বেঙ্গালুরু, 19 জানুয়ারি : চিন্নাস্বামী স্টেডিয়ামে রেকর্ড রোহিত শর্মা ৷ একদিনের আন্তর্জাতিক ম্যাচে 9000 রান পূর্ণ করলেন ভারতের হিটম্যান ৷ ভারতের দ্বিতীয় ও বিশ্বের তৃতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসাবে 9000 রান পূর্ণ করলেন রোহিত ৷ বেঙ্গালুরুতে অজ়িদের বিরুদ্ধে চার রান করার সঙ্গে সঙ্গেই এই রেকর্ড স্পর্শ করলেন তিনি ৷ ভারতের সপ্তম ব্যাটসম্যান হিসাবে একদিনের আন্তর্জাতিক ম্যাচে 9000 রান করলেন ৷
এই মাইলস্টোনে পৌঁছাতে রোহিত নিলেন 217টি ইনিংস ৷ তিনি ভাঙলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড ৷ ওয়ান ডেতে 9000 পূর্ণ করতে সৌরভ নিয়েছিলেন 228টি ইনিংস ৷ রোহিতের আগে আছেন বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ তিনি বর্তমানে বিশ্বেরও দ্রুততম ব্যাটসম্যান হিসাবে একদিনের ম্যাচে 9000 পূর্ণ করেছেন ৷ বিরাট এই কৃতিত্ব অর্জন করেছেন 194টি ইনিংসে ৷
বিশ্বের তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে এই কৃতিত্ব করলেন রোহিত ৷ দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স ৷ তাঁর লেগেছিল 205টি ইনিংস ৷ 9000 রান করতে সচিন তেন্ডুলকরের লেগেছিল 235টি ইনিংস ৷ আর ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ব্যাটসম্যান ব্রায়ান লারার লেগেছিল 239টি ইনিংস ৷