ETV Bharat / sports

মুম্বইয়ে প্রবল বৃষ্টি, বেঙ্গালুরুতে ক্যারিবিয়ান সফরের প্রস্তুতি সারলেন রাহানে

ওয়েস্ট ইন্ডিজ় সফরের আগে প্রস্তুতিতে ফাকি না পসন্দ । তাই বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রাহুল দ্রাবিড়ের কাছে ডেরা বেঁধে ছিলেন আজিঙ্কা রাহানে ।

রাহানে
author img

By

Published : Aug 3, 2019, 11:47 PM IST

Updated : Aug 3, 2019, 11:53 PM IST

কলকাতা, 3 অগাস্ট : মুম্বইয়ে প্রবল বৃষ্টি । অনুশীলন সঠিক ভাবে করা সম্ভব নয় । ওয়েস্ট ইন্ডিজ় সফরের আগে প্রস্তুতিতে ফাকি না পসন্দ । তাই বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রাহুল দ্রাবিড়ের কাছে ডেরা বেঁধে ছিলেন আজিঙ্কা রাহানে । আজ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন রাহানে । সেখানেই জানান, মুম্বইয়ে প্রবল বৃষ্টি হওয়ায় বেঙ্গালুরুতে গেছিলেন ক্যারিবিয়ান সফরের প্রস্তুতি সারতে ।

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ়ের সফরের টেস্ট সিরিজ়ের প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক বলেন মূলত ফিটনেস ট্রেনিং করেছেন । বেঙ্গালুরুতে রাহুল দ্রাবিড়ের অধীনে ট্রেনিং উপভোগ করেছেন । এদিকে ওয়েস্ট ইন্ডিজ় দলকে নিয়ে আগাম কিছু বলতে নারাজ । কারণ দলটি কী করতে পারে তা আগে থেকে বলা যায় না । তাই তাঁদের বিরুদ্ধে ভালো কিছু করার দিকে তাকিয়ে আছেন । নিজেদের চেনা পরিবেশে ক্যারিবিয়ানরা এখনও শক্তিশালী দল । প্রতিপক্ষকে সম্মান দিয়ে ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে চান বলে জানান রাহানে । নিজের সেরাটা দিয়ে দলের সাফল্যে ভূমিকা নেওয়ার কথাও রাহানে বলেছেন ।

টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে । তাই প্রতিটি টেস্ট ম্যাচ ও সিরিজ় গুরুত্বপূর্ণ বলে মনে করেন । প্রথমবার CAB-র বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে এলেন । অরুণ লালকে জীবনকৃতী সম্মান দেওয়া ছাড়াও সেরাদের পুরস্কৃত করলেন ।

CAB-র পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুরুষ ও মহিলা বিভাগের সেরা ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ ও দীপ্তি শর্মা অনুপস্থিত ছিলেন । এদিকে জীবনকৃতী সম্মান পেয়ে আপ্লুত অরুণলাল । আজকের অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলি তাঁকে ছোটোবেলার আইডল বলে ফের তাঁর কোচিংয়ে রণজি জয়ের স্বপ্ন উস্কে দেন ।

কলকাতা, 3 অগাস্ট : মুম্বইয়ে প্রবল বৃষ্টি । অনুশীলন সঠিক ভাবে করা সম্ভব নয় । ওয়েস্ট ইন্ডিজ় সফরের আগে প্রস্তুতিতে ফাকি না পসন্দ । তাই বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রাহুল দ্রাবিড়ের কাছে ডেরা বেঁধে ছিলেন আজিঙ্কা রাহানে । আজ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন রাহানে । সেখানেই জানান, মুম্বইয়ে প্রবল বৃষ্টি হওয়ায় বেঙ্গালুরুতে গেছিলেন ক্যারিবিয়ান সফরের প্রস্তুতি সারতে ।

