ETV Bharat / sports

ন'হাজারি ক্লাবে রোহিত, সচিন-সৌরভকে পিছনে ফেলে বিরাটের পরই হিটম্যান - সচিন-সৌরভকে পিছনে ফেলে বিরাটের পরই হিটম্যান

বেঙ্গালুরুতে নতুন রেকর্ড রোহিতের ৷ 9000 ক্লাবের সদস্য হলেন রোহিত শর্মা ৷ বিশ্বের তৃতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসাবে এই কৃতিত্ব করলেন ৷

image
রোহিত শর্মা
author img

By

Published : Jan 19, 2020, 5:47 PM IST

Updated : Jan 19, 2020, 7:28 PM IST

বেঙ্গালুরু, 19 জানুয়ারি : চিন্নাস্বামী স্টেডিয়ামে রেকর্ড রোহিত শর্মা ৷ একদিনের আন্তর্জাতিক ম্যাচে 9000 রান পূর্ণ করলেন ভারতের হিটম্যান ৷ ভারতের দ্বিতীয় ও বিশ্বের তৃতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসাবে 9000 রান পূর্ণ করলেন রোহিত ৷ বেঙ্গালুরুতে অজ়িদের বিরুদ্ধে চার রান করার সঙ্গে সঙ্গেই এই রেকর্ড স্পর্শ করলেন তিনি ৷ ভারতের সপ্তম ব্যাটসম্যান হিসাবে একদিনের আন্তর্জাতিক ম্যাচে 9000 রান করলেন ৷

এই মাইলস্টোনে পৌঁছাতে রোহিত নিলেন 217টি ইনিংস ৷ তিনি ভাঙলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড ৷ ওয়ান ডেতে 9000 পূর্ণ করতে সৌরভ নিয়েছিলেন 228টি ইনিংস ৷ রোহিতের আগে আছেন বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ তিনি বর্তমানে বিশ্বেরও দ্রুততম ব্যাটসম্যান হিসাবে একদিনের ম্যাচে 9000 পূর্ণ করেছেন ৷ বিরাট এই কৃতিত্ব অর্জন করেছেন 194টি ইনিংসে ৷

বিশ্বের তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে এই কৃতিত্ব করলেন রোহিত ৷ দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স ৷ তাঁর লেগেছিল 205টি ইনিংস ৷ 9000 রান করতে সচিন তেন্ডুলকরের লেগেছিল 235টি ইনিংস ৷ আর ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ব্যাটসম্যান ব্রায়ান লারার লেগেছিল 239টি ইনিংস ৷

বেঙ্গালুরু, 19 জানুয়ারি : চিন্নাস্বামী স্টেডিয়ামে রেকর্ড রোহিত শর্মা ৷ একদিনের আন্তর্জাতিক ম্যাচে 9000 রান পূর্ণ করলেন ভারতের হিটম্যান ৷ ভারতের দ্বিতীয় ও বিশ্বের তৃতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসাবে 9000 রান পূর্ণ করলেন রোহিত ৷ বেঙ্গালুরুতে অজ়িদের বিরুদ্ধে চার রান করার সঙ্গে সঙ্গেই এই রেকর্ড স্পর্শ করলেন তিনি ৷ ভারতের সপ্তম ব্যাটসম্যান হিসাবে একদিনের আন্তর্জাতিক ম্যাচে 9000 রান করলেন ৷

এই মাইলস্টোনে পৌঁছাতে রোহিত নিলেন 217টি ইনিংস ৷ তিনি ভাঙলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড ৷ ওয়ান ডেতে 9000 পূর্ণ করতে সৌরভ নিয়েছিলেন 228টি ইনিংস ৷ রোহিতের আগে আছেন বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ তিনি বর্তমানে বিশ্বেরও দ্রুততম ব্যাটসম্যান হিসাবে একদিনের ম্যাচে 9000 পূর্ণ করেছেন ৷ বিরাট এই কৃতিত্ব অর্জন করেছেন 194টি ইনিংসে ৷

বিশ্বের তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে এই কৃতিত্ব করলেন রোহিত ৷ দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স ৷ তাঁর লেগেছিল 205টি ইনিংস ৷ 9000 রান করতে সচিন তেন্ডুলকরের লেগেছিল 235টি ইনিংস ৷ আর ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ব্যাটসম্যান ব্রায়ান লারার লেগেছিল 239টি ইনিংস ৷

Gandhinagar (Gujarat), Jan 19 (ANI): NITI Aayog's member, VK Saraswat said that suspension of internet services in Jammu and Kashmir after the abrogation of Article 370 did not have any significant effect on the economy because it is only used to watch 'dirty movies'. "They (politicians) use social media to fuel protests. What difference does it make if there's no internet in Kashmir? What do you watch on internet there? What e-tailing is happening? Besides watching dirty films, you do nothing," said VK Saraswat. He made this statement in Gujarat's Gandhinagar on January 18. Saraswat's response came on a question on why internet services had been suspended in Jammu and Kashmir when he thought telecom was vital for India's growth.
Last Updated : Jan 19, 2020, 7:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.