দিল্লি, 4 জুন: ডিপ্রেশনে ভুগছেন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা। এমনকি 2009 সাল থেকে 2011 সালের মধ্যে আত্মহত্যার কথা ভেবেছিলেন তিনি।
ভারতের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় 2006 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে।এখনো পর্যন্ত ভারতের হয়ে 46 টি ওয়ানডে ও একটি টি-20 ম্যাচ খেলেছেন রবিন উথাপ্পা
ম্যাকলিন হসপিটাল, NS ভাইয়া ফাউন্ডেশন ও রাজস্থান রয়েলস যৌথ প্ল্যাটফর্ম “ মাইন্ড, বডি এন্ড শোল” একটি সেশন একথা বলেন উথাপ্পা । সেখানেই তিনি বলেন, “ 2006 সালে যখন আমি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করি তখন আমি নিজের সম্পর্কে খুব বেশি সচেতন ছিলাম না। এর পর থেকে প্রচুর শিক্ষা ও বিকাশ ঘটেছে । এই মুহুর্তে, আমি নিজেকে সম্পর্কে অত্যন্ত সচেতন এবং আমার চিন্তাভাবনা এবং নিজের সম্পর্কে সত্যই পরিষ্কার । আমি যদি কোথাও পিছলে যাই, এখন নিজেকে সামলে নেওয়া সহজ।"
তিনি আরও বলেন, “ আমি মনে করি আমি এই জায়গায় পৌঁছেছি কারণ আমি কঠিন সময়টা পার করে এসেছি। সেই সময় আমি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম এবং আমি আত্মহত্যার কথা ভাবতাম। আমার মনে পড়ে 2009 থেকে 2011 সাল যখন প্রতিদিন এই সমস্যার সঙ্গে আমাকে লড়াই করতে হয়েছে। তবে ক্রিকেট আমাকে এই সমস্যা থেকে মুক্তি দিয়েছিল। কিন্তু যেদিন কোন খেলা থাকতো না সেদিন সত্যি সত্যি আমাকে কঠিন লড়াই করতে হতো। এই সময় থেকেই আমি ডায়েরি লেখা শুরু করি এবং ধীরে ধীরে একজন মানুষ হিসেবে নিজেকে চিনি।”
তবে রাজস্থান রয়েলসের এই ব্যাটসম্যানটি আরও বলেন এই ঘটনার জন্য তাঁর কোনও অনুশোচনা নেই।