আবু ধাবি, 6 অক্টোবর : পাঁচ ম্যাচে তিনটিতেই জয় ৷ ব্যাটিং বিভাগে রোহিত শর্মা, কায়রন পোলার্ড, কুইন্টন ডি কক, হার্দিক পান্ডিয়ার মতো নাম ৷ বোলিং বিভাগে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট ৷ তার উপর গত ম্যাচে সানরাইজ়ার্স হায়দরাবাদকে হারিয়ে চনমনে তারা ৷ দুবাইয়ে আত্মবিশ্বাসে ভরপুর এই টিমের বিরুদ্ধে মঙ্গলবার নামছে স্টিভ স্মিথের রাজস্থান ৷ অন্যদিকে পরপর দুটি ম্যাচ হেরে রয়্যালসদের আত্মবিশ্বাস অনেকটাই টাল খেয়েছে ৷
দুরন্ত গতিতে IPL অভিযান শুরু করেছিল রাজস্থান রয়্যালস ৷ পরপর দুটি ম্যাচ জয় ছাড়াও সঞ্জু স্যামসন, স্টিভ স্মিথদের পারফরম্যান্স শিরোনামে জায়গা করে নিয়েছিল ৷ কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ জয়পুরের ফ্র্যাঞ্চাইজ়িটি ৷ প্রথম দু'টি ম্যাচে যতটাই দাপট দেখিয়েছিল শেষ দু'টি ম্যাচে ততটাই সাদামাটা লেগেছে রাজস্থানকে ৷ ফলে মুম্বইয়ের বিরুদ্ধে জয়টা তাদের অত্যন্ত প্রয়োজন ৷ এই লক্ষ্যে প্রথম একাদশেও হতে পারে পরিবর্তন ৷
এখনও ফর্মে ফেরেননি জস বাটলার ৷ তিনটি ম্যাচে তাঁর সংগ্রহ 47 রান ৷ তাঁকে হয়তো প্রথম একাদশের বাইরে রাখবেন না স্মিথ ৷ তবে রিয়ান পরাগকে মাঠের বাইরে থাকতে হতে পারে ৷ মিডল অর্ডারে বেশ কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েও ব্যর্থ তিনি ৷ রিয়ানের পরিবর্তে সুযোগ পেতে পারেন যশস্বী জয়সওয়াল ৷ বোলিং বিভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ৷ খারাপ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন জয়দেব উনাদকট ৷ গত চারটি ম্যাচে তাঁর সংগ্রহ একটি উইকেট ৷ পাওয়ার প্লে হোক বা ডেথ ওভার কোথাও সফল নন উনাদকট ৷ ফলে টম কুরান ও জোফ্রা আর্চারের উপর চাপ বাড়ছে ৷ এই পরিস্থিতিতে বরুণ অ্যারন ও কার্তিক ত্যাগীর মধ্যে একজনকে খেলাতে পারেন স্মিথ ৷
অন্যদিকে মুম্বইয়ের ব্যাটিং ব্রিগেডের সকলেই ম্যাচ উইনার ৷ নিজের দিনে একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন রোহিত, হার্দিক, পোলার্ডরা ৷ ফর্মে রয়েছেন ইশান কিষাণও ৷ পেস বিভাগ নিয়েও তেমন সমস্যা নেই ৷ তবে স্পিনার রাহুল চাহার এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ৷ গত ম্যাচে ক্রুণাল পাণ্ডিয়া ভালো পারফরম্যান্স দিয়েছিলেন ৷ তাই রাজস্থানের বিরুদ্ধে রোহিত শর্মা উইনিং কম্বিনেশন ভাঙবেন বলে মনে হয় না ৷
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ : রোহিত শর্মা, কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরা ৷
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ : জস বাটলার, স্টিভ স্মিথ, সঞ্জু স্যামসন, রবিন উথাপ্পা, রাহুল তেওয়াটিয়া, যশস্বী জয়সওয়াল, টম কুরান, শ্রেয়াস গোপাল, জোফ্রা আর্চার, বরুণ অ্যারন, অঙ্কিত রাজপুত ৷