ETV Bharat / sports

পঞ্চম শতরান রোহিতের, ছুঁলেন সচিনকে - world cup

প্রথম ব্যাটসম্যান হিসেবে একটি বিশ্বকাপে 5টি সেঞ্চুরির মালিক হলেন তিনি ।

রোহিত
author img

By

Published : Jul 6, 2019, 10:04 PM IST

লিডস, 6 জুলাই : বিশ্বকাপে 6টি সেঞ্চুরি করতে সচিনের লেগেছিল 44 ম্যাচ । সেই মাইস্টোনকে মাত্র 17টি ম্যাচেই ছুঁলেন রোহিত শর্মা । পাশাপাশি একই বিশ্বকাপে 5টি শতরানের অনন্য এবং অনবদ্য নজির গড়লেন হিটম্যান । লিডসে শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করে তিনি 2019 ক্রিকেট বিশ্বকাপের পঞ্চম শতরানটি করলেন । পাশাপাশি প্রথম ব্যাটসম্যান হিসেবে একটি বিশ্বকাপে 5টি সেঞ্চুরির মালিক হলেন তিনি ।

তাছাড়াও আজ বিশ্বকাপের অন্য একটি রেকর্ডও নিজের নামে করেন হিটম্যান । আগের দিন এক ভারতীয়ের রেকর্ড ভেঙেছিলেন শাকিব আল হাসান । ঠিক পরের দিনই শাকিবের কাছ থেকে সেই রেকর্ড পুনরুদ্ধার করলেন আর এক ভারতীয় । বিশ্বকাপের লিগ পর্বে সব থেকে বেশি রান করার রেকর্ড ছিল কিংবদন্তি সচিন তেন্ডুলকরের নামে । 2003 বিশ্বকাপের গ্রুপ লিগে 586 রান করেছিলেন সচিন ।

পাকিস্তানের বিরুদ্ধে চলতি বিশ্বকাপে নিজেদের শেষ লিগ ম্যাচে বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান টপকে যান সচিনকে । সরফরাজ়দের বিরুদ্ধে 64 রানের ইনিংস খেলার পর এবারের বিশ্বকাপে সাকিবের ব্যক্তিগত সংগ্রহ দাঁড়ায় 606 রান । তবে আজকের ম্যাচে সেঞ্চুরি করে তাঁকে টপকে গেলেন রোহিত ।

লিডস, 6 জুলাই : বিশ্বকাপে 6টি সেঞ্চুরি করতে সচিনের লেগেছিল 44 ম্যাচ । সেই মাইস্টোনকে মাত্র 17টি ম্যাচেই ছুঁলেন রোহিত শর্মা । পাশাপাশি একই বিশ্বকাপে 5টি শতরানের অনন্য এবং অনবদ্য নজির গড়লেন হিটম্যান । লিডসে শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করে তিনি 2019 ক্রিকেট বিশ্বকাপের পঞ্চম শতরানটি করলেন । পাশাপাশি প্রথম ব্যাটসম্যান হিসেবে একটি বিশ্বকাপে 5টি সেঞ্চুরির মালিক হলেন তিনি ।

তাছাড়াও আজ বিশ্বকাপের অন্য একটি রেকর্ডও নিজের নামে করেন হিটম্যান । আগের দিন এক ভারতীয়ের রেকর্ড ভেঙেছিলেন শাকিব আল হাসান । ঠিক পরের দিনই শাকিবের কাছ থেকে সেই রেকর্ড পুনরুদ্ধার করলেন আর এক ভারতীয় । বিশ্বকাপের লিগ পর্বে সব থেকে বেশি রান করার রেকর্ড ছিল কিংবদন্তি সচিন তেন্ডুলকরের নামে । 2003 বিশ্বকাপের গ্রুপ লিগে 586 রান করেছিলেন সচিন ।

পাকিস্তানের বিরুদ্ধে চলতি বিশ্বকাপে নিজেদের শেষ লিগ ম্যাচে বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান টপকে যান সচিনকে । সরফরাজ়দের বিরুদ্ধে 64 রানের ইনিংস খেলার পর এবারের বিশ্বকাপে সাকিবের ব্যক্তিগত সংগ্রহ দাঁড়ায় 606 রান । তবে আজকের ম্যাচে সেঞ্চুরি করে তাঁকে টপকে গেলেন রোহিত ।

Jaipur (Rajasthan), July 5 (ANI): Union Defence Minister Rajnath Singh on Saturday shared his views on United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO) declared Jaipur as World Heritage site. Hailing the decision he termed it a 'big achievement' and congratulated the countrymen, especially, the people of Rajasthan. "It's a big achievement, I want to congratulate the people of Rajasthan, and the entire country," said Singh. Earlier in the day, UNESCO had announced that 'Pink City' Jaipur has made it to the list of World Heritage site.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.