দুবাই, 31 অক্টোবর : হ্যামস্ট্রিং চোটের জন্য আসন্ন অস্ট্রেলিয়া সফরে দলে জায়গা হয়নি রোহিত শর্মার ৷ তবে রবিবার আরও একবার রোহিতের চোটের পরীক্ষা করা করবে BCCI-এর মেডিকেল দল ৷ দেখা হবে 27 নভেম্বর থেকে শুরু হওয়া ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ়ে খেলতে পারবেন কি না ৷
BCCI-এর এক কার্যনির্বাহী কর্তা রোহিত শর্মার মেডিকেল পরীক্ষার কথা নিশ্চিত করেছেন ৷ তার শারীরিক অবস্থার উপর নজর রাখা হবে ৷ আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য বিবেচিত হবেন কি না সেটা বোঝা যাবে এই মেডিকেল পরীক্ষার পর ৷
ওই BCCI কর্তা বলেন, ‘‘ কাল রোহিতের পরীক্ষা করা হবে ৷ দেখা হবে অস্ট্রেলিয়া সফরে খেলার জন্য যোগ্য কি না ৷ যেহেতু চোটটি হ্যামস্ট্রিংয়ে, তাই সবথেকে বড় চ্যালেঞ্জ লাফানোর ক্ষেত্রে ৷ তাই তাঁর শারীরিক অবস্থার দিকে বিশেষ নজর দেওয়া হবে, দেখা হবে রোহিত পুরোপুরি সুস্থ নাকি আরও খানিকটা সময় লাগবে ৷’’
তিনি আরও বলেন, ‘‘ যদি তোমার হ্যামস্ট্রিং চোট থাকে এবং সেটা গ্রেড II না হয়, তাহলে তোমার স্বাভাবিক হাঁটা চলায় ও সাধারণ শট খেলতে সমস্যা হবে না ৷ কিন্তু লাফানোর সময় সমস্যা হবে ৷ উদাহরণ স্বরূপ বলা যায় রান নেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে ৷"
কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ডবল সুপার ওভারের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত ৷ তারপর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে শেষ চারটি ম্যাচে মাঠে নামেননি ৷ দলের নেতৃত্ব সামলাচ্ছেন কাইরন পোলার্ড ৷