ETV Bharat / sports

দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে ঋষভ, বাড়তি বোঝা ! বলছেন নেটিজেনরা - Rishabh Pant

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে কঁধে চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার ৷

rishav
rishav
author img

By

Published : Mar 31, 2021, 8:16 AM IST

নয়া দিল্লি, 31 মার্চ : সম্ভাবনা ছিল 99 শতাংশ ৷ কাঁধে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে যাওয়া শ্রেয়াস আইয়ারের পরিবর্তে দিল্লি ক্যাপিটালসের নেতা হিসেবে উঠে আসছিল ঋষভ পন্থের নাম ৷ মঙ্গলবার রাতে সেই সম্ভাবনায় সিলমোহর দিল দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ ৷ কোটিপতি লিগের 14তম মরসুমে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেবেন 23 বছরের এই উইকেটকিপার ব্যাটসম্যান ৷

ঋষভকে অধিনায়ক হিসেবে নির্বাচন করার সিদ্ধান্তে সোশাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে ৷ অনেকের মতে, জাতীয় দলের এই প্রতিভাবান ক্রিকেটারকে আইপিএলে নেতৃত্ব দিতে দেখাটা হবে চোখের আরাম ৷ এক্ষেত্রে অনেকে মহেন্দ্র সিং ধোনির প্রসঙ্গ তুলেছেন ৷ খুব কম বয়সে 2007 সালে টি-20 বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন ধোনি ৷ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এবারের অভিযান শুরু করছে দিল্লি ক্যাপিটালস ৷ টসের সময় ধোনি ও পন্থকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা ৷ আবার কারও মতে, অধিনায়ক হিসেবে এই বাড়তি দায়িত্ব ব্যাটসম্যান ঋষভের সেরাটা বের করে আনবে ৷

আরও পড়ুন : কাঁধের চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন শ্রেয়স

এর বিপক্ষেও মত রয়েছে ৷ তাদের যুক্তি, দিল্লি ক্যাপিটালসে স্টিভ স্মিথ, রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্ক রাহানের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন ৷ এদের মধ্যে অনায়াসে কাউকে নেতৃত্ব দেওয়া যেতে পারত ৷ সেখানে পন্থের মতো এক তরুণ ক্রিকেটারের ঘাড়ে নেতৃত্বের বোঝা চাপানোর প্রয়োজন ছিল না ৷

  • Rishab Pant with MSD( His Idol)at the toss on 10th April Captaining his side😀😀against him !!!!! Dream come true❤️🙏 pic.twitter.com/Jj5evWX1qO

    — Aditya Thapa (@RohitianAditya) March 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

14তম আইপিএলের বল গড়াতে হাতে আর মাত্র 9টা দিন ৷ তার আগে দলের দিল্লি ক্যাপিটালস ঘোষণা করে দিল অধিনায়কের নাম ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে কঁধে চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার ৷ মাঠের মধ্যেই যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি ৷ যার পর আর মাঠে ফিরতে পারেননি শ্রেয়স ৷ পরবর্তী সময়ে কাঁধের স্ক্যানের রিপোর্ট দেখে ভারতীয় দলের ফিজ়িও টিম জানিয়ে দেয়, শ্রেয়স সিরিজ়ের বাকি ম্যাচে খেলতে পারবেন না ৷ পরে বিসিসিআই’র তরফে জানিয়ে দেওয়া হয়, আইপিএল 2021-র পুরো টুর্নামেন্ট থেকেও ছিটকে গিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ৷ দুটি মরসুম দিল্লিকে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়স ৷ গতবছর তাঁর নেতৃত্বে প্রথমবারের মতো আরব আমিরশাহীতে 13তম আইপিএলের ফাইনাল খেলে দিল্লি ক্যাপিটালস ৷

  • Should have been Ashwin

    — S A G A R (@iAlokVC) March 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নয়া দিল্লি, 31 মার্চ : সম্ভাবনা ছিল 99 শতাংশ ৷ কাঁধে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে যাওয়া শ্রেয়াস আইয়ারের পরিবর্তে দিল্লি ক্যাপিটালসের নেতা হিসেবে উঠে আসছিল ঋষভ পন্থের নাম ৷ মঙ্গলবার রাতে সেই সম্ভাবনায় সিলমোহর দিল দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ ৷ কোটিপতি লিগের 14তম মরসুমে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেবেন 23 বছরের এই উইকেটকিপার ব্যাটসম্যান ৷

ঋষভকে অধিনায়ক হিসেবে নির্বাচন করার সিদ্ধান্তে সোশাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে ৷ অনেকের মতে, জাতীয় দলের এই প্রতিভাবান ক্রিকেটারকে আইপিএলে নেতৃত্ব দিতে দেখাটা হবে চোখের আরাম ৷ এক্ষেত্রে অনেকে মহেন্দ্র সিং ধোনির প্রসঙ্গ তুলেছেন ৷ খুব কম বয়সে 2007 সালে টি-20 বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন ধোনি ৷ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এবারের অভিযান শুরু করছে দিল্লি ক্যাপিটালস ৷ টসের সময় ধোনি ও পন্থকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা ৷ আবার কারও মতে, অধিনায়ক হিসেবে এই বাড়তি দায়িত্ব ব্যাটসম্যান ঋষভের সেরাটা বের করে আনবে ৷

আরও পড়ুন : কাঁধের চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন শ্রেয়স

এর বিপক্ষেও মত রয়েছে ৷ তাদের যুক্তি, দিল্লি ক্যাপিটালসে স্টিভ স্মিথ, রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্ক রাহানের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন ৷ এদের মধ্যে অনায়াসে কাউকে নেতৃত্ব দেওয়া যেতে পারত ৷ সেখানে পন্থের মতো এক তরুণ ক্রিকেটারের ঘাড়ে নেতৃত্বের বোঝা চাপানোর প্রয়োজন ছিল না ৷

  • Rishab Pant with MSD( His Idol)at the toss on 10th April Captaining his side😀😀against him !!!!! Dream come true❤️🙏 pic.twitter.com/Jj5evWX1qO

    — Aditya Thapa (@RohitianAditya) March 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

14তম আইপিএলের বল গড়াতে হাতে আর মাত্র 9টা দিন ৷ তার আগে দলের দিল্লি ক্যাপিটালস ঘোষণা করে দিল অধিনায়কের নাম ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে কঁধে চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার ৷ মাঠের মধ্যেই যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি ৷ যার পর আর মাঠে ফিরতে পারেননি শ্রেয়স ৷ পরবর্তী সময়ে কাঁধের স্ক্যানের রিপোর্ট দেখে ভারতীয় দলের ফিজ়িও টিম জানিয়ে দেয়, শ্রেয়স সিরিজ়ের বাকি ম্যাচে খেলতে পারবেন না ৷ পরে বিসিসিআই’র তরফে জানিয়ে দেওয়া হয়, আইপিএল 2021-র পুরো টুর্নামেন্ট থেকেও ছিটকে গিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ৷ দুটি মরসুম দিল্লিকে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়স ৷ গতবছর তাঁর নেতৃত্বে প্রথমবারের মতো আরব আমিরশাহীতে 13তম আইপিএলের ফাইনাল খেলে দিল্লি ক্যাপিটালস ৷

  • Should have been Ashwin

    — S A G A R (@iAlokVC) March 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.