ETV Bharat / sports

MI-এর নেট কাঁপাচ্ছেন অস্ট্রেলিয়া সফর থেকে বাদ পড়া রোহিত, ধন্দে সমর্থকরা - Rohit Sharma's injury

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে গত দু'টি ম্যাচে খেলতে পারেননি রোহিত শর্মা ।

MI-এর নেট কাঁপাচ্ছেন অস্ট্রেলিয়া সফর থেকে বাদ পড়া রোহিত, দ্বিধায় সমর্থকরা
MI-এর নেট কাঁপাচ্ছেন অস্ট্রেলিয়া সফর থেকে বাদ পড়া রোহিত, দ্বিধায় সমর্থকরা
author img

By

Published : Oct 27, 2020, 11:18 AM IST

আবু ধাবি, 27 অক্টোবর : অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল ঘোষণা হতেই চমকে গেছিল ক্রিকেট সমর্থক থেকে বিশেষজ্ঞরা । কারণ টেস্ট, ওয়ানডে বা টি-20 -কোনও দলেই ছিল না রোহিত শর্মার নাম । বোর্ডের জাতীয় নির্বাচক কমিটি জানায়, চোটের কারণে হিটম্যানকে দলে রাখা হয়নি । তাঁর চোট পর্যবেক্ষণে রাখছে বোর্ডের মেডিকেল টিম । কিন্তু সেদিন রাতেই মুম্বই ইন্ডিয়ান্সের অনুশীলনে দেখা গেছে রোহিতকে । ফলে জাতীয় দল থেকে রোহিত শর্মার বাদ পড়ার কারণ ভেবে দিশেহারা অনুরাগীরা ।

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে গত দু'টি ম্যাচে খেলতে পারেননি রোহিত শর্মা । তাঁর অনুপস্থিতিতে রাজস্থান রয়্যালসের কাছে 8 উইকেটে হেরেছে পল্টনরা । আগামীকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে জিতলেই প্লে অফে পা রাখবে দলটি । তার আগে চোট সারিয়ে রোহিতের দলে ফেরার ইঙ্গিত পায় সমর্থকরা । নেটে অধিনায়ক রোহিত শর্মার অনুশীলনের ছবি পোস্ট করা হয় মুম্বই ইন্ডিয়ান্সের টুইটার ও ইনস্টাগ্রাম পেজে । পোস্টের ক্যাপশনে লেখা হয়, "আমরা এই দৃশ্য দেখতে ভালোবাসি । ট্রেনিংয়ে নেমে পড়লেন হিটম্যান ।" এছাড়া রোহিতের ট্রেনিংয়ের 45 সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে । দেখা যাচ্ছে, বোলারদের বল এক এক করে সীমানার বাইরে ফেলছেন হিটম্যান । তাঁকে দেখে একবারও মনে হয়নি খুব একটা অস্বাচ্ছন্দ অনুভব করছেন ।

অথচ সেদিনই চোটের কারণে রোহিতকে বাদ দিয়ে অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করেন জাতীয় নির্বাচকরা । তাঁর অনুপস্থিতিতে টি-20 ও ওয়ানডে টিমে সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন লোকেশ রাহুল । তবে ভারতীয় বোর্ড ও মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ রোহিতের চোট নিয়ে দু'রকম কথা বলায় ধন্দে পড়ে গেছে হিটম্যান অনুরাগীরা । রোহিত শর্মা কেন জাতীয় দল থেকে বাদ পড়লেন, জানতে চাইছে তারা ।

তবে রোহিতের চোট পর্যবেক্ষণে রেখেছে বোর্ডের মেডিকেল টিম । চোট সারিয়ে ফের IPL খেললে রোহিতকে দলে ফেরানোর চিন্তাভাবনা হয়ত করতে পারে বোর্ডের নির্বাচকমণ্ডলী ।

আবু ধাবি, 27 অক্টোবর : অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল ঘোষণা হতেই চমকে গেছিল ক্রিকেট সমর্থক থেকে বিশেষজ্ঞরা । কারণ টেস্ট, ওয়ানডে বা টি-20 -কোনও দলেই ছিল না রোহিত শর্মার নাম । বোর্ডের জাতীয় নির্বাচক কমিটি জানায়, চোটের কারণে হিটম্যানকে দলে রাখা হয়নি । তাঁর চোট পর্যবেক্ষণে রাখছে বোর্ডের মেডিকেল টিম । কিন্তু সেদিন রাতেই মুম্বই ইন্ডিয়ান্সের অনুশীলনে দেখা গেছে রোহিতকে । ফলে জাতীয় দল থেকে রোহিত শর্মার বাদ পড়ার কারণ ভেবে দিশেহারা অনুরাগীরা ।

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে গত দু'টি ম্যাচে খেলতে পারেননি রোহিত শর্মা । তাঁর অনুপস্থিতিতে রাজস্থান রয়্যালসের কাছে 8 উইকেটে হেরেছে পল্টনরা । আগামীকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে জিতলেই প্লে অফে পা রাখবে দলটি । তার আগে চোট সারিয়ে রোহিতের দলে ফেরার ইঙ্গিত পায় সমর্থকরা । নেটে অধিনায়ক রোহিত শর্মার অনুশীলনের ছবি পোস্ট করা হয় মুম্বই ইন্ডিয়ান্সের টুইটার ও ইনস্টাগ্রাম পেজে । পোস্টের ক্যাপশনে লেখা হয়, "আমরা এই দৃশ্য দেখতে ভালোবাসি । ট্রেনিংয়ে নেমে পড়লেন হিটম্যান ।" এছাড়া রোহিতের ট্রেনিংয়ের 45 সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে । দেখা যাচ্ছে, বোলারদের বল এক এক করে সীমানার বাইরে ফেলছেন হিটম্যান । তাঁকে দেখে একবারও মনে হয়নি খুব একটা অস্বাচ্ছন্দ অনুভব করছেন ।

অথচ সেদিনই চোটের কারণে রোহিতকে বাদ দিয়ে অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করেন জাতীয় নির্বাচকরা । তাঁর অনুপস্থিতিতে টি-20 ও ওয়ানডে টিমে সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন লোকেশ রাহুল । তবে ভারতীয় বোর্ড ও মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ রোহিতের চোট নিয়ে দু'রকম কথা বলায় ধন্দে পড়ে গেছে হিটম্যান অনুরাগীরা । রোহিত শর্মা কেন জাতীয় দল থেকে বাদ পড়লেন, জানতে চাইছে তারা ।

তবে রোহিতের চোট পর্যবেক্ষণে রেখেছে বোর্ডের মেডিকেল টিম । চোট সারিয়ে ফের IPL খেললে রোহিতকে দলে ফেরানোর চিন্তাভাবনা হয়ত করতে পারে বোর্ডের নির্বাচকমণ্ডলী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.