দুবাই, 28 ফেব্রুয়ারি : ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ভালো পারফরম্যান্সের সুফল পেলেন রোহিত শর্মা ৷ আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আট নম্বরে উঠে এলেন হিটম্যান ৷ ছাড়িয়ে গেলেন টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পূজারাকেও ৷ এখনও পর্যন্ত এটাই রোহিতের কেরিয়ারের সেরা টেস্ট র্যাঙ্কিং ৷
ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সাদা জার্সিতে ফর্মে রয়েছেন হিটম্যান ৷ চেন্নাইয়ে জো রুটদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে 161 রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন ৷ আহমেদাবাদে দিন-রাতের টেস্টে প্রথম ইনিংসে অর্ধশতরান হাঁকান তিনি ৷ দ্বিতীয় ইনিংসে অপরাজিত 25 রান ৷ ঘরের মাঠে এই পারফরম্যান্সের পুরস্কার পেলেন ৷ আইসিসি ক্রমতালিকায় একলাফে ছয়ধাপ পার করে আট নম্বরে উঠে এলেন রোহিত ৷ তাঁর পয়েন্ট 742 ৷ তবে অতীতেও টেস্ট ব্যাটসম্যানদের ক্রমতালিকায় প্রথম দশে পা রেখেছিলেন রোহিত ৷ 2019 সালের অক্টোবরে 722 পয়েন্ট নিয়ে দশনম্বরে উঠে এসেছিলেন ৷
-
India opener Rohit Sharma storms into the top 10 to a career-best eighth position in the latest @MRFWorldwide ICC Test Player Rankings for batting 💥
— ICC (@ICC) February 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Full list: https://t.co/AIR0KN4yY5 pic.twitter.com/Hqb9uTWnzJ
">India opener Rohit Sharma storms into the top 10 to a career-best eighth position in the latest @MRFWorldwide ICC Test Player Rankings for batting 💥
— ICC (@ICC) February 28, 2021
Full list: https://t.co/AIR0KN4yY5 pic.twitter.com/Hqb9uTWnzJIndia opener Rohit Sharma storms into the top 10 to a career-best eighth position in the latest @MRFWorldwide ICC Test Player Rankings for batting 💥
— ICC (@ICC) February 28, 2021
Full list: https://t.co/AIR0KN4yY5 pic.twitter.com/Hqb9uTWnzJ
আরও পড়ুন : ব্য়ক্তিগত কারণে চতুর্থ টেস্টে নেই বুমরা
বর্তমানে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের ক্রমতালিকায় প্রথম দশে রয়েছেন তিন ভারতীয় ৷ 836 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি ৷ 708 পয়েন্ট নিয়ে দশ নম্বরে স্থান হয়েছে চেতেশ্বর পূজারার ৷ র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে রবিচন্দ্রন অশ্বিনেরও ৷ আহমেদাবাদে টেস্ট কেরিয়ারে 400 উইকেট পূর্ণ করেছেন অশ্বিন ৷ এই কীর্তি গড়ার পাশাপাশি আইসিসি বোলারদের ক্রমতালিকায় প্রথম তিনে উঠে এলেন তামিলনাড়ুর অফস্পিনার ৷ চার ধাপ উপরে উঠে 823 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন অশ্বিন ৷
-
🔸 Ashwin breaks into top three
— ICC (@ICC) February 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
🔸 Anderson slips to No.6
🔸 Broad, Bumrah move down one spot
The latest @MRFWorldwide ICC Test Player Rankings for bowling: https://t.co/AIR0KNm9PD pic.twitter.com/FssvpYiLcx
">🔸 Ashwin breaks into top three
— ICC (@ICC) February 28, 2021
🔸 Anderson slips to No.6
🔸 Broad, Bumrah move down one spot
The latest @MRFWorldwide ICC Test Player Rankings for bowling: https://t.co/AIR0KNm9PD pic.twitter.com/FssvpYiLcx🔸 Ashwin breaks into top three
— ICC (@ICC) February 28, 2021
🔸 Anderson slips to No.6
🔸 Broad, Bumrah move down one spot
The latest @MRFWorldwide ICC Test Player Rankings for bowling: https://t.co/AIR0KNm9PD pic.twitter.com/FssvpYiLcx
দিন রাতের টেস্টে সর্বোচ্চ 11টি উইকেট নিয়েছেন বাঁ হাতি অলরাউন্ডার অক্ষর পটেল ৷ টেস্ট ক্রমতালিকায় উন্নতি হয়েছে তাঁরও ৷ বর্তমানে বোলারদের তালিকায় 38 নম্বরে রয়েছেন অক্ষর ৷ 746 পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছেন জসপ্রীত বুমরা ৷