মুম্বই, 21 জানুয়ারি : মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা তাঁর খুবই ভালো লাগছে ৷ তবে ভারতীয় ক্রিকেটে নিজের পরিচয় তৈরি করতে চান ঋষভ পন্থ ৷ অস্ট্রেলিয়া সফর থেকে দেশে ফেরার পর এয়ারপোর্টে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা নিয়ে প্রশ্ন করা হলে একথা বলেন তিনি ৷ পাশাপাশি দল যে তাঁর উপর ভরসা দেখিয়েছে, তাতে আত্মবিশ্বাস আরও বেড়েছে বলে মনে করেন ৷
ধোনির সঙ্গে তুলনা নিয়ে পন্থ বলেন, ‘‘আপনার অবশ্য়ই ভালো লাগবে যখন মহেন্দ্র সিং ধোনির মতো কিংবদন্তীর সঙ্গে আপনার তুলনা করা হবে এবং আপনি আমাকে তাঁর সঙ্গে তুলনা করছেন ৷’’ এই অনুভূতিটা বেশ ভালো ৷ তবে তিনি নিজের পরিচয় তৈরি করতে চান বলে জানান ঋষভ ৷ বলেন, ‘‘এটা খুব ভালো তবে আমি তাঁর সঙ্গে নিজের তুলনা চাই না ৷ ভারতীয় ক্রিকেটে আমি নিজের একটা পরিচয় গড়তে চাই ৷ কারণ একজন লেজেন্ডের সঙ্গে তরুণ ক্রিকেটারের তুলনা করা প্রাসঙ্গিক নয় ৷’’
আরও পড়ুন : দেশে ফিরলেন নায়করা
বছর 23-র দিল্লির এই তরুণ সিডনি টেস্টেও 97 রানের আক্রমণাত্বক ইনিংস খেলেছিলেন ৷ সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি মনে করি, আমরা অস্ট্রেলিয়ায় যে খেলাটা খেলেছি, তাতে পুরো দল আমাদের উপর খুব খুশি ৷’’ ভারত অ্য়াডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধরাশায়ী হওয়ার পর দারুণভাবে মেলবোর্ন ম্য়াচে ফিরে এসেছিল ৷ যেখানে ম্য়াচ জেতার পর সিডনিতে একাধিক চোট সমস্য়া ও বর্ণবিদ্বেষের শিকার হওয়া ভারতীয় দল দাঁতে দাঁত চেপে লড়াই করে সিরিজ় নিজেদের নামে করে ৷