মুম্বই, 6 জুলাই : জাতীয় দলের কোচ হওয়ার সুবর্ণ সুযোগ ছিল তাঁর সামনে ৷ কিন্তু দুই ছেলের মুখ চেয়ে সেই প্রস্তাব গ্রহণ করেননি রাহুল দ্রাবিড় ৷ বিরাট ব্রিগেডের হেডস্যারের ভূমিকা পালন করার থেকে দুই ছেলে সমিত এবং অনভয়কে সময় দেওয়া বেশি প্রয়োজন মনে হয়েছিল তাঁর ৷
সালটা 2017 ৷ কোচ অনিল কুম্বলে ও অধিনায়ক বিরাট কোহলির দ্বন্দ্বে তখন ডামাডোল চলছে ভারতীয় ক্রিকেটে ৷ কুম্বলের পদত্যাগের পর সেই জায়গায় সবচেয়ে যোগ্য ব্যক্তি হিসেবে দ্রাবিড়ের নামটাই মনে এসেছিল COA চেয়ারম্যান বিনোদ রাইয়ের ৷ যদিও অনূর্ধ্ব-19 ও ভারতীয় "এ" দলের কোচের দায়িত্ব পালন করা দ্রাবিড় সেই প্রস্তাব গ্রহণ করেননি ৷ এই বিষয়ে বিনোদ রাই বলেন, "রাহুলের সঙ্গে আমরা কথা বলেছিলাম ৷ ও বলেছিল, দেখ বাড়িতে আমার দুই ছেলে রয়েছে ৷ ভারতীয় দলের সঙ্গে সারা বিশ্ব ঘুরতে হয়েছে ৷ তাই ওদের সময় দিতে পারিনি ৷ আমার এখন বাড়িতে থাকা উচিত ৷ পরিবারকে সময় দেওয়া উচিত ৷"
প্রথমদিকে দু'বছরের জন্য অনূর্ধ্ব-19 ও ভারতীয় "এ" দলের দায়িত্ব নিয়েছিলেন ৷ তাঁর তত্ত্বাবধানে যুব দল সাফল্য পেয়েছে বিস্তর ৷ তাই উঠতি খেলোয়াড়দের নিয়ে কাজ করতে বেশি পছন্দ করেন দ্রাবিড় ৷ তাঁর সিনিয়র দলের কোচ না হওয়ার এটা আরও একটি কারণ ছিল ৷ জানিয়েছেন বিনোদ রাই ৷ বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মুখ্য পদে রয়েছেন দ্রাবিড় ৷