ETV Bharat / sports

সেমিফাইনালে জিতে আবেগপ্রবণ, ফাইনাল নিয়ে আশাবাদী ঈশান - ঈশান পোড়েল

বাংলাকে ফাইনালে তোলার পিছনে সবচেয়ে বেশি অবদান যাঁর তিনি হলেন বাংলার স্পিডস্টার ঈশান পোড়েল ৷ প্রথম ইনিংসে পাঁচটি উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও দুটি উইকেট তুলে নেন ৷

ishan_porel
ইশান পোড়েল
author img

By

Published : Mar 3, 2020, 2:11 PM IST

Updated : Mar 3, 2020, 2:50 PM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি: ঈশান পোড়েলের ম্যাচ হয়ে রইল বাংলা বনাম কর্নাটক রণজি সেমিফাইনাল ৷ বাংলাকে রণজি ফাইনালে তোলার পিছনে চন্দননগরের এই তরুণ পেসারের অবদান সবথেকে বেশি ৷ মঙ্গলবার কর্নাটককে 174 রানে হারিয়ে ফাইনালে ওঠার মুহূর্তে তাই আবেগপ্রবণ হয়ে পড়েন এই তরুণ ৷

13 বছর পর রণজি ট্রফির ফাইনাল খেলবে বাংলা ৷ ঘরের মাঠে সেমিফাইনালে তারকাখচিত কর্নাটককে হারিয়ে 30 বছরের রণজি ট্রফির খরা কাটানোর সুবর্ণ সুযোগ ৷ বাংলাকে ফাইনালে তোলার পিছনে সবচেয়ে বেশি অবদান যাঁর তিনি হলেন বাংলার স্পিডস্টার ঈশান পোড়েল ৷ কর্নাটকের তারকা খেলোয়াড়দের সামনে মোটেও ঘাবড়ে যাননি ৷ সঠিক লাইন ও লেন্থে বল করে গিয়েছেন ৷ মাত্র 39 রানে প্রথম ইনিংসে পাঁচটি উইকেট নিয়েছিলেন ৷ দ্বিতীয় ইনিংসেও দুটি উইকেট তুলে নেন ৷ মঙ্গলবার দলকে রণজির ফাইনালে তোলার পর স্বভাবতই উচ্ছ্বসিত এই তরুণ পেসার ৷ নিজের খেলার পাশাপাশি ঈশান দলের সম্মিলিত পারফরমেন্স নিয়েও সন্তুষ্ট ৷ টিম স্পিরিটের জোরেই রণজি জিতবে বাংলা, আশা তাঁর ৷

ঈশান পোড়েল

বাংলার সামনে 30 বছর আগের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর সুবর্ণসুযোগ ৷ সেমির নায়ক ঈশানের চোখ এবার ফাইনাল ম্যাচের দিকে ৷

কলকাতা, 3 ফেব্রুয়ারি: ঈশান পোড়েলের ম্যাচ হয়ে রইল বাংলা বনাম কর্নাটক রণজি সেমিফাইনাল ৷ বাংলাকে রণজি ফাইনালে তোলার পিছনে চন্দননগরের এই তরুণ পেসারের অবদান সবথেকে বেশি ৷ মঙ্গলবার কর্নাটককে 174 রানে হারিয়ে ফাইনালে ওঠার মুহূর্তে তাই আবেগপ্রবণ হয়ে পড়েন এই তরুণ ৷

13 বছর পর রণজি ট্রফির ফাইনাল খেলবে বাংলা ৷ ঘরের মাঠে সেমিফাইনালে তারকাখচিত কর্নাটককে হারিয়ে 30 বছরের রণজি ট্রফির খরা কাটানোর সুবর্ণ সুযোগ ৷ বাংলাকে ফাইনালে তোলার পিছনে সবচেয়ে বেশি অবদান যাঁর তিনি হলেন বাংলার স্পিডস্টার ঈশান পোড়েল ৷ কর্নাটকের তারকা খেলোয়াড়দের সামনে মোটেও ঘাবড়ে যাননি ৷ সঠিক লাইন ও লেন্থে বল করে গিয়েছেন ৷ মাত্র 39 রানে প্রথম ইনিংসে পাঁচটি উইকেট নিয়েছিলেন ৷ দ্বিতীয় ইনিংসেও দুটি উইকেট তুলে নেন ৷ মঙ্গলবার দলকে রণজির ফাইনালে তোলার পর স্বভাবতই উচ্ছ্বসিত এই তরুণ পেসার ৷ নিজের খেলার পাশাপাশি ঈশান দলের সম্মিলিত পারফরমেন্স নিয়েও সন্তুষ্ট ৷ টিম স্পিরিটের জোরেই রণজি জিতবে বাংলা, আশা তাঁর ৷

ঈশান পোড়েল

বাংলার সামনে 30 বছর আগের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর সুবর্ণসুযোগ ৷ সেমির নায়ক ঈশানের চোখ এবার ফাইনাল ম্যাচের দিকে ৷

Last Updated : Mar 3, 2020, 2:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.