ETV Bharat / sports

ধোনির সঙ্গে তুলনা নয়, নিজের পরিচয় গড়তে চান ঋষভ - পরিচয় গড়তে চান ঋষভ

ধোনির সঙ্গে তুলনা নিয়ে পন্থ বলেন, ‘‘আপনার অবশ্য়ই ভালো লাগবে যখন মহেন্দ্র সিং ধোনির মতো কিংবদন্তীর সঙ্গে আপনার তুলনা করা হবে এবং আপনি আমাকে তাঁর সঙ্গে তুলনা করছেন ৷’’

Rishabh Pant Feels Amazing On MS Dhoni Comparisons But Wants To Make A Name For Himself
ধোনির সঙ্গে তুলনা নয়, নিজের পরিচয় গড়তে চান ঋষভ
author img

By

Published : Jan 21, 2021, 3:16 PM IST

মুম্বই, 21 জানুয়ারি : মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা তাঁর খুবই ভালো লাগছে ৷ তবে ভারতীয় ক্রিকেটে নিজের পরিচয় তৈরি করতে চান ঋষভ পন্থ ৷ অস্ট্রেলিয়া সফর থেকে দেশে ফেরার পর এয়ারপোর্টে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা নিয়ে প্রশ্ন করা হলে একথা বলেন তিনি ৷ পাশাপাশি দল যে তাঁর উপর ভরসা দেখিয়েছে, তাতে আত্মবিশ্বাস আরও বেড়েছে বলে মনে করেন ৷

ধোনির সঙ্গে তুলনা নিয়ে পন্থ বলেন, ‘‘আপনার অবশ্য়ই ভালো লাগবে যখন মহেন্দ্র সিং ধোনির মতো কিংবদন্তীর সঙ্গে আপনার তুলনা করা হবে এবং আপনি আমাকে তাঁর সঙ্গে তুলনা করছেন ৷’’ এই অনুভূতিটা বেশ ভালো ৷ তবে তিনি নিজের পরিচয় তৈরি করতে চান বলে জানান ঋষভ ৷ বলেন, ‘‘এটা খুব ভালো তবে আমি তাঁর সঙ্গে নিজের তুলনা চাই না ৷ ভারতীয় ক্রিকেটে আমি নিজের একটা পরিচয় গড়তে চাই ৷ কারণ একজন লেজেন্ডের সঙ্গে তরুণ ক্রিকেটারের তুলনা করা প্রাসঙ্গিক নয় ৷’’

আরও পড়ুন : দেশে ফিরলেন নায়করা

বছর 23-র দিল্লির এই তরুণ সিডনি টেস্টেও 97 রানের আক্রমণাত্বক ইনিংস খেলেছিলেন ৷ সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি মনে করি, আমরা অস্ট্রেলিয়ায় যে খেলাটা খেলেছি, তাতে পুরো দল আমাদের উপর খুব খুশি ৷’’ ভারত অ্য়াডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধরাশায়ী হওয়ার পর দারুণভাবে মেলবোর্ন ম্য়াচে ফিরে এসেছিল ৷ যেখানে ম্য়াচ জেতার পর সিডনিতে একাধিক চোট সমস্য়া ও বর্ণবিদ্বেষের শিকার হওয়া ভারতীয় দল দাঁতে দাঁত চেপে লড়াই করে সিরিজ় নিজেদের নামে করে ৷

মুম্বই, 21 জানুয়ারি : মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা তাঁর খুবই ভালো লাগছে ৷ তবে ভারতীয় ক্রিকেটে নিজের পরিচয় তৈরি করতে চান ঋষভ পন্থ ৷ অস্ট্রেলিয়া সফর থেকে দেশে ফেরার পর এয়ারপোর্টে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা নিয়ে প্রশ্ন করা হলে একথা বলেন তিনি ৷ পাশাপাশি দল যে তাঁর উপর ভরসা দেখিয়েছে, তাতে আত্মবিশ্বাস আরও বেড়েছে বলে মনে করেন ৷

ধোনির সঙ্গে তুলনা নিয়ে পন্থ বলেন, ‘‘আপনার অবশ্য়ই ভালো লাগবে যখন মহেন্দ্র সিং ধোনির মতো কিংবদন্তীর সঙ্গে আপনার তুলনা করা হবে এবং আপনি আমাকে তাঁর সঙ্গে তুলনা করছেন ৷’’ এই অনুভূতিটা বেশ ভালো ৷ তবে তিনি নিজের পরিচয় তৈরি করতে চান বলে জানান ঋষভ ৷ বলেন, ‘‘এটা খুব ভালো তবে আমি তাঁর সঙ্গে নিজের তুলনা চাই না ৷ ভারতীয় ক্রিকেটে আমি নিজের একটা পরিচয় গড়তে চাই ৷ কারণ একজন লেজেন্ডের সঙ্গে তরুণ ক্রিকেটারের তুলনা করা প্রাসঙ্গিক নয় ৷’’

আরও পড়ুন : দেশে ফিরলেন নায়করা

বছর 23-র দিল্লির এই তরুণ সিডনি টেস্টেও 97 রানের আক্রমণাত্বক ইনিংস খেলেছিলেন ৷ সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি মনে করি, আমরা অস্ট্রেলিয়ায় যে খেলাটা খেলেছি, তাতে পুরো দল আমাদের উপর খুব খুশি ৷’’ ভারত অ্য়াডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধরাশায়ী হওয়ার পর দারুণভাবে মেলবোর্ন ম্য়াচে ফিরে এসেছিল ৷ যেখানে ম্য়াচ জেতার পর সিডনিতে একাধিক চোট সমস্য়া ও বর্ণবিদ্বেষের শিকার হওয়া ভারতীয় দল দাঁতে দাঁত চেপে লড়াই করে সিরিজ় নিজেদের নামে করে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.