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ়ের সফরের টেস্ট সিরিজ়ের প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক বলেন মূলত ফিটনেস ট্রেনিং করেছেন । বেঙ্গালুরুতে রাহুল দ্রাবিড়ের অধীনে ট্রেনিং উপভোগ করেছেন । এদিকে ওয়েস্ট ইন্ডিজ় দলকে নিয়ে আগাম কিছু বলতে নারাজ । কারণ দলটি কী করতে পারে তা আগে থেকে বলা যায় না । তাই তাঁদের বিরুদ্ধে ভালো কিছু করার দিকে তাকিয়ে আছেন । নিজেদের চেনা পরিবেশে ক্যারিবিয়ানরা এখনও শক্তিশালী দল । প্রতিপক্ষকে সম্মান দিয়ে ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে চান বলে জানান রাহানে । নিজের সেরাটা দিয়ে দলের সাফল্যে ভূমিকা নেওয়ার কথাও রাহানে বলেছেন ।

টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে । তাই প্রতিটি টেস্ট ম্যাচ ও সিরিজ় গুরুত্বপূর্ণ বলে মনে করেন । প্রথমবার CAB-র বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে এলেন । অরুণ লালকে জীবনকৃতী সম্মান দেওয়া ছাড়াও সেরাদের পুরস্কৃত করলেন ।

CAB-র পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুরুষ ও মহিলা বিভাগের সেরা ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ ও দীপ্তি শর্মা অনুপস্থিত ছিলেন । এদিকে জীবনকৃতী সম্মান পেয়ে আপ্লুত অরুণলাল । আজকের অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলি তাঁকে ছোটোবেলার আইডল বলে ফের তাঁর কোচিংয়ে রণজি জয়ের স্বপ্ন উস্কে দেন ।

Intro:মুম্বই তে প্রবল বৃষ্টি। অনুশীলন সঠিক ভাবে করা সম্ভব নয়। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে প্রস্তুতিতে ফাকি না পসন্দ। তাই বেঙ্গালেরু তে জাতীয় ক্রিকেট আকাডেমিতে রাহুল দ্রাবিড়ের কাছে ডেরা বেধে ছিলেন আজিঙ্কা রাহানে। শনিবার ক্রিকেট অ্যসোশিয়েসন অব বেঙ্গলের বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন। আসন্ন ওয়েস্ট ইন্ডিজের সফরের টেস্ট ম্যাচ সিরিজের প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে ভারতীয় টেস্ট দলের সহঅধিনায়ক বলেন মূলত ফিটনেস ট্রেনিং করেছেন। মুম্বাই তে বৃষ্টি হওয়ায় বেঙ্গালেরু তে গিয়েছিলেন। সেখানে রাহুল দ্রাবিড়ের অধীনে ট্রেনিং উপভোগ করেছেন। ওয়েস্ট ইন্ডিজ দলকে নিয়ে আগাম কিছু বলতে নারাজ। কারন দলটি কি করতে পারে তা আগে থেকে বলা যায়না। তাই তাদের বিরুদ্ধে ভালো কিছু করার দিকে তাকিয়ে আছেন। নিজেদের চেনা পরিবেশে ক্যারিবিয়ান রা এখনও শক্তিশালী দল। প্রতিপক্ষ কে সম্মান দিয়ে ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে চান। নিজের সেরাটা দিয়ে দলের সাফল্যে ভূমিকা নেওয়ার কথা রাহানে বলেছেন। টেস্ট বিশ্ব চ্যাম্পিয়ন শীপ শুরু হয়েছে।তাই প্রতিটি টেস্ট ম্যাচ ও সিরিজ গুরুত্বপূর্ণ বলে মনে করেন। টেস্ট চ্যাম্পিয়ন শীপ নিয়ে তাই আগ্রহী।
পর্থমবার সিএবির বার্ষিক পুরস্কার বিতরনী সভায় এলেন। অরুন লালকে জীবনকৃতি সম্মান দেওয়া ছাড়া সেরাদের পুরস্কৃত করলেন। নিজের জীবনের উঠে আসার কঠিন দিনের কথা রাহানের মুখে। মা বাবার আত্মত্যাগের কথা শোনালেন। সিএবির পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুরুষ ও মহিলা বিভাগের সেরা ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরন ও দীপ্তি শর্মা অনুপস্থিত। জীবনকৃতি সম্মান পেয়ে আপ্লুত অরুনলাল। সৌরভ গাঙ্গুলী তাকে ছোটবেলার আইডল বলে ফের তার কোচিং এ ফের রঞ্জী জয়ের স্বপ্ন উস্কে দিলেন।


Body:সি


Conclusion:
Last Updated : Aug 3, 2019, 11:53 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.