ETV Bharat / sports

দেশে উড়ান পরিষেবা শুরু হলে কি 13তম IPL-এর পথ প্রশস্ত হবে ?

author img

By

Published : May 20, 2020, 11:04 PM IST

গত মাসেই IPL-এর প্রথম সংস্করণ জয়ী রাজস্থান রয়্যালস বিদেশিহীন IPL আয়োজন করার প্রস্তাব দিয়েছে । বিদেশি ক্রিকেটার ছাড়া, টুর্নামেন্টে কাটছাঁট করেও খেলতে রাজি তারা ।

Resumption of domestic flights to pave way for IPL 2020?
Resumption of domestic flights to pave way for IPL 2020?

মুম্বই, 20 মে: লকডাউন শুরু হওয়ার পাক্কা দুমাস পর স্বাভাবিক হতে চলেছে দেশের উড়ান পরিষেবা । আর এই খবরে ফের একবার 2020 IPL নিয়ে জল্পনা শুরু হয়েছে । অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হওয়ার পর 13তম IPL-এর পথ প্রশস্ত হবে বলেই মনে করা হচ্ছে ।

25 মে থেকে ফের দেশে অসামরিক বিমান পরিষেবা চালু হবে । টুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় নাগরিক ও বিমান পরিবহন মন্ত্রী হরদীপ পুরি । পাশাপাশি পয়লা জুন থেকে দেশের কিছু কিছু অংশে যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু করার কথা জানিয়েছেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল । পাশাপাশি চতুর্থ দফার লকডাউনে দর্শক ছাড়া স্পোর্টস কমপ্লেক্সগুলি খোলার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক । এইসব সুবিধাগুলি 13তম IPL-এর শুরু হওয়ার দিকেই ইঙ্গিত দিচ্ছে । যদি বিদেশি ক্রিকেটার ছাড়াই এবারের IPL আয়োজন করার দিকে ঝোঁকে BCCI, তাহলেই এটা সম্ভব ।

গত মাসেই IPL-এর প্রথম সংস্করণ জয়ী রাজস্থান রয়্যালস বিদেশিহীন IPL আয়োজন করার প্রস্তাব দিয়েছে । বিদেশি ক্রিকেটার ছাড়া, টুর্নামেন্টে কাটছাঁট করেও খেলতে রাজি তারা । কিন্তু এই প্রস্তাবে মোটেও সায় নেই তিনবারের ক্রোড়পতি লিগ জয়ী ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের । মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দল বিদেশি ক্রিকেটার ছাড়া IPL-কে ঘরোয়া টি-20 টুর্নামেন্ট মুস্তাক আলি ট্রফির সঙ্গে তুলনা করেছে । এদিকে ক্রোড়পতি লিগ না হলে বিপুল অঙ্কের লোকসানের মুখে পড়বে ভারতীয় ক্রিকেট বোর্ড । এই অবস্থায় রাজস্থান রয়্যালসের প্রস্তাব মেনে দেশের ক্রিকেটারদের নিয়ে 13তম IPL শুরু হয় কি না সেটাই দেখার ।

মুম্বই, 20 মে: লকডাউন শুরু হওয়ার পাক্কা দুমাস পর স্বাভাবিক হতে চলেছে দেশের উড়ান পরিষেবা । আর এই খবরে ফের একবার 2020 IPL নিয়ে জল্পনা শুরু হয়েছে । অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হওয়ার পর 13তম IPL-এর পথ প্রশস্ত হবে বলেই মনে করা হচ্ছে ।

25 মে থেকে ফের দেশে অসামরিক বিমান পরিষেবা চালু হবে । টুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় নাগরিক ও বিমান পরিবহন মন্ত্রী হরদীপ পুরি । পাশাপাশি পয়লা জুন থেকে দেশের কিছু কিছু অংশে যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু করার কথা জানিয়েছেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল । পাশাপাশি চতুর্থ দফার লকডাউনে দর্শক ছাড়া স্পোর্টস কমপ্লেক্সগুলি খোলার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক । এইসব সুবিধাগুলি 13তম IPL-এর শুরু হওয়ার দিকেই ইঙ্গিত দিচ্ছে । যদি বিদেশি ক্রিকেটার ছাড়াই এবারের IPL আয়োজন করার দিকে ঝোঁকে BCCI, তাহলেই এটা সম্ভব ।

গত মাসেই IPL-এর প্রথম সংস্করণ জয়ী রাজস্থান রয়্যালস বিদেশিহীন IPL আয়োজন করার প্রস্তাব দিয়েছে । বিদেশি ক্রিকেটার ছাড়া, টুর্নামেন্টে কাটছাঁট করেও খেলতে রাজি তারা । কিন্তু এই প্রস্তাবে মোটেও সায় নেই তিনবারের ক্রোড়পতি লিগ জয়ী ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের । মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দল বিদেশি ক্রিকেটার ছাড়া IPL-কে ঘরোয়া টি-20 টুর্নামেন্ট মুস্তাক আলি ট্রফির সঙ্গে তুলনা করেছে । এদিকে ক্রোড়পতি লিগ না হলে বিপুল অঙ্কের লোকসানের মুখে পড়বে ভারতীয় ক্রিকেট বোর্ড । এই অবস্থায় রাজস্থান রয়্যালসের প্রস্তাব মেনে দেশের ক্রিকেটারদের নিয়ে 13তম IPL শুরু হয় কি না সেটাই দেখার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.