্চাইজ়িগুলিকে এই সংক্রান্ত বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে । বিশ্বের সবথেকে বেশি টাকা বিনিয়োগ করা হয় যে ক্রিকেট টুর্নামেন্টগুলিতে, তার মধ্যে একটি IPL । কিন্তু T-20 বিশ্বকাপের কারণে আটকে ছিল IPL । এবার IPL-এর আয়োজনের পথ সুগম হতেই উত্তেজনা বাড়তে শুর করেছে ক্রিকেট মহলে ।

IPL-এর আয়োজনের খবর সামনে আসার পর ব্র্যাড হগ তাঁর ইউটিউব চ্যানেলের মাধ্যমে ক্রিকেট ভক্তদের সঙ্গে কথা বলেন । পাশাপাশি এবারের IPL -এ কোন দু'টি দলের পাল্লা ভারী থাকবে সেই নিয়েও মুখ খোলেন তিনি ।

RCB-র IPL ভাগ্য নিয়ে তিনি বলেন, "এবারের IPL জেতার বড় সুযোগ রয়েছে ওদের । খাতায় কলমে ওদের দল বরাবরই ভালো থাকে । কিন্তু শেষ পর্যন্ত কোনওবারই জিততে পারেনি ওরা ।" তিনি আরও বলেন, "এখন টপ অর্ডারে (অ্যারন) ফিঞ্চ চলে আসায় পাওয়ার প্লেতে আরও শক্তি বাড়বে দলের । টপ অর্ডারে ঝোড়ো রান এলে মিডল অর্ডারে এ বি ডেভিলিয়ার্স ও বিরাট কোহলির উপর থেকে চাপ কিছুটা কমবে ।"

পাশাপাশি দলে ডেল স্টেইন ও কেন রিচার্ডসন থাকায় বোলিংয়ের দিকটাও বেশ শক্তিশালী । শেষ কয়েক বছরের তুলনায় এবছর দলে ভারসাম্যটা অনেকটাই বেশি রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোরের । মত ব্র্যাড হগের ।

আরও পড়ুন : 19 সেপ্টেম্বর শুরু IPL

RCB ছাড়াও গতবারের বিজয়ী দল মুম্বই ইন্ডিয়ান্সকেও খেতাব জেতার লড়াইয়ে এগিয়ে রাখছেন ব্র্যাড হগ । IPL-এর ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্যের হার সবথেকে বেশি । 12 টি মরশুমের মধ্যে 4 বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ।

মুম্বইয় শিবিরের অন্যতম সেরা অস্ত্র হার্দিক পান্ডিয়া । চোট সারিয়ে দলে ফিরে হার্দিক এবারের ম্যান অফ দা টুর্নামেন্টের দৌড়ে অনেকটাই এগিয়ে থাকবেন বলে মনে করছেন ব্র্যাড হগ ।

ব্র্যাড হগের কথায়, "মুম্বইয়ের ব্যাটিং অর্ডারের প্রথম চারজন খুবই ভালো । দলে ভালো অলরাউন্ডার রয়েছে । বোলিংয়েও বেশ শক্তি রয়েছে । জশপ্রীত বুমরা ও লাসিথ মালিঙ্গা, দু'জনেই নতুন বলের সঙ্গে ও ডেথ ওভারে সমান বিধ্বংসী । পাশাপাশি, অল রাউন্ডার হার্দিক পান্ডিয়াও থাকছেন দলে । চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রিকেটে ফিরছেন তিনি । কিছুদিনের মধ্যে তাঁর সন্তানও হবে । আমি মনে করি, এইসব বিষয়গুলি তাঁকে ম্যান অফ দা টুর্নামেন্টের দৌড়ে বাড়তি রসদ দেবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.