ETV Bharat / sports

লকডাউনে ইনস্টাগ্রামে অর্থ উপার্জনের শীর্ষে রোনাল্ডো, ছয়ে কোহলি - নেইমার জুনিয়র

লকডাউনে ইনস্টাগ্রাম থেকে উপার্জনের নিরিখে রোনাল্ডোদের সঙ্গে প্রথম দশে জায়গা করে নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি আছেন 6 নম্বর স্থানে।

Image
Ronaldo and kohli
author img

By

Published : Jun 6, 2020, 1:39 AM IST

দিল্লি, 5 জুন: কোরোনা ভাইরাসের জেরে লকডাউন । আর এই লকডাউনে ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে ইনস্টাগ্রাম থেকে সর্বাধিক টাকা উপার্জন করলেন জুভেন্তাস ও পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই লকডাউনে ইনস্টাগ্রাম থেকে রোনাল্ডো উপার্জন করেছেন প্রায় 1. 8 মিলিয়ন পাউন্ড।

প্রথম দশের তালিকায় একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি আছেন 6 নম্বর স্থানে।

12 মার্চ থেকে 14 মে পর্যন্ত এই তথ্যগুলি সংগ্রহ পড়েছে একটি ম্যানেজমেন্ট সংস্থা। সেখানে কোহলিকে বিশ্বজুড়ে একজন বহুল পরিচিত ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ছ নম্বর স্থানে কোহলির উপার্জিত অর্থের পরিমাণ 3,79,294 পাউন্ড । লকডাউনে কোহলি তিনটি পোস্ট শেয়ার করেছিলেন। অর্থাৎ প্রতিটি পোস্টে তিনি 1,26,431 পাউন্ড করে উপার্জন করেছেন।

প্রথম স্থানে রোনাল্ডো থাকলেও দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে লিওনেল মেসি ও নেইমার । লকডাউনে বার্সেলোনার আর্জেন্টাইন তারকা উপার্জন করেছেন 1.2 মিলিয়ন পাউন্ড। অন্যদিকে ব্রাজিলীয় তারকা নেইমার জুনিয়র এর উপার্জন 1.1 মিলিয়ন পাউন্ড।

দিল্লি, 5 জুন: কোরোনা ভাইরাসের জেরে লকডাউন । আর এই লকডাউনে ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে ইনস্টাগ্রাম থেকে সর্বাধিক টাকা উপার্জন করলেন জুভেন্তাস ও পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই লকডাউনে ইনস্টাগ্রাম থেকে রোনাল্ডো উপার্জন করেছেন প্রায় 1. 8 মিলিয়ন পাউন্ড।

প্রথম দশের তালিকায় একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি আছেন 6 নম্বর স্থানে।

12 মার্চ থেকে 14 মে পর্যন্ত এই তথ্যগুলি সংগ্রহ পড়েছে একটি ম্যানেজমেন্ট সংস্থা। সেখানে কোহলিকে বিশ্বজুড়ে একজন বহুল পরিচিত ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ছ নম্বর স্থানে কোহলির উপার্জিত অর্থের পরিমাণ 3,79,294 পাউন্ড । লকডাউনে কোহলি তিনটি পোস্ট শেয়ার করেছিলেন। অর্থাৎ প্রতিটি পোস্টে তিনি 1,26,431 পাউন্ড করে উপার্জন করেছেন।

প্রথম স্থানে রোনাল্ডো থাকলেও দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে লিওনেল মেসি ও নেইমার । লকডাউনে বার্সেলোনার আর্জেন্টাইন তারকা উপার্জন করেছেন 1.2 মিলিয়ন পাউন্ড। অন্যদিকে ব্রাজিলীয় তারকা নেইমার জুনিয়র এর উপার্জন 1.1 মিলিয়ন পাউন্ড।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.