দুবাই, 1 অক্টোবর : ম্যাচ হেরেছে দল ৷ অভিজ্ঞ ক্রিকেটার হয়েও দলের প্রয়োজনে ব্যাট হাতে কোনও ভূমিকাই নিতে পারেননি রাজস্থান রয়্যালসের রবিন উথাপ্পা ৷ যা নিয়ে সমালোচনা চলছেই ৷ তার উপর KKR-এর ইনিংসে অভ্যাসবশত বলে থুতু লাগিয়ে বসলেন ৷ ফলে, উথাপ্পাকে ঘিরে এখন শুধুই বিতর্ক ৷
বুধবার ঘটনাটি ঘটে KKR-এর ইনিংসের তৃতীয় ওভারে ৷ ওভারের পঞ্চম বলে মিড অনে সুনীল নারিনের সহজ ক্যাচ ছেড়ে ফেলেন উথাপ্পা ৷ এরপর বলে থুতু লাগিয়ে বোলারকে ফেরত দিতে দেখা যায় তাঁকে ৷ সঙ্গে সঙ্গে ভিডিয়োটি ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায় ৷ সংক্রমণ ঠেকাতে বলে স্যালাইভার ব্যবহার নিষিদ্ধ করেছে ICC ৷ সেদিক থেকে দেখতে গেলে ICC-র COVID -19 প্রোটোকল ভেঙেছেন উথাপ্পা ৷ যদিও নির্দেশিকায় বলা আছে, একটি ইনিংসে দু'বার এই ভুল করলে সতর্ক করে দেওয়া হবে ৷ তারপরও একই ভুল করলে ব্যাটিং করা দলটিকে 5 রান অতিরিক্ত দেওয়া হবে ৷ বিতর্ক শুরু হলেও IPL-এর তরফে এখনও এ নিয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি ৷
গতকালে হারে IPL-এ সবচেয়ে বেশি ম্যাচে হারের নিরিখে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলিকে ছাপিয়ে গেছেন উথাপ্পা ৷ কোটিপতি লিগে রেকর্ড 90 টি ম্যাচে হেরেছেন কোহলি ৷ এমন রেকর্ডের অধিকারী মোটেও হতে চাননি তিনি ৷ কোহলিকে স্বস্তি দিয়ে এই লজ্জার রেকর্ড এখন রবিন উথাপ্পার দখলে ৷