ETV Bharat / sports

অস্ট্রেলিয়া সফরের আগে দ্রাবিড়ের থেকে ‘গুরুমন্ত্র’ পেয়েছিলেন রাহানে - অজিঙ্ক রাহানে

অস্ট্রেলিয়া সফরের আগে তাঁকে পরামর্শ দিয়েছিলেন রাহুল দ্রাবিড় ৷ এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রাহানে ।

rahul-dravid-advised-ajinkya-rahane-not-to-bat-a-lot-in-the-nets-and-not-put-pressure-on-himself-while-leading-the-indian-team-in-australia
অস্ট্রেলিয়া সফরের আগে দ্রাবিড়ের থেকে ‘গুরুমন্ত্র’ পেয়েছিলেন রাহানে
author img

By

Published : Feb 2, 2021, 12:59 PM IST

চেন্নাই, 2 ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া সফরের আগে অজিঙ্ক রাহানেকে চাপমুক্ত থাকার পরামর্শ দিয়েছিলেন রাহুল দ্রাবিড় ৷ এমনকী তিনি যেন নেটে বেশি ব্যাট না করেন সেই পরামর্শও দিয়েছিলেন ৷ এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে ৷

তিনি বলেন, ‘‘যখন আমরা অস্ট্রেলিয়া সফরের জন্য দুবাই থেকে রওনা দিচ্ছিলাম সেই সময় রাহুল ভাই আমাকে কল করেছিলেন ৷ তিনি বলেছিলেন, কোনও চাপ নিও না ৷ আমি জানি প্রথম টেস্টের পর তুমি দলকে নেতৃত্ব দেবে ৷ কোনও কিছু নিয়ে চিন্তা কোরো না, শুধু মানসিকভাবে শক্ত থাক ৷ নেটে বেশি ব্যাট করবে না ৷’’ তিনি আরও বলেন, ‘‘উনি বলেছিলেন, আমার খুব ভালো প্রস্তুতি হয়েছে, এমনকী ব্যাটিংও খুবই ভালো হচ্ছে ৷ তাই বেশি চাপ নিও না ৷ শুধু ভাব কীভাবে তুমি দলকে নেতৃত্ব দেবে, কীভাবে তুমি প্লেয়ারদের আত্মবিশ্বাস জোগাবে ৷ ফলাফল নিয়ে চিন্তা করবে না, এটা মাথায় রেখো ৷ সেই আলোচনা বিষয়টিকে খুবই সহজ করে দিয়েছিল ৷ যেটা খুবই ভালো ছিল ৷’’

আরও পড়ুন : ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশ বাছলেন গম্ভীর

অস্ট্রেলিয়ায় দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ টেস্টে ভারতীয় দলের অধিনায়কত্ব সামলেছিলেন অজিঙ্ক রাহানে ৷ সিডনিতে তৃতীয় টেস্টে দুর্দান্ত লড়াই করে ম্যাচ ড্র করেছিল ৷ এবং দ্বিতীয় ও তৃতীয় টেস্টে জিতে 2-1 ফলাফলে সিরিজ নিজেদের দখলে রেখেছিল ভারতীয় দল ৷ যেখানে প্রথম ম্যাচ খেলার পর অধিনায়ক বিরাট কোহলি দেশে ফিরে এসেছিলেন ৷ এমনকী মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার মতো সিনিয়র ক্রিকেটাররা চোট-আঘাতের সমস্যায় সিরিজের বেশির ভাগ সময়ই মাঠের বাইরে ছিলেন ৷

চেন্নাই, 2 ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া সফরের আগে অজিঙ্ক রাহানেকে চাপমুক্ত থাকার পরামর্শ দিয়েছিলেন রাহুল দ্রাবিড় ৷ এমনকী তিনি যেন নেটে বেশি ব্যাট না করেন সেই পরামর্শও দিয়েছিলেন ৷ এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে ৷

তিনি বলেন, ‘‘যখন আমরা অস্ট্রেলিয়া সফরের জন্য দুবাই থেকে রওনা দিচ্ছিলাম সেই সময় রাহুল ভাই আমাকে কল করেছিলেন ৷ তিনি বলেছিলেন, কোনও চাপ নিও না ৷ আমি জানি প্রথম টেস্টের পর তুমি দলকে নেতৃত্ব দেবে ৷ কোনও কিছু নিয়ে চিন্তা কোরো না, শুধু মানসিকভাবে শক্ত থাক ৷ নেটে বেশি ব্যাট করবে না ৷’’ তিনি আরও বলেন, ‘‘উনি বলেছিলেন, আমার খুব ভালো প্রস্তুতি হয়েছে, এমনকী ব্যাটিংও খুবই ভালো হচ্ছে ৷ তাই বেশি চাপ নিও না ৷ শুধু ভাব কীভাবে তুমি দলকে নেতৃত্ব দেবে, কীভাবে তুমি প্লেয়ারদের আত্মবিশ্বাস জোগাবে ৷ ফলাফল নিয়ে চিন্তা করবে না, এটা মাথায় রেখো ৷ সেই আলোচনা বিষয়টিকে খুবই সহজ করে দিয়েছিল ৷ যেটা খুবই ভালো ছিল ৷’’

আরও পড়ুন : ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশ বাছলেন গম্ভীর

অস্ট্রেলিয়ায় দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ টেস্টে ভারতীয় দলের অধিনায়কত্ব সামলেছিলেন অজিঙ্ক রাহানে ৷ সিডনিতে তৃতীয় টেস্টে দুর্দান্ত লড়াই করে ম্যাচ ড্র করেছিল ৷ এবং দ্বিতীয় ও তৃতীয় টেস্টে জিতে 2-1 ফলাফলে সিরিজ নিজেদের দখলে রেখেছিল ভারতীয় দল ৷ যেখানে প্রথম ম্যাচ খেলার পর অধিনায়ক বিরাট কোহলি দেশে ফিরে এসেছিলেন ৷ এমনকী মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার মতো সিনিয়র ক্রিকেটাররা চোট-আঘাতের সমস্যায় সিরিজের বেশির ভাগ সময়ই মাঠের বাইরে ছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.