ETV Bharat / sports

হিটম্যানকে সমস্যায় ফেলেছেন বিশ্বের এই চার বোলার

এক, দুজন নয় এমন চারজন বোলার রয়েছে যাঁদের মোকাবিলা করতে ভয় পান হিটম্যান ।

Rohit
Rohit
author img

By

Published : May 3, 2020, 5:54 PM IST

মুম্বই, 3 মে: ব্যাট হাতে তাঁর চোখ ধাঁধানো পারফরম্যান্সের জন্য হিটম্যান তকমা পেয়েছেন । ওয়ান ডে ফরম্যাটে তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে তিনটি দ্বিশতরান । কিন্তু জানেন কি বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা কাকে খেলতে বেশি সমস্যায় পড়েন । এক, দুজন নয় এমন চারজন বোলার রয়েছে যাঁদের মোকাবিলা করতে ভয় পান হিটম্যান । ইনস্টাগ্রাম লাইভ সেশনে নিজেই সেকথা ফাঁস করেছেন রোহিত । তার মধ্যে দুজন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ।

রোহিত প্রথমেই উল্লেখ করেছেন ব্রেট লি-র কথা । অজ়ি পেসারের কেরিয়ার মধ্যগগনে । বিশ্বের দ্রুততম বোলারকে সামনে দেখলে তাবড় তাবড় ব্যাটসম্যানের ঘুম উড়ে যেত । আর রোহিত সেখানে সবে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন । তারপরই প্রোটিয়া ফাস্ট বোলার ডেল স্টেইনের কথা বলেছেন রোহিত । ভারতীয় দলের ওপেনিং ব্যাটসম্যানের কথায়, "আমার কেরিয়ারের প্রথমদিকে ব্রেট লি তখন বিশ্বের দ্রুততম বোলার । ওয়ান ডে ক্রিকেটে আমার ডেবিউ ম্যাচে বিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা । ডেল স্টেইনের গতির সামনে নিজেকে অসহায় মনে হত । লি এবং স্টেইন আমার পছন্দের ক্রিকেটার ছিলেন । কিন্তু তাঁদের সামলাতে ভীষণ সমস্যা হয়েছে ।"

তালিকায় বর্তমান ক্রিকেট বিশ্বের দুজন বোলারও রয়েছেন । তার মধ্যে একজন হলেন ডেল স্টেইনের উত্তরসূরী কাগিসো রাবাদা । অন্যজন হলেন অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড । হ্যাজেলউডের নিয়ন্ত্রিত বোলিং হিটম্যানকে সমস্যায় ফেলে দেয় ।

মুম্বই, 3 মে: ব্যাট হাতে তাঁর চোখ ধাঁধানো পারফরম্যান্সের জন্য হিটম্যান তকমা পেয়েছেন । ওয়ান ডে ফরম্যাটে তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে তিনটি দ্বিশতরান । কিন্তু জানেন কি বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা কাকে খেলতে বেশি সমস্যায় পড়েন । এক, দুজন নয় এমন চারজন বোলার রয়েছে যাঁদের মোকাবিলা করতে ভয় পান হিটম্যান । ইনস্টাগ্রাম লাইভ সেশনে নিজেই সেকথা ফাঁস করেছেন রোহিত । তার মধ্যে দুজন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ।

রোহিত প্রথমেই উল্লেখ করেছেন ব্রেট লি-র কথা । অজ়ি পেসারের কেরিয়ার মধ্যগগনে । বিশ্বের দ্রুততম বোলারকে সামনে দেখলে তাবড় তাবড় ব্যাটসম্যানের ঘুম উড়ে যেত । আর রোহিত সেখানে সবে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন । তারপরই প্রোটিয়া ফাস্ট বোলার ডেল স্টেইনের কথা বলেছেন রোহিত । ভারতীয় দলের ওপেনিং ব্যাটসম্যানের কথায়, "আমার কেরিয়ারের প্রথমদিকে ব্রেট লি তখন বিশ্বের দ্রুততম বোলার । ওয়ান ডে ক্রিকেটে আমার ডেবিউ ম্যাচে বিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা । ডেল স্টেইনের গতির সামনে নিজেকে অসহায় মনে হত । লি এবং স্টেইন আমার পছন্দের ক্রিকেটার ছিলেন । কিন্তু তাঁদের সামলাতে ভীষণ সমস্যা হয়েছে ।"

তালিকায় বর্তমান ক্রিকেট বিশ্বের দুজন বোলারও রয়েছেন । তার মধ্যে একজন হলেন ডেল স্টেইনের উত্তরসূরী কাগিসো রাবাদা । অন্যজন হলেন অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড । হ্যাজেলউডের নিয়ন্ত্রিত বোলিং হিটম্যানকে সমস্যায় ফেলে দেয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.